বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি বানানো পদ্ধতি ❤️
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ বড়দিন। ক্রিসমাস ডে।আজকের দিনে যিশুখ্রিস্টের জন্মদিন। আজকের দিনটি খৃষ্টান ধর্ম অবলম্বীদের জন্য একটি স্পেশাল ডে।ক্রিসমাস এটি একটি বাৎসরিক খ্রিষ্টীয় উৎসব।২৫ ডিসেম্বর তারিখে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এইসব পালিত হয়। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ বিলিয়ন ক্রিসমাস কার্ড পাঠানো হয়।
বাংলাদেশেও ক্রিসমাস পালিত হয়। খ্রিষ্ট ধর্মবলীদে নানা আয়োজন আজকের দিনটি কে ঘিরে। গির্জায় গির্জায় নানান আয়োজন হয়েছে আজকের এই দিনটিকে ঘিরে।
খ্রীষ্টীয় মতবাদের হলো পবিত্র আত্মার প্রভাবে গর্ভধারণ করে মরিয়ম নাম্নী কুমারীর গর্ভে যীশুর জন্ম হয়, তিনি বিভিন্ন অলৌকিক কার্য সাধন করেন, খ্রীষ্টীয় মণ্ডলী প্রতিষ্ঠা করেন, আত্মবলিদান দিয়ে মৃত্যুবরণ করেন, মৃতদের মধ্যে থেকে যীশু খ্রীষ্ট স্বর্গারোহণ করেন খ্রিষ্টায় ধর্মাবলম্বীদের এই বিশ্বাস। খ্রিষ্ট্রয় ধর্ম অবলম্বীদের বিশ্বাস যিশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র স্বরূপ এসেছিল এই মর্তলোকে।
বড়দিনের অন্যতম আকর্ষণ হলো শান্তা ক্লজ।
তো চলুন দেখা যাক ক্রিসমাস ট্রি বানানো পদ্ধতি কেমন।
গ্লিটার পেপার |
---|
গ্লুগান |
গ্লিু ষ্টিক |
পুঁথি |
প্রথম ধাপ
প্রথমে গ্লিটার পেপার গোল বৃত্ত এঁকে নিয়েছি এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি। একটি সাদা ও কয়েকটি সবুজ কালারের কেটে নিয়েছি। প্রথমটি বড়ো,দ্বিতীয় টি মাঝিড়িও ছোট করে কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন গোল করে কেটে নেয়া সব গুলো গ্লিটার পেপার গোল করে কেটে নেয়ার গুলো চার খন্ড করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন কাটা গ্লিটার পেপার গুলোতে গ্লু লাগিয়ে নিয়েছি ও চাপ দিয়ে ভাঁজে ফেলে লাগিয়ে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন গ্লিটার পেপার হলুূদ কালারের রোল করে নিয়েছি ও সবুজ কালার গ্লিটার পেপার গোল করে কেটে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন হলুূদ কালার গ্লিটার পেপার পেন্সিল দিয়ে স্টার করে নিয়েছি ও কেটে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন গ্লু গানের মাধ্যমে গ্লিটার পেপার দিয়ে আগে থেকে ক্রিসমাস ট্রির পাতা গুলো লাগিয়েছি।
সপ্তম ধাপ
এখন ছোট গোল করে কেটে নেয়া গ্লিটার পেপার ক্রিসমাস ট্রির মাঝের অংশে লাগিয়ে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন ক্রিসমাস ট্রির ফুল আকারের পাতা গুলো মানে ছোট থেকে বড়ো সব গুলোই আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
নবম ধাপ
এখন সাদা গোল করে কেটে নেয়া গ্লিটার পেপার শিটে হলুূদ রোল বানিয়ে রাখা গ্লিটার পেপার শিটে লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে।
দশম ধাপ
এখন হলুদ পেপার শিটের উপরে আগে থেকে বানিয়ে রাখা ক্রিসমাস ট্রির প্রথম ধাপ লাগিয়ে নিয়েছি।
একাদশ ধাপ
এখন দ্বিতীয় ধাপ লাগিয়ে নিয়েছি।
দ্বাদশ ধাপ
এখন তৃতীয় ও শেষ ধাপ ক্রিসমাস ট্রির জন্য বানানো পাতা লাগিয়ে নিয়েছি।
ত্রয়োদশ ধাপ
এখন ক্রিসমাস ট্রিতে আগে থেকে বানিয়ে রাখা হলুদ গ্লিটার পেপার দিয়ে বানিয়ে রাখা স্টার টি লাগিয়ে দিয়েছি ক্রিসমাস ট্রির মাথায়।
চতুর্দশ ধাপ
এখন ক্রিসমাস ট্রির পাতায় পাতায় পুঁথি লাগিয়ে সাজিয়ে নিয়েছি।পুঁথি বসিয়ে দেয়ার মাধ্যমে আমার ক্রিসমাস ট্রি বানানো পদ্ধতি শেষ হয়ে গেলো।
ফাইনাল লুক
এই ছিলো আমার বড়োদিন উপলক্ষে চমৎকার সুন্দর ক্রিসমাস ট্রি বানানো পদ্ধতি। বড়োদিনের সকল খৃষ্টান ধর্মালম্বীদের জন্য উৎসর্গ করলাম এই ক্ষুদ্র আট পদ্ধতিটি । আশা করছি সকলের খুবই ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ডাই |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
বড়দিন উপলক্ষে চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। আর সেই সাথে বড়দিনের তাৎপর্য নিয়ে সুন্দর আলোচনা করেছেন। ধাপে ধাপে চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো।
এগিয়ে যান আপু দোয়া রইল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
এত সুন্দর একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার গ্লিটার পেপারের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।
আমার ক্রিসমাস ট্রি টি আপনার ভালো লেগেছে ভালো লাগলো।
ক্রিসমাস ট্রি বানানো পদ্ধতি দেখে শিখে নিলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন, আর দেখতে অনেক সুন্দর লাগছে। তাই তৈরি করার ইচ্ছা জাগলো।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন আপু।কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে ক্রিসমাস ট্রি এর।গ্লিটার পেপার হওয়ার কারণে ক্রিসমাস ট্রি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। ক্রিসমাস ট্রির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সুন্দর এই ক্রিসমাস ট্রি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করবার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি বানানো পদ্ধতি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে এই ধরনের কোন কিছু তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আমার ক্রিসমাস ট্রি টি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আজকেই তো বড়দিন। বড়দিন উপলক্ষে গ্লিটার পেপার দিয়ে দারুন একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আপু। দেখতে ভীষণ সুন্দর লাগছে। দক্ষতার সাথে সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন বলে এর সৌন্দর্য ভীষণভাবে প্রকাশ পেয়েছে। গ্লিটার পেপার দিয়ে দারুন ক্রিসমাস ট্রি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
হ্যাঁ আজ বড়োদিন বড়োদিন উপলক্ষে বানিয়েছিল ক্রিসমাস ট্রি।
সোর্স লিংক
বড়দিন উপলক্ষে অসাধারণ একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আপনি গ্লিটার পেপার ব্যবহার করে। যেটা দেখেই তো আমার কাছে অসম্ভব দারুণ লেগেছে। পুঁতি ব্যবহার করার কারণে এই ক্রিসমাস ট্রি দেখতে আরো বেশি সুন্দর লাগছে।
ঠিক বলেছেন আপু পুঁথির ব্যাবহার করার কারণে এই ক্রিসমাস ট্রি সুন্দর লাগছে।
ক্রিসমাস উপলক্ষে আপনি খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। আমার কাছে এই ট্রি এগুলো ভীষণ ভালো লাগে। গ্লিটার পেপার দিয়ে তৈরি করার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস ট্রি টি সুন্দর লাগছে।