You are viewing a single comment's thread from:
RE: জীবনের প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি
চিন্তা করা যায় দাদা ১২৮ এম বি রেম আর ৪০ জিবি হার্ড ড্রাইভ। তারপরও কম্পিউটার ভাল গতিতেই চলতো। আর এখন আমরা সব চাইতে কম হলেও ৮ জিবি রেম এর নিচে কোন কাজই করতে পারি না। আর হার্ড ড্রাইভ তো এক টেরা । সত্যি অদ্ভুত এক আনন্দ হয়েছিল আপনার। আমার বাড়ীতে ২০০৪ সালে প্রথম কম্পিউটার ঢোকে। আমি যেহেতু একমাত্র ছেলে তাই সব কিছুই আমার মতন। আমারও 128 রেম ছিল। হার্ড ডিস্ক ৪০ । তবে তাতে আমি মিষ্টিরিয়াস আই ল্যান্ড গেম খেলেছি। উইন্ডোজ এক্স পি ব্যবহার করতাম।