You are viewing a single comment's thread from:

RE: ABB Contest-65 || শিউলি পুলি পিঠা রেসিপি

in আমার বাংলা ব্লগ25 days ago

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৬৫ তম কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এবারের কনটেস্ট এর টপিকস টা সময় উপযোগী ছিল। তাইতো আপনার থেকে এরকম চমৎকার শিউলি পুলি পিঠা দেখতে পেলাম। পুলি পিঠা তৈরি রন্ধন প্রণালী খুবই সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। আশা করছি যে কেউ আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে এই পুলিপিঠা তৈরি করতে পারবে। আপনি নিজেই তৈরি করে নিজেই কন্টাক্ট খেয়ে নিলেন, আমাদেরও তো একটু দাওয়াত দিতে পারতে আপু, একসাথে সবাই খতাম হি হি হি। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শীতকালীন পিঠাপুলির একটি নকশাময় পিঠা শেয়ার করার জন্য।

Sort:  
 24 days ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।