দীর্ঘদিন পরে সুপ্তর সঙ্গে

in আমার বাংলা ব্লগ2 days ago

বড় ভাইয়া যেহেতু ঢাকায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করে, তাই বাড়িতে আসার সুযোগ তেমনটা পায় না বললেই চলে । প্রায় প্রতিনিয়তই ভাইয়া-ভাবী ও ভাতিজি ( সুপ্তর ) সঙ্গে ভিডিও কলে কথাবার্তা হয়।

যেহেতু ভাইয়ার তেমনটা আসার সুযোগ হয় না, তাই ভাবী সুপ্তর স্কুল ছুটি পাওয়া মাত্রই, তাদের গ্রামের বাড়িতে ঘুরতে এসেছে। আমরা যেখানটাতে থাকি সেখান থেকে ভাবীর গ্রামের বাড়ির দূরত্ব ৩০ কিলোমিটারের মতো।

যেহেতু ভাবী তার গ্রামের বাড়িতে এসেছে, তাই ভাতিজিকে দেখার জন্য মনটা ছটফট করছিল। অতঃপর হীরার সঙ্গে কথা বলে, আমরা পরিবার নিয়ে ভাবীর গ্রামের বাড়িতে গতকাল বেড়াতে গিয়েছিলাম।

20241221_155436.jpg

20241221_160712.jpg

20241221_160703.jpg

20241221_155702.jpg

20241221_155639.jpg

20241221_152435.jpg

20241221_151226.jpg

20241221_151206.jpg

20241221_150220.jpg

20241221_150208.jpg

20241221_170309.jpg

20241221_170208.jpg

20241221_165705.jpg

20241221_165640.jpg

20241221_150231.jpg

দুপুর বেলার কিছু পরেই সেখানে গিয়ে হাজির, আমাদের দেখে ওখানকার লোকজন বেশ ভালই খুশি হয়েছিল। যেহেতু দীর্ঘদিন পরে গিয়েছে, তাই আশেপাশের আত্মীয়-স্বজন সবাই চেষ্টা করছিল কুশল বিনিময় করার জন্য। প্রায় সকলের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি এবং যতদূর সম্ভব হয়েছে খোঁজখবর নিয়েছি।

তাছাড়া ভাতিজি আমাকে ও বাবু কে দেখে বেশ খুশি। হীরা ও ভাবীর মাঝে প্রায় দীর্ঘ অনেকটা সময় কথাবার্তা হয়েছে। ওরা তো নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল।

তাছাড়া যদি খাবার আয়োজনের কথা বলি, সেটাও ছিল বেশ লোভনীয়। ভাবী জানে আমার পছন্দের কথা, দেশি মুরগির মাংসের তরকারি, মাছ ভাজি, সবজি, বুটের ডাল, ডিমের তরকারি, খাসির মাংসের তরকারি ও সাদা পোলাও ছিল দুপুরের খাবারের আয়োজনে।

এমনিতেই দুপুরবেলা বেশ ক্ষুধার্ত ছিলাম তার মাঝে এমন সব খাবার পেয়ে বেশ ভালই ভুরিভোজ হয়েছে। অতঃপর সকল আত্মীয়-স্বজনের সঙ্গে পুনরায় দেখা করে সন্ধ্যের
ঠিক আগ মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

যদিও ভাবী বেশ অনুরোধ করেছিল থাকার জন্য, তবে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে সেখানে আর কোন ভাবেই থাকা হয়নি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

উফফ কত কী খাওয়া দাওয়া। বড় দাদা বৌদিরা গুরুজন। তাদের কাছে গেলে আলাদাই আনন্দ। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে বেশ আনন্দ উপভোগ করেছেন৷ এভাবেই সবার সাথে ভালো থাকুন আপনারা। শায়ানও ভালো থাক।

 8 hours ago 

দীর্ঘদিন বাদে ওদের সঙ্গে দেখা হয়ে, বেশ ভালই সময় কেটেছে এটা একদম সত্য।

 2 days ago 

আপন জনদের সাথে কাটানো মুহূর্তগুলো সব সময় বেশ স্পেশাল।ভাতিজি ও ভাবির সাথে বেশ ভালই সময় কাটিছেন যা আপনার পোস্ট পড়েই বুঝতে পারছি। আর সাথে খাওয়া দাওয়াও করেছ জাম্পেশ ভাবে করেছেন। আপন জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 8 hours ago 

এটা সত্য খাওয়া-দাওয়ার আয়োজন বেশ ভালো ছিল, তাছাড়া সময়টাও বেশ ভালো কেটেছে।

 2 days ago 

আপন মানুষগুলো যখন দূরে থাকে,তাদেরকে আমরা সত্যিই খুব মিস করি। আর তাদের সাথে যদি দীর্ঘদিন পর দেখা হয়,তাহলে মনের মধ্যে দারুণ অনুভূতির সৃষ্টি হয়। যাইহোক ভাতিজী সহ সবার সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাই। তাছাড়া একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 hours ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 yesterday 

অও,বেশ জমিয়ে খেয়েছেন দেখছি ভাইয়া।যাইহোক বাচ্চাদের একত্রে মিলিত করে দিয়েছেন এতে এক অদ্ভুত আনন্দ কাজ করে বাচ্চাদের মনে।দারুণ সময় কাটিয়েছেন সবাই মিলে বোঝা যাচ্ছে, ধন্যবাদ ভাইয়া।

 8 hours ago 

হ্যাঁ আপু সময়টা আসলেই বেশ ভালো কেটেছিল।