RE: আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৩৯ || ABB Weekly Hangout Report-139
প্রথমেই ধন্যবাদ জানাই,আমাদের কমিউনিটির সকল শ্রদ্ধাভাজন মডারেটর বৃন্দ সহ সংশ্লিষ্ট সকল ব্যাক্তি বর্গকে,আমাকে ভেরিফাইড মেম্বার ট্যাগ প্রদান করায়।কেননা আপনাদের সহযোগিতায় আমি এ বি বি স্কুল এর সব বিষয় সমুহ জানতে ও বুঝতে পেরেছি।আর আপনাদের দেওয়া জ্ঞান গুলোকে অবশ্যই আমি আমার মাথায় রেখে সব নিয়ম মেনে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।আর আমার একটিভিটি অবশ্যই যথার্থ রাখার চেষ্টা করবো।এখন অব্দি বেশি বড় লক্ষ্য নির্ধারণ করিনি,এখন শুধু লক্ষ্য হচ্ছে সুপার একটিভ লিস্ট এ জায়গা করতে হবে।আমার বিশ্বাস সেটা আমি পারবো।অবশ্যই কমিউনিটির প্রতি এবং কমিউনিটির সংশ্লিষ্ট সকলের প্রতি সর্বদা বিনম্র শ্রদ্ধা রেখেই আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবো।এটুকুই শুধু বলতে চাই।আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া ,আপনার পোস্টের মাধ্যমে এরকম একটি গুরুত্ব। বহ বিষয় সম্মন্ধে জানতে পারলাম।