You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৪৭ | অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় কেন?

in আমার বাংলা ব্লগ19 days ago

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় কেন?

কথাটি দিয়ে বোঝানো হয়েছে যে, যেকোনো জিনিসের অতিরিক্ত কোন কিছুই ভালো না। সবকিছুতেই অতিরিক্ত কোন কিছু অ্যাড করা সেটা বিপদের কারণ হতে পারে। অধিক সন্ন্যাসী বলতে বেশি মাতবর কে বোঝানো হয়েছে আর গাজন নষ্ট বলতে সেই মাতবরদের কাজের খারাপ ফলাফল কে বোঝানো হয়েছে। কারণ একটা কাজে অধিকাংশ মাতবর থাকলে ভিন্ন রকমের মতাদর্শ দাঁড়াবে সবাই নিজের নিজের মতকেই গ্রহণযোগ্যতা দিবে সুতরাং ঐ কাজটাই শেষে খারাপ হয়ে যাবে। অতএব উপরের কথাটি যৌক্তিক বলে মনে করি।

Sort:  
 19 days ago 

আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন।

 19 days ago 

বাহ বেশ ভালো তো।