নতুন উদ্যোগ
শরীরটা কদিন থেকে খুব একটা বেশি ভালো যাচ্ছে না, তারপরেও বাস্তব জীবনে হঠাৎই কিছু সমাজসেবা মূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি। এই কাজগুলো তে ঝুঁকি বেশি তবে তারপরেও বিবেকের কাছে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েই, নিজের থেকেই কাজগুলোতে স্বেচ্ছায় যুক্ত হওয়া।
মাদকের কোন বিন্দুমাত্র সুফল নেই আর কুফলের কথা তা তো সকলের জানা। নতুন করে আর কিছুই বলতে চাই না। সমসাময়িক সময়ে স্থানীয় এলাকার তরুণ ছেলেরা উদ্যোগ নিয়েছে নিজ এলাকাকে মাদকমুক্ত করবে।
প্রথম যেদিন আমার কাছে প্রস্তাবটা এসেছিল, সেদিনই মন থেকে নিজেকে স্থির করেছিলাম যেভাবেই হোক কাজটার সঙ্গে আমি সম্পৃক্ত থাকবো, অবশেষে গতকাল ছিল সেই মাহেন্দ্রক্ষণ, আনুষ্ঠানিকভাবে অত্র এলাকার সবাই মিলে একত্রিত হয়েছিলাম।
সেখানে সমাজের সকল সুশীল মানুষজন ছিল। সকল পেশার লোকজন বলতে শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার,আইনজীবী, রাজনীতিবিদ, সাধারণ ছাত্র-জনতা ও আমার মত একজন অতি নগন্য ক্ষুদ্র লেখক ছিল।
সকলের চেষ্টায় অবশেষে নিজেদের এলাকায় মাদকবিরোধী সংগঠন নতুন করে গঠিত হয় এবং লক্ষ্য একটাই থাকে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সবাইকে একত্রে।
সবার ভিতরে যে উদ্যম দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। আমি মনে করি, প্রতিটি এলাকায় এভাবে সবাই যদি একত্রিত হতো এবং মাদকের বিরুদ্ধে কাজ করতো, তাহলে মাদককে নির্মূল করা সহজ হতো।
তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর, কেননা মাদকের জাল ছড়িয়ে গিয়েছে সর্বস্তরে। তারপরেও আমরা নিজ নিজ জায়গা থেকে আশাবাদী। এখন দেখি কতদূর কি হয়।
আমি কাউকে অনুরোধ করবো না, শুধু ব্যক্তিগত জায়গা থেকে নিজের বিবেককে প্রশ্ন করতে বলবো, সামাজিক ও মানবিক কাজগুলো করা সঠিক কিনা ? যদি সময় সুযোগ হয় তাহলে চেষ্টা করুন সামাজিক ও মানবিক কাজগুলোতে যুক্ত হওয়ার জন্য ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনাদের উদ্যোগ দেখে মনটা ভরে গেলো ভাই। আমাদের সবার উচিত মাদকের বিরুদ্ধে কাজ করা। আশা করি আপনাদের এই উদ্যোগ সফল হবে। যদিও মাদক নির্মূল করাটা খুবই কঠিন। তবুও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
শুধু কঠিন না ভাই, বহুত কঠিন। আমার অনুভূতি বুঝতে পারার জন্য ধন্যবাদ ভাই।
বেশ একটা ভালো উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন ভাইয়া। মাদকের প্রভাবে দেশ আজ অসুস্থ। আমাদের সবারই এ ধরনের উদ্যোগের সাথে থাকা দরকার। যদি আমরা সবাই এ কাজ করতে পারি তবে দেশ মাদক মুক্ত হবেই।
একদম ঠিক বলেছেন আপু।
একটা জাতিকে ধ্বংস করতে যুবকদের মধ্যে মাদকের বিস্তার ঘটিয়ে দেওয়াই যথেষ্ট। আপনাদের উদ্যোগ টা ভালো লাগল। এমন করে যদি আরও আগেই পুরো বাংলাদেশের সব এলাকায় উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো মাদকের বিস্তার এতো বেশি হতো না। যাইহোক ভাই আপনাদের জন্য শুভকামনা।।
চেষ্টা করছি ভাই নিজ জায়গা থেকে, এখন দেখি কত দূর কি করা যায়। ধন্যবাদ তোমাকে।
সমাজসেবামূলক কাজে ঝুঁকি থাকলেও মন থেকে প্রশান্তি মেলে।তেমনি আপনি এই কাজে যুক্ত হয়েছেন জেনে ভালো লাগলো।মাদকের নেশায় অনেক বাচ্চারাই নষ্ট হয়ে যাচ্ছে।তাই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।শুভকামনা রইলো ভাইয়া।
অবশ্যই এক্ষেত্রে সচেতনতা বড্ড জরুরী আপু। যথার্থ বলেছেন।