||এসো নিজে করি||ক্লে ওয়ালমেট ||

in আমার বাংলা ব্লগ10 days ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241115_114600.jpg

IMG_20241115_114548.jpg

ক্লে দিয়ে যাই বানানো হয় অসাধারণ সুন্দর লাগে দেখতে।সবাই সুন্দর সুন্দর জিনিসপত্র বানায় ক্লে দিয়ে। আমারও খুব ভালো লাগে ক্লে দিয়ে কিছু বানাতে।আজকে ভাবলাম ক্লে দিয়ে একটি ওয়ালমেট বানিয়ে ফেলি আর বানানো পদ্ধতি আপনাদের সাথে ভাগ করি।
যে কথা সেই কাজ বসে পড়লাম ক্লে ও কার্ডবোড নিয়ে। বানিয়ে ফেল্লাম সুন্দর একটি ওয়ালমেট।
তো চলুন দেখা যাক কেমন করে বানিয়ে ফেলেছি ওয়ালমেট টি।

IMG_20241114_123456.png

কার্ডবোর্ড
ক্লে
রঙ্গিন কাগজ

PhotoCollage_1731647045398.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি একটি কার্ডবোর্ড কেটে নিয়েছি ও রঙ্গিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি আঠা দিয়ে।

PhotoCollage_1731647251072.jpg

দ্বিতীয় ধাপ

এখন সবুজ কালারের ক্লে দিয়ে পাতা বানিছি ও তা বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1731647463686.jpg

তৃতীয় ধাপ

এখন গোলাপি কালারের ক্লে দিয়ে ফুলের জন্য গোল করে নিয়েছি ও মাঝে হলুদ ও চারপাশে গোল গোল করে বসিয়ে দিয়েছি ও ফুল হয়ে গেছে।

PhotoCollage_1731647675671.jpg

চতুর্থ ধাপ

এখন সবুজ কালারের ক্লে দিয়ে ফুলের গাছের ডাল বানিয়েছি ও বসিয়ে দিয়েছি ওয়ালমেটে।

PhotoCollage_1731647827412.jpg

পঞ্চম ধাপ

এখন লেবেন্ডার কালারের ক্লে দিয়ে ফুল বানিছি ও তা আগে থেকে ফুলের ডাল বানিয়ে বসাতো ডালের মাথায় বসিয়ে দিয়েছি ও ক্লে টুলস দিয়ে ফুলের পাপড়ি বানিয়ে ও ফুলের মাঝের হলুদ অংশটিতে পরাগায়ন বানিয়ে নিয়েছি দাগ কেটে।

PhotoCollage_1731648242059.jpg

ষষ্ঠ ধাপ

এখন লাল কালারের ক্লে দিয়ে ফুল বানিয়েছি।

PhotoCollage_1731648392315.jpg

সপ্তম ধাপ

এখন হলুদ কালারের ক্লে দিয়ে ফুল বানিয়ে বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1731648578622.jpg

অষ্টম ধাপ

একে একে কয়েক কালারের ফুল ও পাতা বানিয়ে বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1731648792511.jpg

নবম ধাপ

সব গুলো ফুল বানিয়ে বসিয়ে নেয়ার মাধ্যমে আমার ফুলের ওয়ালমেট টি পুরাপুরি ভাবে তৈরি হয়ে গেছে।
দেয়ালে লাগিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে।
IMG_20241115_113634.jpg

IMG_20241115_113848.jpg

ফাইনাল লুক

IMG_20241115_114600.jpg

IMG_20241115_114548.jpg

IMG_20241115_114548.jpg

IMG_20241115_114614.jpg

এই ছিলো আমার আজকের সুন্দর ক্লে দিয়ে বানানো ওয়ালমেট টি।আশা করছি আপনাদের ভালো লাগবে।নিজের হাতে বানিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফটোগ্রাফার থেকে বাস্তবে বেশি সুন্দর দেখাচ্ছে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241112_204134.png

IMG_20241112_204121.jpg

Sort:  
 10 days ago 

ক্লে ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ওয়ালমেট গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ওয়ালমেট টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। ক্লের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাছে দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।

 10 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

আপু ক্লে দিয়ে চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন।আসলে আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি বিভিন্ন ধরনের ক্লে দেওয়াতে সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করা জন্য।

 10 days ago 

ক্লে ব্যবহার করে ফুলের সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। ঘরের দেওয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। যাইহোক এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 10 days ago 

টাঙ্গিয়ে রেখেছি আর দেখতে সুন্দর লাগছে বেশ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 10 days ago 

ক্লে ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় ডাই পোস্টটি তৈরি করলেন। ধাপে ধাপে দেখতে পেয়ে শিখিয়ে নিলাম।

 10 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

ক্লে দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। বিভিন্ন রঙের ফুল গুলো চমৎকারভাবে ফুটে রয়েছে এখানে। ভালোই লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। খুব সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 10 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উসাহিত কারার জন্য।

 10 days ago 

আপনার ক্লে দিয়ে তৈরি করা এই ওয়ালমেট দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে । ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। ভিন্ন ভিন্ন কালারের ক্লে দিয়ে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। এটা ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার এই সুন্দর হাতের কাজ দেখে আমি জাস্ট মুগ্ধ।

 10 days ago 

ঠিক বলেছেন আপু ঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক।

 10 days ago 

ক্লে ওয়ালমেট তৈরি চমৎকার হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। খুবই দক্ষতার সাথে সময় নিয়ে সৌন্দর্যময় এই ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 10 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট গুলো আমাদেরকে বরাবর মুগ্ধ করে। এগুলো দেখতে এতো বেশি কিউট আর সুন্দর লাগে যে তৈরি করতেও খুব ভালো লাগে। তবে আমি ক্লে দিয়ে মনমতো জিনিস তৈরি করতে গেলে কখনোই পারিনা। আজ আপনি দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখলে অসম্ভব সুন্দর লাগবে।

 10 days ago 

হ্যাঁ দেয়ালে টাঙ্গিয়ে রেখেছি বেশ ভালোই লাগছে দেখতে।

 10 days ago 

দারুণ বানিয়েছ তো। কার্ডবোর্ডের উপর রঙিন পেপার চিটিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা করেছ সেটার জন্যই পুরো ক্লের কাজটা উজ্জ্বল দেখাচ্ছে। তোমার আগে ক্লের কাজ দেখেছি খুব ভালো করো তুমি।

 10 days ago 

অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমিও কিন্তুু চমৎকার ক্লে আর্ট করো।

 10 days ago 

এরকম ওয়ালমেটগুলি বরাবরই কিন্তু ভালো লাগে আপু। কেননা এগুলোতে নিজের ইচ্ছেমতো ডিজাইন দেওয়া যায়। মনের মত করে সাজিয়ে তোলা যায়। যাইহোক আপনিও আজকে ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে মনমুগ্ধকর একটি ওয়ালমেট বানিয়েছেন। সেই সাথে প্রসেস এবং বর্ণনা দুটোই খুবই সহজ ভাষায় উপস্থাপন করেছেন। চেষ্টা করব আমিও বাসায় এটি বানিয়ে নেওয়ার জন্য।

 10 days ago 

ঠিক বলেছেন নিজের ইচ্ছে মতো ডিজাইন দেয়া যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।