বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছ আর্ট❤️

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একটি বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছের আর্ট পদ্ধতি।

IMG_20240705_180128.jpg

IMG_20240705_175322.jpg

আশা করছি আপাদের ভালো লাগবে।

আজ এক সপ্তাহ থেকে বৃষ্টি একটানা বৃষ্টি না হলেও কমবেশি সারাদিন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে ই।কাপড় চোপড়া শুখাচ্চে না। বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তুু একটানা নয়।বৃষ্টি হবে রোদ হবে তবেই তো মজা। দু একদিন একটানা বৃষ্টি মন্দ লাগে না।একঘেয়েমি কোন কিছুই ভালো লাগে না।একটানা বৃষ্টির ফলে সব কিছু কেমন জানি সেঁতসেঁতে হয়ে যায়।তবে আষাঢ় মাস বৃষ্টি হতো হবেই।মা বলে আগের দিনে একটানা দশ থেকে পনেরোদিন বৃষ্টি চলতো।গ্রামের মানুষের কি কষ্ট ই না হতো কারণ একটানা বৃষ্টির ফলে বাজার ঘাট করতে পারতেন না।এখনকার মতো হাতের কাছে সব কিছু পাওয়া যেতো না আগের দিনে।দূর দূরান্তে যেতে হতো বাজার করতে। রান্না খাওয়ার খুব কষ্ট হতো।এখনো একটানা বৃষ্টির ফলে মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়।
বৃষ্টির দিনে আমার বিছানায় একমাত্র সস্তির জায়গা।যদিও ঘর থেকে প্রয়োজন ছারা বের হই না কিন্তুু বৃষ্টির দিনে প্রয়োজনেও বের হই কম।
বাইরে বৃষ্টি পড়ছে আমি খাতা, পেন্সিল নিয়ে বসে পড়লাম আপনাদের সাথে প্রকৃতির ছোট একটি আর্ট শেয়ার করবো বলে।আর্টি টি সাধারণ ভেবেছিলাম খুব দ্রুত হয়ে যাবে কিন্তুু ছোট আর্ট হলে কি হবে সময় কিন্তুু বেশ ভালোই লেগেছে। আর্ট করার পর বেশ ভালোই লাগছে দেখতে।
তো চলুন কথা না বাড়িয়ে আর্ট পদ্ধতি কেমন তা দেখে নেয়া যাক।

IMG_20240703_162657.png

জল রং
পেন্সিল রং
পেন্সিল
স্কেল
খাতা

PhotoCollage_1720175240068.jpg

প্রথম ধাপ

প্রথমে বৃত্ত এঁকেছি একটু ডিজাইন করে।বৃত্তের সাইড গুলো ডিজাইন এঁকেবেকে মানে ঢেউ তুলে আর্ট করেছি।

IMG_20240705_163136.jpg

দ্বিতীয় ধাপ

এখন স্কেলের সাহায্য মাঝ বরাবর সমান করে পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি।

PhotoCollage_1720175887683.jpg

তৃতীয় ধাপ

এখন উপরের অংশে একটি চারা গাছ বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720176061815.jpg

চতুর্থ ধাপ

এখন চারা গাছের পাতার সির বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720176229298.jpg

পঞ্চম ধাপ

এখন গাছের গোড়া ও জলাশয় বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720176384819.jpg

ষষ্ঠ ধাপ

চারা গাছটিতে জল দেয়ার জন্য একটি জলের পাত্র বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720176645080.jpg

সপ্তম ধাপ

এখন বৃত্তটির সাইডে একটি সূর্য বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720176745750.jpg

অষ্টম ধাপ

এখন চারা গাছের পাতা গুলো কালার করে নিয়েছি। যেহেতু খুব ছোট চারা গাছ তাই গাড়ো সবুজ কালার পাতায় ব্যাবহার করিনি।হালকা কালার মানে নতুন চারা গাছের যেমন হালকা একটা কালার হয় পাতার সেই কালারটি ব্যাবহার করেছি।গাছটি ও পাতার ডাটা সবুজ কালার করে নিয়েছি।

PhotoCollage_1720177094613.jpg

নবম ধাপ

এখন সূর্য টি হলুদ কালার করে নিয়েছি।

PhotoCollage_1720177386937.jpg

দশম ধাপ

এখন গাছের গোড়ালি কালার করে নিয়েছি।

PhotoCollage_1720177552615.jpg

একাদশ ধাপ

এখন জলের পাত্র টি অরেঞ্জ কালার করে নিয়েছি। জলের পাত্রের মুখটি নীল কালার করে নিয়েছি ও জলের পাত্রের মুখটি থেকে জলের ঝরনা জল গুলো নীল কালার করে নিয়েছি।

PhotoCollage_1720178452574.jpg

দ্বাদশ ধাপ

একন গাছের গোড়ার চারপাশে সবুজ কালার করে নিয়েছি আসলে দূর থেকে ঘাস যেমন সবুজ দেখা যায় সেরকম ঘাসের দৃশ্য এঁকেছি।

PhotoCollage_1720178783652.jpg

ত্রয়োদশ ধাপ

এখন ঘাসের দৃশ্যের মাঝে জলাশয়টি কালার করে নিয়েছি। জলাশয়টি কালার করার পর ভীষণ চমৎকার লাগছে দৃশ্যটি।

PhotoCollage_1720179115793.jpg

চতুর্দশ ধাপ

আগে থেকে হলুদ কালার সূর্য টি আর একটু অরেঞ্জ কালার দিয়ে গাড় করে নিয়েছি।

PhotoCollage_1720179385549.jpg

পঞ্চদশ

পুরোপুরি ভাবে আর্ট ও কালার করা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে কিন্তুু আমার কাছে ভীষণ সুন্দর লাগছে বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছের দৃশ্য টি।কয়েকটি উড়ন্ত পাখি বানিয়ে এঁকেছি তবে পাখি গুলো আমার মেয়ে এঁকেছে।

IMG_20240705_174012.jpg

IMG_20240705_175322.jpg

ফাইনাল লুক

IMG_20240705_174012.jpg

IMG_20240705_173920.jpg

IMG_20240705_175322.jpg

এই ছিলো আমার বৃত্তের মাঝে প্রকৃতির ও একটি সদ্য চারা গাছের আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভাল লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে আটটি কমপ্লিট করার পর। আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 3 months ago 

ছবিটাও সুন্দর হইছে বর্ণনাও সুন্দর হইছে। চমৎকার, দিদি।

 3 months ago (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

অনেক ভালো লাগার মত একটি আর্ট করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জাতীয় বৃত্ত আর বৃত্তের মাঝখানে প্রাকৃতিক পরিবেশের চিত্র অঙ্কন করতে আমার ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট করা।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

খুবই সুন্দর হয়েছে বৃত্তের মাঝে প্রকৃতি ও চারাগাছের আর্ট। উপর দিয়ে পাখি,সূর্য,চারাগাছ আর পানি দেওয়া সব মিলিয়ে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আর্ট টি। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য আমার পোস্টে।

 3 months ago 

একঘেয়েমি বৃষ্টি হলে একদমই ভালো লাগেনা। এরকম পরিস্থিতিতে ভালো থাকা কঠিন হয়ে যায়। আপু আপনি দারুন একটি চিত্র অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। অসাধারণ হয়েছে। আপনার অঙ্কন চিত্রটি অসাধারণ হয়েছে।

 3 months ago 

ঠিক বলেছেন আপু এক ঘেয়ামি বৃষ্টি হলে ভালো থাকা কঠিন হয়ে যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

আসলে গাছ আমাদের প্রকৃত বন্ধু। পরিবেশের জন্য বৃক্ষরোপণ করা আমাদের খুবই প্রয়োজন। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছ আর্ট করেছেন আপনি ‌ আপনার বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছ আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনার আর্ট টি খুবই নিখুঁত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু ।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছ আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার চিত্র অংকন দক্ষতা সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছে।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

বৃত্তের মাঝে আপনি আজ খুব চমৎকার একটি চারা গাছের চিত্র অংকন করেছেন। অনেক দারুন হয়েছে আপনার করা অংকন টা।ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

 3 months ago 

বৃষ্টি হলে এটা একটা সমস্যা কাপড় শোকায় না হা হা। বৃওের মাঝে প্রকৃতি ও চারা গাছের আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। সবমিলিয়ে বেশ দারুণ করেছেন আর্ট টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 3 months ago 

বৃষ্টি হলে কাপড় শুকায় না। ধন্যবাদ চমৎকার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

আপনি তো জল রং এবং পেন্সিল দিয়ে খুব সুন্দর বৃত্তের মধ্যে প্রকৃতি ও চারা গাছ আর্ট করেছেন। তবে আজকে আপনার আর্ট অসাধারণ হয়েছে। তবে মনে হচ্ছে বৃত্তের মধ্যে একটি তাজা চারা গাছ রোপন করে রাখলো। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বৃত্তের মধ্যে প্রকৃতি ও চারা গাছ আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

বৃত্তের মাঝে প্রকৃতি ও চারা গাছ আর্ট দেখে খুবই ভালো লাগলো। আপনার আইডিয়া দেখে মুগ্ধ হলাম। আপনি চারা গাছ খুব সুন্দর ভাবে আর্ট করেছেন। আর্ট করার ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। দেখে আমি নিজেও শিখে নিলাম, অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটি আর্ট আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।