You are viewing a single comment's thread from:
RE: ফিশিং এট্যাক (Phishing attack)
দাদা খুব সুন্দর লিখেছেন ফিশিং এট্যাক নিয়ে। আমি নিজে এর সাক্ষী আছি। আমার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছিল তা হল আমার পারফেক্ট মানি একাউন্টে ১৮৫ ডলার ছিল। যা হোক দীর্ঘদিন একাউন্টে না ঢোকার ফলে ওয়েব সাইটের মূল লিংক টি ব্রাউজারের হিষ্ট্রি থেকে মুছে গিয়েছিল। বুকমার্ক ও করা ছিল না। আমি বোকার মত গুগলে পারফেক্ট মানি লিখে সার্চ দেই ফলে ফিশিং করার জন্য একটি মিরর পারফেক্ট মানির ওয়েব সাইট সার্চের প্রথমে চলে আসে। আমি ক্লিক করে ঢুকে যাই এবং লগইন করার সাথে সাথে সব হারিয়ে গেল ডলার চোখের নিমেশে। মূলত গুগলে এই মিরর ওয়েব সাইট গুলো এসইও করে রেঙ্ক করে উপরে দিকে রাখে। অনেকেই আছে এমন গুগলে সার্চ দিয়ে ওয়েব সাইটে ঢোকে। ফলস্বরুপ আমার মত অবস্হা হয়। সেদিন শিক্ষা পেয়েছি খুব। আপনার এই লেখাটা সকলের জন্য সুফল বয়ে আনবে। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা।