মরিচ আর্ট পদ্ধতি ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো চমৎকার সুন্দর একটি মরিচ আর্ট পদ্ধতি। আশা করছি ভালো লাগবে আমার মরিচ আর্ট পদ্ধতি টি।
শরীরটা বেশি ভালো নয়।দূর্বল লাগছে দুদিন থেকে।
ভেবেছিলাম আজ রেসিপি করবো কিন্তুু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আর ইচ্ছে করছে না রান্না ঘরে ঢোকার।
কি পোস্ট করবো ভাবছিলাম হঠাৎ মনে হলো মরিচ আর্ট করি মন্দ হবে না। বর্তমানে তো মরিচের অনেক দাম।দামী জিনিসের আর্ট করলে মন্দ হয় না 🙂।
খাতা কলম নিয়ে বসে পড়লাম ও সহজেই আর্ট করে ফেল্লাম দুটো তরতাজা মরিচ।
তো চলুন দেখা যাক কি ভাবে করলাম আর্ট।
জল রং |
---|
পেন্সিল |
খাতা |
প্রথম ধাপ
প্রথমে একটি খাতায় মরিচের বোটার অংশ আর্ট করেছি।
দ্বিতীয় ধাপ
এখন মরিচের বোটা দুটো পুরাপুরি ভাবে আর্ট করেছি।
তৃতীয় ধাপ
এখন একটি মরিচ আর্ট করেছি।
চতুর্থ ধাপ
এখন আর একটি মরিচ আর্ট করেছি।পুরাপুরি ভাবে দুটা মরিচ আর্ট করা হয়ে গেছে।
পঞ্চম ধাপ
এখন মরিচের বোটা সবুজ কালার করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
প্রথমে একটি মরিচ কালার করে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন অপর মরিচ টি কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন মরিচের শরীরে একটু করে সাদা কালার করে নিয়েছি। এখন একদমই তরতাজা টসটসে লাল পাকা মরিচের মতোই লাগছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের সুন্দর ও সহজ পদ্ধতিতে পাকা মরিচের আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
জল রঙ দিয়ে অনেক সুন্দর দুইটি মরিচের আর্ট করেছেন। মরিচ দুইটিতে লাল রং করায় দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। দেখে বোঝাই যাচ্ছে অনেক সময় এবং ধৈর্য নিয়ে আপনি আর্টটি করেছেন। ধন্যবাদ এই সুন্দর আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু লাল রং করার কারণে সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
দোয়া করি খুব শীঘ্রই আপনার শরীরটা ভালো হয়ে যাক । আসলেই আপনি অনেক সুন্দর ভাবে মরিচ আর্ট করেছেন। আর্টটা
দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে ।প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আজ আপনি জলরঙ দিয়ে দুইটি মরিচ আর্ট করেছেন। আপনার আর্ট করা মরিচ দুটি দেখতে দারুন হয়েছে।মরিচ সাধারণত লাল এবং সবুজ রং হয়। লাল রং করার কারণে বেশি ভালো লাগছে। প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
একদম দেখার মত দুইটা চমৎকার মরি চ অঙ্কন করেছেন। আপনার এত সুন্দর মরিচ অংকন করতে দেখে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি। পাশাপাশি দুইটার সুন্দর চিত্র।
ধন্যবাদ ভাইয়া আমার আর্ট পোস্ট টি ভালো লেগেছে জন্য।
লাল লংকা দুটো দারুণ এঁকেছ। জ্বলজ্বল করছে৷ এক্সিলেন্ট হয়েছে। জল রঙ ব্যবহার করেছ বলেই এতো সুন্দর লাগছে দেখতে। দারুণ, দারুণ হয়েছে শাপলা।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য
মরিচ আর্ট দেখে সত্যিকারের মরিচের মতো মনে হচ্ছে আপু। লাল টকটকে মরিচ গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আপনি চিত্রটি আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
কিছুদিন আগেই মরিচের যা দাম গিয়েছে সেটার কথা ভাবলেই গা শিউরে ওঠে। আর আপনার পোস্ট দেখে তো সেই সময়ের কথা মনে পড়ে গেল আপু। যাইহোক খুবই নিখুঁত এবং চমৎকারভাবে আপনি মরিচের আর্ট করেছেন। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। পরবর্তী আর্ট এর জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া মরিচের ভয়ংকরী দাম ছিলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জমা।
বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি দেখতেছি কি চমৎকার মরিচ আর্ট করেছেন। তবে আপনার আর্ট করা মরিচের মধ্যে ঝাল আছে কিনা জানিনা। তবে মরিচের কালার বাস্তবে মরিচের মতই হয়েছে। চমৎকার মরিচের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ একটি আর্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ আর্ট এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এই আর্ট তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে একের পর এক শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
মরিচ আর্ট পদ্ধতি জল রঙ দিয়ে দারুণ করেছেন আপু। একদম টকটকে লাল মরিচ।
দেখতে যেমন লাল,
লাগবে ততই ঝাল
আজ অথবা কাল।