সত্যিই আপু খাওয়ার জন্য ই সবকিছু।তাই না খেয়ে থাকলে কি চলে।আপনি আজ সুন্দর বর্ননায় বেশ কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কেক আজকাল ছোট-বড় সবাই কিন্তু পছন্দ করে।আর এই কেক কেনা কিংবা বাসায় বানানো কোনটাই কিন্তু একদিনের বেশী আমার বাসার ফ্রিজে রাখা যায় না।আপনার কাজিন তো দারুন রান্না করেন।প্রথম হিসেবে বেশ ভালোই করেছে।খাবারের কালার দেখে রান্না ভালো হয়েছে বোঝা গেলো।