You are viewing a single comment's thread from:

RE: ফোটোগ্রাফি পোস্ট : "বাংলাদেশের গ্রাম"

in আমার বাংলা ব্লগlast year

দাদা আমার কাছে ও গ্রাম গ্রামের মতো থাকলেই বেশী ভালো লাগে। সব জায়গা আধুনিকতা ছড়িয়ে পরলে ও গ্রামের ঘর-বাড়িগুলো আগের মতোই থাকুক যা আমার খুব ভালো লাগে।আপনি সুন্দরবন কোন এক গ্রামে আছেন।সেখানে তো বেশীর ভাগ মাছের ঘের।মন ভরে মাছ খেয়ে নিন দাদা।তাজা মাছ, সবজি আর মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা।আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।টিনটিন বাবু খুব আনন্দেই আছে।খেজুর গাছ দেখলে আমার মনটা কেমন করে ওঠে।ছেলেবেলার কোন ভালো লাগা অনুভূতি হয়তো আছে।মনে করব সময় করে এমন ফিলটা কেন হয়।ধন্যবাদ দাদা আমাদের সাথে অনুভূতি গুলো ভাগ করে নেয়ার জন্য।