You are viewing a single comment's thread from:

RE: Winrar সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড প্রটেক্টেড rar ফাইল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাল একটি বিষয় বুঝিয়ে দিয়েছেন। কোন কিছু লুকিয়ে রাখতে ব্যবহার করা যেতে পারে। সাধারনত winrar ব্যবহার করা হয় কোন বড় ফাইল কে জিপ করে বা ছোট করে রাখার জন্য। তবে সেক্ষেত্রে পাসওর্য়াড প্রটেক্ট করে রাখা যায়। আর একটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে। Notepad মানে Text file যেখানে কোন কিছু লেখা যায় সেটি কোন সফট্ওয়্যার নয় ওটার ফাইল ফরম্যাট হচ্ছে New Text Document.txt যেটার ফাইল ফরম্যাট হচ্ছে .txt । এটা উইন্ডোজ এর ডিফল্ট একটি ফিচার। সফট্ওয়্যারের ফাইল ফরম্যাট হচ্ছে .exe ও অন্যান্য হতে পারে। যাই হোক ভাল একটি বিষয় শেয়ার করেছেন ভাই । যারা কম্পিউটার ইউজার তাদের জন্য উপকার হবে। ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

নোটপ্যাড কে App বলা যায়।

 2 years ago 

দাদা আপনি সঠিক বলেছেন । এক্সিকিউটিভ ফাইল হিসেবে এটিকে একটি এপ্লিকেশন বলা যেতে পারে।কারন উইন্ডোজ ইন্সটলেশনের সাথে সাথে এটিও ইন্সটল হয়। কিন্তু এটিকে ডিলিট করা যায় ‍system 32 file থেকে কিন্তু আনইন্সটল করা যায় না আমার মনে হয়। যদিও আমার ধারনা কম , তবে আলোচনা তো করতেই পারি তাতে শেখাও হবে। তাই আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে যেহেতু এটি একটি .txt ফরম্যাট তাই এটিকে txt document হিসেবে আখ্যায়িত করাটাই শ্রেয়।কারন এটাকে আমরা যে কোন সময় ক্রিয়েট এবং ডিলিট করতে পারি। ধন্যবাদ দাদা।

 2 years ago 

ঠিক বলেছেন, txt document editor কে Uninstall করা যায় না 😁।