You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭১

in আমার বাংলা ব্লগ25 days ago

সাইকেল চালানো শেখা নিয়ে আমি আর সুমন ভাইয়ার মধ্যে মজার একটি ঘটনা রয়েছে 😲 সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব:-

আমি: সুমন ভাইয়া সহ একসাথে বসে একদিন গল্প করছিলাম 😲। এক পর্যায়ে ভাইয়াকে বললাম যে, ভাই আমি তো সাইকেল চালাতে পারিনা আমাকে একটু শিখায় দিবেন?

সুমন ভাই:কিরে শাহিদ,তুই এত বড় হয়েছিস সাইকেল চালানো শিখিস নাই?চল চল তোকে এখনই শিখাই দিচ্ছি।

আমি:অবশেষে তিনি আমাকে সাইকেলের উপর তুলে দিয়ে বললেন প্যাটেল ঘোরাও এবার জোরে জোরে। রাস্তা দিয়ে সুন্দরী একটা মেয়ে যাচ্ছিল 😲 ওকে দেখতে যেয়ে ওর উপরে সাইকেল দিলাম তুলে🥴মেয়ের গেল পা ভেঙ্গে😫।

সুমন ভাই: এইবার মেয়ের বাড়ির লোক আর সুমন ভাই মিলে বললেন মেয়ের তো পা ভেঙ্গে ফেলেছিস, চল সেই মেয়ের সাথেই তোর বিয়ে🥴😫।

আমি: সুমন ভাইয়ার কথামতো বিয়ের আসরে বসে পড়লাম লুঙ্গি পরে 😝। মাঝখানে সুযোগ পেতেই সঙ্গী খুলে দিয়ে বিয়ের স্টেজ থেকে উঠে দিলাম দৌড়। কিসের আমি পা ভাঙ্গা মেয়েকে বিয়ে করি, চাচা আপন প্রাণ বাঁচা 🤣🤣🤣।

বিশেষ দ্রষ্টব্য: জাস্ট ফান নট বি সিরিয়াস।

Sort:  
 23 days ago 

হাহাহা দারুন ছিলো।