💞 " ইস্টার্ন মল্লিকা মার্কেটে একদিন "

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।

ইস্টার্ন মল্লিকা মার্কেটে একদিনঃ


20241219_210217.jpg

20241219_210121.jpg

20241219_210115.jpg

বন্ধুরা,আজ একটি ভ্রমন ব্লগ নিয়ে হাজির হলাম।সত্যি কথা বলতে খুব প্রয়োজন না হলে বাইরে আমার বের হওয়া হয়না।নিজের প্রয়োজন আর বাচ্চার প্রয়োজনে ইচ্ছা না থাকলেও আমার বের হতেই হয়।ভীড় ঢেলে কেনাকাটা করা আমার অপছন্দের একটি কাজ।কিন্তু তারপরেও বের হতে হয় বিশেষ প্রয়োজনে।তেমনি একদিন ছেলের এক্সামের পর নিজের কিছু কেনাকাটা করতে আমি নিউ এলিফ্যান্ট রোডের ইস্টা মল্লিকা মার্কেটে গিয়েছিলাম।সেই অনুভূতি গুলো আজ শেয়ার করবো আপনাদের মাঝে।

20241230_114049.jpg

20241230_114013.jpg

প্রায় এক বছর ধরে নরমাল জুতা আমার কম ই পরা হয় আমার।বাসায় আমি নরমাল জুতা ইউজ করি সব সময়।কিন্তু বাইরে বের হলে কেডস জাতীয় জুতাই পরা হয় আমার।যদিও কয়েক জোড়া জুতা আমার আছে।সেসব জুতা সব সময়ই কোন টা না কোন টা পরা হয় ই।কিন্তু আরো বেশী নরম ও হালকা জুতা কেনার জন্য সেদিন মার্কেটে গিয়েছিলাম।ছবিতে দেয়া জুতাটি পরে বেশ আরাম লাগলো পায়ে।তাই অনেক দেখে শুনে এই জুতাটিই আমি নিয়ে নিলাম।আরাম তো আমি বুঝবো পায়ে পরে। কিন্তু আপনারা বলেন কেমন হলো জুতাটি??

20241230_114248.jpg

20241230_114235.jpg

বেশ কিছুদিন আগে অনলাইন থেকে ব্যাগ নিয়েছিলাম তিনটি।আপনাদের সাথে শেয়ার ও করেছিলাম।কিন্তু সেদিন মার্কেটে গিয়ে একটি ভালো ব্যাগ কেনার জন্য দোকানে গিয়ে এই অফহোয়াইট ব্যাগটি আমার ভীষণ ভালো লেগে যায়।কালার হালকা আর ব্যাগটি খুবই নরম।তাই এই ব্যাগটিও আমি নিয়ে নিলাম।কেমন হলো অবশ্যই জানাবেন।

20241219_210412.jpg

20241219_210349.jpg

এরপর আমি একটি ড্রেস ও নিয়েছিলাম।ড্রেসটি খুবই সুন্দর হয়েছে।কারন আমি বাসায় এসে ড্রেসটি পরে দেখেছি।এজন্য ই বললাম সুন্দর হয়েছে।যদিও আমি বোরকা কিনব বলে বোরকার দু একটি দোকান ঘুরেছিলাম।কিন্তু পছন্দ হয়নি।তাই বোরকা আর কেনার সময় হয়ে উঠেনি।আমাকে বাসায় চলে যেতে হয়েছিল।কারন বাসায় আমার চাচাতো বোন এসেছিল।বোন আমাকে ফোন দেয় তাই বাকি কেনাকাটা আর কিছুই করা হয়ে উঠেনি সেদিন আমার।তবে পরে আবার কেনাকাটা করতে কোন একদিন বের হয়েছিলাম।তা অন্য কোন ব্লগে শেয়ার করে নেব আশাকরি।

20241220_174247.jpg

20241219_210539.jpg

20241219_210516.jpg

20241219_210446.jpg

ইস্টার্ন মল্লিকা মার্কেটে একদিন কেনাকাটার অনুভূতি গুলো শেয়ার করলাম আপনাদের মাঝে।কেমন হলো আমার কেনাকাটা গুলো?? আশাকরি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করে পাশে থাকবেন।

আজ আর নয়।এখানেই শেষ করছি।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীভ্রমন
ক্যামেরাsamsung A 20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনইস্টার্ন মল্লিকা মার্কেট,ঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 
 5 days ago 

IMG_20241230_150306.jpg

 5 days ago 

আপু কতদিন যে হলো শপিং করতে যাওয়ার সময় পাই না। আর আপনি তো দেখছি বেশ ভালোই শপিং করলেন। আসলে মাঝে মাঝে আমাদের একটু হলে শপিং করা উচিত। আপনি শপিং এর পুরো বিষয় আমাদের মাঝে বেশ সুন্দর করে শেয়ার করেছেন।

 5 days ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 5 days ago 

আমরাও বেশি ভীড় এ শপিং করতে ভালো লাগে। তাই চেস্টা করি যেখানে কম ভীড় সেখানে যেতে। তবে ঢাকা শহরে ফাঁকা মার্কেট পাওয়া কঠিন। মার্কেটে গেলেই মনে হয় যেনো কাল ঈদ তাই সবাই শপিং করতে বেড়িয়েছে।যাইহোক বেশ ভালই শপিং করলেন। বেশ হয়েছে আপনার স্যু,ব্যাগ ও ড্রেসটি।

 5 days ago 

ঠিক বলেছেন আপু।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 5 days ago 

একদম মনের কথা বলেছেন আপু ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে কেনাকাটা করা আমারও অপছন্দের একটি কাজ। কিন্তু অনেক সময় ইচ্ছা না থাকলেও কেনাকাটা করতে যেতেই হয়। আপনি দেখছি অনেক কিছু কেনাকাটা করেছেন। সবগুলো জিনিসই খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু কেনাকাটার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 days ago 

অনেক ধন্যবাদ আপু।

 4 days ago 

আপু আপনি ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিজের জন্য কিছু কেনাকাটার সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন যা পরে আমার খুবই ভালো লাগলো। আপনার সাথে আমিও একমত আপু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি আমারও পছন্দ হয় না বিশেষ করে মেয়েদের তো এটা আমি পছন্দই করি না। তাছাড়া আপনার জন্য ক্রয় করা কেডস, পার্স এবং ড্রেস এই তিনটি জিনিসের কালারটা কিন্তু দারুণভাবে ম্যাচিং হয়েছে। এক কথায় আপনার পছন্দগুলো অনেক সুন্দর ছিল। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।