কোলাহলমুক্ত এমন পরিবেশে ঘুরে বেড়াতে সত্যি ই মনটা ভালো হয়ে যায়।জায়গাটার সুন্দর ভিউ আপনার শেয়ার করা ফটোগ্রাফিতে দেখতে পেলাম।সবাইকে বেশ প্রানবন্ত লাগছে।ফসল কেটে নেয়াতে ফসলের মাঠ ফাঁকা। ফসল থাকলে আরো বেশী চারিপাশটা সুন্দর লাগতো।সবুজ আর সবুজ দেখতে ভালো লাগতো।এখনও কিন্তু পড়ন্ত বেলার দৃশ্যটি দেখতে ভারী মিষ্টি লাগছে।
এটা একদম ঠিক বলেছেন, এই জায়গায় আসলে দুই রকম সৌন্দর্য হয়, শীতের সময় এক রকম আর ফসল থাকার সময় অন্যরকম। আমরা সময়টা বেশ ভালোই কাটিয়েছিলাম।