শীতের দিনে কম্বল ল্যাপটপ সাথে চা ব্যাপারটা কি যে মজাদার যে উপভোগ করেছেন কেবলমাত্র সেই বলতে পারবে। আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক আপনার রিলেক্স ডে এর বেশ কিছু কথা এবং লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এগুলোর মধ্যে বিরিয়ানি এবং রোস্ট, এই দুটি আমার ভীষণ পছন্দের। যাই হোক আপনার আজকের পোস্টটি ভালই উপভোগ করলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।