আমার বাংলা ব্লগ লেভেল ওয়ান হতে আমার অর্জন।

in আমার বাংলা ব্লগlast year (edited)

সবাইকে আমার নমস্কার,আদাব।আমি শাপলা দত্ত। প্রথমেই ধন্যবাদ জানাই ফাউন্ডার দাদা ও এবিবি স্কুলের সকল প্রফেসর গণ কে।তাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি।লেভেল ওয়ান ক্লাস হতে যা যা শিখেছি তাই নিচে তুলে ধরার চেষ্টা করছি।
IMG20230522195508.jpg
প্রথমেই শিখেছি স্প্যামিং কি?
স্প্যামিং হল একই অপ্রাসঙ্গিক কাজ বার বার করা। স্প্যামিং অনেক ভাবেই করা যায়। কাউকে বারবার একই মেসেজ পাঠিয়ে,কাউকে অকারনে পোষ্টে মেনশন দিয়ে,একই ঘটনা বার বার বিভিন্ন ভাবে বর্ণনা করে।আবার কারো পোষ্টের সাথে অসংগত কোন কমেন্ট করে অথবা পোষ্টের সাথে সম্পর্ক নেই এমন ট্যাগ ব্যবহার করলেই সেটা কে স্প্যামিং বলা যায়।
কপিরাইটঃ
কপিরাইট হল অন্য কারো মেধা দিয়ে তৈরি কোন লেখা,আর্ট, ছবি বা শীল্প কে রক্ষা করার আইন।অন্য কারো তোলা ছবি তার অনুমতি ব্যতিত কোন অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্যবহার করলে তখন সেটি কপিরাইট এর আওতায় অপরাধ হিসেবে গন্য হবে।আমার বাংলা কমিউনিটি তে কপিরাইট আইন অমান্য করা অপরাধ,তাই আমারের সতর্ক থাকতে হবে।খুব প্রয়োজন না হলে কোন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড দিয়ে ব্যবহার করা যাবে না। করলেও কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে ব্যবহার করা।
কপিরাইট ফ্রি ৩টি ওয়েবসাইটঃ
খুব দরকার পরলে আমরা কপিরাইট ফ্রি ওয়েব সাইট থেকে ছবি ডাউন লোড করতে পারি। এরকম ৩টি ওয়েবসাইট হলো

https://pixabay.com
https://pexels.com
https://unsplash.com

ট্যাগঃ
ট্যাগ সব পোষ্টের একটি অত্যবশ্যকীয় অংগ।ট্যাগ এর মাধ্যমে কোন পোষ্ট খুব সহজেই খুজে বের করা যায়।একই ধরনেই ট্যাগ যুক্ত পোষ্ট গুলো একজায়গায় থাকে ফলে খুব সহজেই খুজে বের করা যায়।এজন্য ট্যাগ ব্যবহার করা হয়।ট্যাগ হতে হবে পোষ্ট এর সাথে সম্পর্কযুক্ত।পোষ্ট এর সাথে সম্পর্ক বিহীন ট্যাগ স্প্যামিং বলে গন্য হয়।তাই আমাদের পোষ্ট এর উপর ভিত্তি করে ট্যাগ নির্বাচন করতে হবে,কোন ভাবেই পোষ্ট এর সাথে সম্পর্ক বিহীন ট্যাগ ব্যবহার করা যাবে না।
যে ধরনের পোষ্ট আমারা বাংলা ব্লগ কমিউনিটি তে করা যাবে নাঃ
আমার বাংলা ব্লগে নিজের সৃজনশীল যেকোন পোস্ট করা যাবে।তবে কয়েকটি বিষয়ে পোষ্ট এখানে গ্রহনযোগ্য নয়।সেই বিষয়গুলো নিম্নরুপঃ
১.ধর্মীয় এফিলিয়েশনের উপর কোন লেখা। ২.চাইল্ড পর্নো গ্রাফিক যে কোন কনটেন্ট। ৩.নারী বিদ্বেষমূলক ও নারীদের সন্মান ক্ষুন্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোন ধরনের পোস্ট। ৪.সামাজিক বর্ণবৈষমের সমর্থন মূলক কোনো পোস্ট। ৫.কোনো ধর্ম, ব্যাক্তিত্বও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় করে কোন পোস্ট। ৬.উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন ব্যাক্তি বিশেষের নামে ঘৃণা ও যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোন দলের নামে প্রসংসাসূচক বা সমালোচনামূলক যে কোন ধরনের পোস্ট। ৭.রাজনৈতিক যে কোন ব্যাক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোন দলের নামে প্রসংসামূলক বা সমালোচনা মূলক যে কোন ধরনের পোস্ট। ৮.অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব,কুসংস্কার সমর্থন করে এ সম্পকিত সব ধরনের পোস্ট কঠোর ভাবে নিষিদ্ধ। ৯.পশু-পাখি নির্যাতন মূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। ১০.শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরনের পোস্ট। ১১.NSFW ট্যাগ ছারা কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট। ১২.যে কোনো ধরনের অপরাধকে সামর্থন করে কোনো পোস্ট।

প্লাগারিজমঃ
প্লাগারিজম অনেক টা কপিরাইট এর মত।তবে প্লাগারিজম বেশি ব্যবহৃত হয় লেখালেখির ক্ষেত্রে।সহজ ভাষায় প্লাজারিজম বলতে বোঝায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া।কারো লেখা হুবহু কপি করে নিজের নামে চালানো অথবা সামান্য পরিবর্তন করে নিজের নামে চালানো কে প্লাগারিজম বলে। প্লাগারিজম মারাত্মক অপরাধ।এটি নৈতিক ভাবেও অনেক গর্হিত কাজ।প্লাগারিজম অবশ্যই বর্জনীয়।
রিরাইটঃ
রিরাইট হল অন্যের তথ্য ব্যবহার করে কোন পোস্ট করা।পৃথিবীতে কিছু তথ্য নির্দিষ্ট থাকে,যা অন্য কারো আবিষ্কার বা নির্নয় করা। এই তথ্যগুলো অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়।এরকম তথ্য ব্যবহার করে করা পোষ্ট হল রিরাইট।

রিরাইট আর্টিকেল এ যেসব বিষয় খেয়াল রাখতে হবেঃ
১.অবশ্যই লেখার ৭৫%নিজের হতে হবে।
২.তথ্যের উৎস উল্লেখ করতে হবে
৩.সংগ্রহকৃত তথ্যগুলো ইনাভার্টেড কমার মাঝে দিতে হবে।

ম্যাক্রোপোস্টঃ
১০০শব্দের নিচে,একটি ছবি যুক্ত যে কোন পোস্ট ম্যাক্রপোস্ট।বারবার ম্যাক্রপোস্ট করা একধরনের স্প্যামিং।
২৪ঘন্টায় যতগুলো পোস্ট দেওয়া যাবেঃ
একজন লেখক ২৪ঘন্টায় আমার বাংলা কমিউনিটি তে ৩টি পোস্ট করতে পারবে।

এই ছিলো আমার লেভেল ওয়ান হতে অর্জন। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।

Sort:  
Loading...
 last year 

অভিনন্দন আপনাকে আপু। আমার বাংলা ব্লগ লেভেল ওয়ান হতে আপনার অর্জনের পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া আমার লিখিত পরিক্ষা সম্পর্কে এতো ভালো কমেন্ট করার জন্য। আমার বাংলা ব্লগ আমাকে সত্যি অনেক কিছুই জানারও শেখার সুযোগ করে দিয়েছে।

 last year 

আমাদের এবিবি স্কুলে লেভেল ১ এ অনেক গুরুত্বপূর্ণ জিনিশ শেখানো হয়। এগুলো আশা করি খুব সুন্দর ভাবেই আপনি উপলব্ধি করতে পেরেছেন এবং এসব সম্পর্কে অনেক ভালো ধারনা অর্জন করেছেন। আপনার আগামীর পথচলা শুরু হউক। লেভেল ২ এর জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো দিদি।

 last year 

হ্যা ভাইয়া অনেক সুন্দর অনুভুতি এবং অনেক কিছুই অর্জন করার আছে যা আমি চেষ্টা করেছি এবং শিখেছি। আমাকে এতো সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

লেভেল ওয়ান হতে আপনি অনেক কিছু অর্জন করতে পেরেছেন আপু। লেভেল ওয়ানের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আপনার জন্য শুভকামনা রইল আশা করি খুব শীঘ্রই আপনি পরবর্তী লেভেল গুলো সম্পন্ন করতে পারবেন।

 last year 

ধন্যবাদ আপু লেভেল ওয়ানের ক্লাস খুব ভালো ভাবে উপভোগ করেছি এবং অনেক কিছুই বুঝতে পেরেছি এবং শেখার শেষ্টা করেছি।

 last year 

লেভেল ওয়ান হতে আপনি অনেক কিছু শিখেছেন তা দেখে ভালো লাগলো আপু। এবিবি স্কুলের প্রতিটি ক্লাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

এবিবি স্কুল সত্যি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করার চেষ্টা করি।ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন পড়ে অনেক ভালো লেগেছে। আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছু অর্জন করেছেন। আসলে লেভেলে থাকাকালীন শিক্ষার কোন শেষ নেই। লেভেলে অনেক কিছু শেখা যায় যা পরবর্তীতে অনেক কাজে লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল অনেক সুন্দর এক্সাম দিয়েছেন।

 last year 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।লেভেল ওয়ান থেকে অনেক কিছুই জানার ও বোঝার চেষ্টা করেছি।আমার বাংলা ব্লগ আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করেছে।

 last year 

আমার বাংলা ব্লগ এ স্বাগতম।লেভেল ওয়ান হতে অনেক কিছুই শিখতে পেরেছো তা তোমার পোস্ট পড়েই বুঝতে পারছি।আশাকরি পরবর্তী ক্লাস গুলোতে আরও অনেক কিছু শিখতে পারবে এবং সকল নিয়মকানুন মেনে আমার বাংলা ব্লগ এর একজন ভেরিফাইড ইউজার হয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করবে এই প্রত্যাশা করি।ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু, আমার বাংলা ব্লগ আমাকে অনেক অজানা বিষয়ে জানতে সুযোগ করে দিয়েছে।আশা করছি পরবতী ক্লাস গুলো থেকে আরো অনেক কিছু জানতে ও বুঝতে পারবো এবং সকল নিয়ম কানুন মেনে আমার বাংলা ব্লগ এ কাজ করার সুযোগ পাবো।

 last year 

শুভকামনা রইলো।❤️❤️

 last year 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট থেকে মনে হচ্ছে বেশ ভালভাবে ধারনা নিয়েছেন বিষয় গুলো সম্পর্কে। এই বিষয় গুলো ব্লগিং এর জন্য খুবই প্রয়োজনীয়। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

প্রথমে ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কমেন্ট করার জন্য ভাই।আমার বাংলা ব্লগে আমি কিছু অর্জন করেছি মনে করি কারন অজানা অনেক কিছুই শেখার সৌভাগ্য হয়েছে আমার ।

 last year 

অনেক ভালো করে পোস্টটি উপস্থাপন করেছেন ,তবে আমার বাংলা ব্লগ এ কি কি পোস্ট করা নিষিদ্ধ তার ১২ তা বিষয় উল্লেখ করতে হবে , এখনই এডিট করে সঠিক করুন। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু, ১২ টি বিষয় উল্লেখ করেছি আপনি একটু দেখে নেবেন ঠিক আছে কি না।

 last year 

আপনি লেভেল ওয়ান এর পরীক্ষা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর এই দেখে বুঝতে পারলাম আপনি অনেক কিছু শিখেছেন সেখান থেকে। আশা করি এভাবে আপনি প্রত্যেক লেভেল শিখতে পারবেন এবং পরীক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে একত্রে কাজ করতে পারবেন

 last year 

ধন্যবাদ ভাই, আশির্বাদ করবেন সব গুলো লেভেল যেন শিখতে পারি এবংআপনাদের সাথে একএে কাজ করতে পারি।