আমার আজকের দিনলিপি ||১৯/৯/২০২১ ইং || ১০% পে-আউট লাজুক খ্যাক-কে 🦊🦊
হ্যালো,স্টিমিটের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই।পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ " এর বন্ধুদের মাঝে আমার দিনলিপি শেয়ার করবো আশা করি সাবার ভালো লাগবে৷
সকালবেলা
ইমেজ | ইনফো |
---|---|
ক্যামেরা | Realme 8 pro |
আইএসও | 1600 |
ফটোগ্রাফার | @shuvo2030 |
লোকেশন | Narail |
আলহামদুলিল্লাহ আজকে অনেক সকাল্ ঘুম থেকে ঊঠছি, ঘুম থেকে উঠার পর প্রতিদিনের মতো আজকেও ছাদ বাগানে গেছি, গাছে পানি দিতে গেছি। পুরা ছাদ বাগানে পানি দিছি, তারপর একটা ফুলের ছবি তুললাম। ছাদ থেকে এবার রুমে আসলাম হাতে কাদা মাখাই গেছে, টিউবওয়েলে যেয়ে ফ্রেশ হলাম।তারপর আমার রুমে আসলাম, কিছুক্ষন রেস্ট নেয়ার পর আম্মু সকালের খাবারের জন্য ডাক দিলো৷ পরিবারের সবার সাথে সকালের খাবার খেলাম। খাওয়া শেষ করে একটু বাইরে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষন আড্ডা দিলাম,একটা দোকানে থেকে বন্ধুরা স্পিড কিনলাম তাই খেলাম। তারপর দুপুরের আজান দিলো বাসায় চলে আসলাম।
দুপুরবেলা এবং বিকালবেলা
ইমেজ | ইনফো |
---|---|
ক্যামেরা | Realme 8 pro |
আইএসও | 1600 |
ফটোগ্রাফার | @shuvo2030 |
লোকেশন | Narail |
দুপুরের আজান দিলো বাসায় এসে গোসল করলাম, তারপর মসজিদের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে রুমে আসলাম রুমে আসার পরে কিছুক্ষণ মোবাইলে গেম খেললাম তারপর টিভি দেখতে গেলাম একটু। এই করোনাভাইরাস এর ভিতরে কিছুই ভালো লাগে না সারাদিন বাসায় বসে মোবাইল চাপি আর টিভি দেখি কি করব বলেন আপনারা, বন্ধুরা জানিনা আপনাদের কেমন সময় কাটছে। তারপর একটু ঘুমাতে গেলাম বিকালবেলা ঘুম ভাঙলো, ঘুম ভাংগার পর মাসুম ফোন দিলো, আমি মাসুম বাপ্পি,রাফিদ আজকে প্লান করলাম নদী ভ্রমণে জাবো, অনেক দিন নদী ভ্রমনে যাই না৷
তারপর আমরা মধুমতি ঘাটে গেলাম নৌকা ভাড়া করতে, আমরা ৪ জন একটা নৌকা ভাড়া করলাম। আহ বিকালের কি আবহাওয়া, সুন্দর একটা আবহাওয়া আজকে। তারপর আমার মুঠোফোন দিয়ে নদীর কিছু ছবি তুললাম। বন্ধুরা আপনাদের ও অনেক ভালো লাগবে। প্রায় ২ ঘন্টা ঘুরলাম আমরা নদীতে, মাঝি মাঝে মাঝে গান গায় আমরা তাল মিলায় সব মিলিয়ে সুন্দর একটা দিন ছিলো। সন্ধ্যা হয়ে গেলো এবার বাসায় আসার পালা।
ইমেজ | ইনফো |
---|---|
ক্যামেরা | Realme 8 pro |
ফটোগ্রাফার | @shuvo2030 |
লোকেশন | Narail |
রাত্রিবেলা
নৌকা ভ্রমন করে সবাই সবার বাসার আসবে এবার, আমি আর বাপ্পি বাসায় আসার সময় একটা দোকান থেকে ডিম ভাজি খেলাম, আমরা প্রায় সন্ধ্যায় ওই লোকটার দোকান থেকে প্রায় ডিম ভাজি খাই। ডিম ভাজি খাওয়ার পরে আমি আমার বাসায় চলে আসলাম, বাসায় আসার পরে ফ্রেশ হয়ে রুমে ঢুকলাম।
কিছুক্ষন পর আমার বোন আমাকে এক কাপ চা বানিয়ে দিয়ে যায়, ১০.০০ টায় রাতের খাবার খাই আমরা।
রাতের খাবার খেয়ে আমি আমার কম্পিউটারে একটা নাটক দেখি দেখার পরে স্টিমিট এর কাজ করে ঘুমিয়ে পড়ি।
কেমন লাগলো আমার দিনলিপি কমেন্ট করে জানান।আশা করি সবার ভালো লাগবে, আর আমি যেনো নিয়মিত পোস্ট করতে পারি ভালোবাসার এই কমিউনিটিতে"আমার বাংলা ব্লগ" এ।
খোদাহাফেজ
ইতি শফিকুল শুভ
আমার পরিচয়
আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ 🇧🇩🇧🇩 থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।
আপনার মুহূর্তটি সত্যি অসাধারণ ছিল। বিশেষ করে বিকাল বেলা দুপুর বেলায় যে নদীর পারে আপনি সময়টুকু কাটিয়েছে। নদীর পাড়ের সময়টুকু সত্যি অসাধারণ। ওই সময়ে মুহূর্তগুলোকে সত্যি একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আপনি চেষ্টা করবেন ছবির লোকেশন ইউজ করার।
অনেক অনেক ধন্যবাদ রাজু,ভাইয়া❤️
আপনার সুন্দর মন্তব্য দেয়ার জন্য❤️
লোকেশন দিয়ে দিছি ভাইয়া,
আপনার দিনলিপিটি অনেক সুন্দর ছিলো আর রোমাঞ্চকর ছিলো। আপনার তোলা প্রত্যেকটি ছবি অনেক সুন্দর হয়েছে, দক্ষ হাতে তুলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে
অনেক অনেক,ধন্যবাদ সাগর ভাইয়া❤️❤️
অনেক সুন্দর একটি দিনলিপি উপস্থাপন করেছেন ভাই।সারা দিনের খুঁটিনাটি কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
Note: বিনা কারণে এডমিন প্যানেল কে মেনসন দেওয়ার কোন প্রয়োজন নেই।আপনার পোস্ট অবশ্যই দেখবে।
অনেক অনেক ধন্যবাদ সাব্বির ভাইয়া ❤️❤️
আচ্ছা ভাইয়া... এরপরের বার থেকে আর মেনশন দিবো না৷
এত সুন্দর ছবি কিভাবে তুলেন নাই সেটাই আশ্চর্য হয়ে যাই কি অপরূপ ছবিগুলি বিশেষ করে নদীর ছবিগুলো অসাধারণ হয়েছে আর আমি যতটুকু জানি নদীর সামনে যদি বসে থাকা হয় তাহলে মনের যত কষ্টে থাকুক না কেন সেগুলো সব পানিতে মিশে যায় অপরূপ সৌন্দর্য প্রত্যেকটা দৃশ্য
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য সাইফুল রাজু ভাইয়া ❤️❤️
আসলেই নদী,পাহাড়, সমুদ্রর সামনে বসে থাকলে যে কারোরেই মন হয়ে যাবে।
আপনার দিনটি অনেক সুন্দর কাটিয়েছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল
অনেক অনেক ধন্যবাদ লিমন ভাইয়া❤️❤️❤️
আপনার দিনলিপি টা অনেক সুন্দর ছিলো।আপনার জন্য শুভ কামনা।
অনেক অনেক ধন্যবাদ আশিক ভাইয়া ❤️❤️
💖💖💖