জেনারেল রাইটিং -- 🥰 " ভালোবাসি এই পরিবারকে,ভালোবাসি আমার বাংলা ব্লগ কে "
শুভ দুপুর সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।নতুন আর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট লেখা শুরু করছি।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগ জেনারেল রাইটিং।আজকের জেনারেল রাইটিং বিষয়টি সম্বন্ধে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন।তবে চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে কিছু আলোচনা করি।
ভালোবাসি এই পরিবারকে,ভালোবাসি আমার বাংলা ব্লগ কেঃ
বন্ধুরা,প্রতিদিন পোস্ট শেয়ার করার পরই ভাবি পরের দিন কি পোস্ট করবো।এই ভাবনাটা সব সময়ই মনের মধ্যে থাকে।আজ সকালে বসে ভাবছিলাম কি পোস্ট আজ শেয়ার করবো।তখন ভাবনায় এলো আজ জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো।সকাল থেকে ভাবছিলাম কি বিষয় নিয়ে পোস্টটি আজ লিখবো।এরই মধ্যে পাঠাও থেকে ফোন এলো ম্যাডাম আপনার একটা পার্সেল ছিল আপনি এটা কোথা থেকে সংগ্রহ করবেন।এই ম্যাডাম শব্দটি আমার প্রায়ই শুনতে হয়।এই শব্দটি শুনতে আমার মোটেও ভালো লাগেনা।কি ভাবছেন আমি কোন প্রতিষ্ঠানের ম্যাডাম?? আসলে এমন কিছু নয়।আমি প্রায় সময় অনলাইনে নানা জিনিস অর্ডার করি।তাই ফোন কল এলে ওপাশ থেকে ম্যাডাম শব্দটি ই আমার প্রথম শুনতে হয়।
এরপর পাঠাও এর সেই লোকটি বাসার নীচে এসে কল দেয়।আমি ছেলেকে পাঠিয়ে দিলাম বাসার নীচে।এরপর ছেলের হাত থেকে পার্সেলটি আমার হাতে নেই।কি যে এক ভালো লাগা আমার মধ্যে আমি অনুভব করি তা ভাষায় প্রকাশ করার মতো নয়।আমি প্যাকেটটি খুলে সেখানে এই মগ ও চকলেট পেয়েছি।আপনাদের মাঝে এই চমৎকার গিফটটি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলাম।আশাকরি আমার মতো আপনাদের কাছে ও ভালো লাগবে।
আমার ভালো লাগা আর ভালোবাসার জায়গা আমার বাংলা ব্লগ।এখানে এসে আমি অনেক কিছুই পেয়েছি।অপূর্ণ কিছু স্বপ্ন আমার পূরণ হয়েছে।আমি কখনও ভাবিনি আমার স্বপ্ন এখানে এসে পূরণ হবে।কিন্তু তা পূরণ হয়েছে।তাই আজ আমি ভীষণ খুশী।যেকোনো কাজের স্বীকৃতি পেলে সেই সব কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়।আর কাজগুলো নতুন উদ্যমে শুরু করা যায়। আমার বাংলা ব্লগ এই প্রথম ৩য় বর্ষ পূর্তিতে নানা রকমের ক্যাটাগরিতে নানা জনকে পুরষ্কৃত করেন।তার মধ্যে আমি ও একজন ছিলাম।এতে আমি খুব বেশী আনন্দিত।আর আমার বাংলা ব্লগ এর শ্রদ্ধেয় দাদাদের কে আর সকল এডমিন মডারেটরদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
এই ফটোগ্রাফি দেখে হয়তো অনেকে মনে করতে পারেন এটা একটা সামান্য মগ।কিন্তু এটা আমার কাছে ভালোবাসা।আমার বাংলা ব্লগ পরিবার থেকে ভালোবাসার সম্মাননা আমার কাছে।এই অনুভূতি কিছুটা হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি।বাকি অনুভূতি গুলো মনের গভীরে ভালোবাসার সুখ অনুভূতি হয়ে জমা রইলো।যে অনুভূতির ধারা দিয়ে আমি প্রতিনিয়ত এই পরিবারে নিজের সৃজনশীলতা প্রকাশ করার প্রেরণা পাবো।অনেক ভালোবাদি এই পরিবারকে,অনেক ভালোবাসা আমার বাংলা ব্লগ কে।
আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনি এ বছর বেস্ট কমেন্টার হিসেবে নির্বাচিত হয়েছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি আপনার সুন্দর সুন্দর কমেন্ট করার মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটি মগ পুরুস্কার পেয়েছেন। আসলে পুরুস্কার যেমনি হোক, পুরুস্কার পেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনি সামনের বছর এর থেকে আরো সুন্দর পুরুস্কার পাবেন, এমনটাই আশা ব্যক্ত করছি। আপনার জন্য শুভকামনা রইল আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনাকে প্রথমে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আপনি বেস্ট কমেন্টার হিসেবে নির্বাচিত হয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি এই পুরস্কারটা পেয়ে অনেক খুশি। আপনার পোস্ট যখন আমি পড়ছিলাম তখন আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বেশ ভালো লাগলো আপনার এমন অর্জন দেখে। এভাবেই এগিয়ে যান। দোয়া রইল আপনার জন্য আপনি যেন আপনার কাজের ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে আরও ভালো কিছু অর্জন করতে পারেন। আনন্দে কাটুক আপনার সময়গুলো। ধন্যবাদ এমন সুন্দর মূহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু।
আসলেই আপু, দেখতে সামান্য মগ হলেও এটা ভালোবাসা। এর অনুভূতি সত্যিই অসাধারণ। খুবই ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে। ভালোবাসার পরিবারের কাছ থেকে গিফট পাওয়ার মজাটাই আলাদা। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপু প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি বেস্ট কমেন্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। গিফটা কিন্তু দারুণ হয়েছে আপু। আমিও আজকে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমন মগ পেয়েছি বেস্ট ব্লগার হিসেবে। আসলেই এই অনুভূতিটা অন্য রকম। আমাদের কমিউনিটিকে আমরা খুব ভালোবাসি। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।
আমিও গতকাল পার্সেল টা রিসিভ করেছি। বেশ ভালো লাগছে। তবে এখন পযর্ন্ত খুলে দেখিনি। সত্যি এটা অন্যরকম একটা অনূভুতি এটা অন্যরকম একটা ভালোলাগা। চমৎকার ছিল কিন্তু উপহার টা। প্রথমবার আমার জন্য কেউ এইরকম উপহার পাঠাল। আমার বাংলা ব্লগকে অনেক অনেক ধন্যবাদ।
কি বলেন ভাইয়া এখনো খুলে দেখেন নি??😂 আমি এসব বিষয়ে আবার ধৈর্যশীল নই। মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
বাহ্ আপু আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে নিজের অনুভূতিগুলো শেয়ার করেছেন। তবে ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যায় সেটা আপনাকে দেখেই বুঝলাম। আশা করি এমন করেই আগামীর পথে এগিয়ে যাবেন।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।