You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫০

in আমার বাংলা ব্লগlast month

রঙিন এই পৃথিবী ছেড়ে ঢলে যাব মৃত্যুর কোলে,
হয়ে যাব স্মৃতি দেয়ালে টাঙ্গানো ঐ ছবিতে।
চঞ্চল এই শরীরের শিরা গুলো হবে চির শান্ত!
তাহা হতে হয়ে যাবে এই রঙ্গিন জীবনের অন্ত।
কখন জানি শেষ হয় বড় অট্টালিকার জীবনী;
তবেই পাড়ি জমাবো ঐ বাঁশ বাগানের মাটির বাড়ি।
হব সবাই স্মৃতি,এহেন কথা ভাবেনা তবু মনুষ্য জাতি।