আমরা ও কাল কেএফসিতে গিয়েছিলাম।সেখানেও প্রচুর ভীড় ছিল।আর ফ্যামিলি ক্যাফের মতোই সেখানকার সিস্টেম ছিল।এতো মানুষের চাপ থাকলে খাবারে কিছুটা তারতম্য হতেই পারে।যাক কফিটা ভালো ছিল জেনে ভালো লাগলো।কারন শীতে কফি ই আসল পানীয় আমার মনে হয়।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।