মিশন কমপ্লিট

in আমার বাংলা ব্লগ2 months ago

বিগত সময়ে মানসিক ভারসাম্যহীন হতদরিদ্র সাবিনার চিকিৎসার কথা নিয়ে পোস্ট লিখেছিলাম , বলেছিলাম যে খুব শীঘ্রই সাবিনার দ্বিতীয় ধাপের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। যেহেতু বিবেক সংগঠনের তরুণ ছেলেরা খুব উঠে পড়ে লেগেছিল বিষয়টি নিয়ে , তাই তারা এক্ষেত্রে খুব একটা বেশি দেরি করেনি।

এলাকায় বেশ ভালই প্রচারণা চালিয়ে ছিল, সবাই যে যার অবস্থান থেকে আশেপাশের গ্রামের সর্বস্তরের লোকের কাছে সহযোগিতা চেয়েছিল। যে যেভাবে পেরেছে সেভাবেই সহযোগিতা করেছে, কেউ নগদ অর্থ দিয়ে কেউবা বাড়ি থেকে চাল পর্যন্ত দিয়েছিল বিক্রির জন্য ।

IMG_20240914_111006-01.jpeg

IMG_20240914_163742_1-01.jpeg

IMG_20240914_104327_1-01.jpeg

IMG_20240914_111138-01.jpeg

IMG_20240914_104316-01.jpeg

IMG_20240914_111139_1-01.jpeg

received_1697456397657681-01.jpeg

IMG_20240915_075724.jpg

IMG_20240915_172332.jpg

IMG_20240913_224854-01.jpeg

যেহেতু ব্যাপারটা একদম মানবিক, তাই এক্ষেত্রে সবার অংশগ্রহণ ছিল একদম প্রশংসনীয়। বিশেষ করে এই এলাকায় যারা বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে কিংবা যে সকল স্কুল-কলেজ ছিল, তারাও বেশ ভালই সহযোগিতা করেছিল। বলতে গেলে তরুণ ছেলেগুলোর কার্যক্রম ছিল অনেকটাই চোখে লাগার মত।

ঘুরে ঘুরে ফান্ড কালেকশন করা থেকে শুরু করে, ডাক্তারের সিরিয়াল নেওয়া, আবার উত্তরবঙ্গ থেকে সিলেটে যাওয়া, বলতে গেলে ব্যাপারটা যত সহজে লিখে ফেললাম তেমনটা না, কেননা বাস্তব চিত্র পুরোটাই উল্টো ছিল । কি পরিমাণ পরিশ্রম যে এই ছেলেগুলো করেছে, তা আসলে অকল্পনীয়।

অবশেষে সিলেটে গিয়ে সাবিনা কে ডাক্তার দেখিয়ে নিয়ে, তারপরে পুনরায় আবার তারা বাড়ির উদ্দেশ্যে ফেরত চলে এসেছে। সত্যি বলতে গেলে কি, ডাক্তার নিজেও বেশ অবাক হয়ে গিয়েছিল যে, এত দূর থেকে তারা আবারও পুনরায় গিয়েছিল এটা ভেবে। মোটামুটি সাবিনার দ্বিতীয় ধাপের চিকিৎসা কার্যক্রম এখন পুরোদমে চলছে। ডাক্তার যে ওষুধ দিয়েছে, সেগুলো প্রতিনিয়ত তাকে খাওয়ানো হচ্ছে এবং তার পরিবারের প্রতি বাড়তি নজর রাখছে এলাকার তরুণ ছেলেরা।

সব মিলিয়ে যদি বলতেই হয়, বিবেক সংগঠনের তরুণ ছেলেদের এমন উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ প্রথম থেকেই জানিয়ে ছিলাম এবং এখনো জানাচ্ছি। তাদের এই মানবিক কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে।

মানুষ হোক মানুষের জন্য, সকলের বিবেক জাগ্রত হোক, সহযোগিতার হাত বাড়িয়ে যাক প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে ।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

সাবিনার মানসিক সমস্যার কথা শুনে সত্যিই খারাপ লাগলো। কিন্তু সবাই সাবিনার পাশে দাঁড়িয়েছে এটা জেনে অনেক ভালো লাগলো। যে যার জায়গা থেকে যতটুকু পেরেছে সাহায্য করেছে এটা জেনে সবচেয়ে ভালো লাগলো। মানুষ মানুষের জন্য।

 2 months ago 

এভাবেই জাগ্রত হোক বিবেক, মানুষ হোক মানুষের জন্য।

 2 months ago 

বিবেক সংগঠনের তরুণ ছেলেদের এমন কার্যক্রম দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। প্রতিটি মহল্লায় এমন কিছু তরুণ থাকা উচিত। এতে করে সমাজের অবহেলিত মানুষগুলো উপকৃত হতো। যাইহোক সাবিনা খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

সাবিনা সুস্থ হয়ে উঠুক, এমনটা আমারও চাওয়া। মানুষ হোক মানুষের জন্য।

 2 months ago 

তরুনদের উদ্যোমকে কাজে লাগিয়ে যে কোন কাজ সফল করা সম্ভব। যেমনটা করেছে বিবেক সংগঠনের তরুনেরা। তারা ফান্ড কালেক্ট থেকে শুরু করে সাবিনাকে ডাক্তার দেখানো সবই করেছে। আর বার্তি নজদারি করছে তার পরিবারের উপর। তাদের চেস্টা সফল হবেই। সাবিনা সুস্থ জীবনে ফিরে আসবে এই তরুনদে্র চেস্টায়। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপু ব্যাপারটা সুন্দরভাবে বোঝার জন্য।

 2 months ago 

অসাধারণ লাগল ভাই। আপনাদের সংগঠন কে এবং ছেলেগুলোকে মন থেকে অনেক শুভকামনা জানাই। ফান্ড কালেক্ট থেকে শুরু করে শেষ পযর্ন্ত সবকিছু তারা ভালোভাবে সম্পন্ন করেছে। এমনটাই তো চাই। কে বলে আমাদের দেশের ছেলেরা মানবিক না। একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে। তাদের ডেকে এই কাজগুলো দেখানো উচিত।

 2 months ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার সাবলীল মন্তব্যের কাছে। ভালোবাসা নিরন্তর।