কেকের পিছনের গল্প

in আমার বাংলা ব্লগ2 months ago

গতরাতে হ্যাংআউট শো করার পরে নিজের কিছু টুকটাক কাজ সেরে ঘুমাতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই ঘুম থেকে উঠতে আজ অনেকটাই বেগ পেতে হয়েছে, তার ভিতরে যেহেতু বাড়ির কাজ চলমান আছে, সেদিকটাতেও বেশ নজর দেওয়া লাগছে। সব মিলিয়ে বলতে গেলে যদিও আজ ছুটির দিন, তবে আমার ছুটি নেই। ব্যস্ততা প্রতিনিয়ত আমাকে ঘায়েল করে ধরেছে।

কি লিখে আজ পোস্ট করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, তাই পুরনো ফোন গ্যালারি থেকে ঘেঁটেঘুঁটে কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করছি।

মূলত এই কেকগুলোর ছবি আমার বিগত বছরের কিছু স্মৃতি বহন করে যাচ্ছে। স্মৃতি অবিনশ্বর, যা কখনো ভুলতে চাইলেও ভোলা যায় না। মাঝে মাঝেই কোন না কোন ভাবেই তা মনের আঙিনায় উঁকি দিয়ে যায়।

বাবুর প্রথম মুখে ভাত থেকে শুরু করে, প্রথম দ্বিতীয়, তৃতীয় জন্মদিন, আমার বিবাহ বার্ষিকী, আমার কিংবা আমার গিন্নির জন্মদিন কিংবা আমাদের প্রিয় কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর মুহূর্তগুলোর স্মৃতি এই কেকগুলোর ছবির সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে।

আজ যখন হঠাৎই এই পড়ন্ত বেলায় ছবিগুলো দেখছিলাম, তখন মুহূর্তেই ফেলে আসা দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল।

সময় কত দ্রুত চলে যায়, সেটাই যেন ভাবছিলাম। সত্যি বলতে গেলে কি জীবনের সবথেকে সুখকর মুহূর্তগুলোর প্রতিচ্ছবি যেন বহন করছে এই কেকের ছবিগুলো।

তাই ভেবেই বসলাম, আজ পুরনো অ্যালবাম থেকে সুখকর স্মৃতির ছবিগুলো ভাগ করে নেই আপনাদের সঙ্গে। এমন আনন্দ আমার জীবনে বারবার ফিরে আসুক কালের পরিক্রমায়, ভিন্নভাবে ভিন্নরূপে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ছবিগুলো।

IMG-20220228-WA0015.jpg

IMG-20220228-WA0018.jpg

20200919_192049.jpg

20200919_193558.jpg

received_257737371423766.jpeg

IMG20211214182258.jpg

IMG20211214181732.jpg

IMG_20211215_010110_201.jpg

IMG-20220807-WA0028.jpg

20220828_201619.jpg

FB_IMG_1725621173117.jpg

IMG-20220829-WA0000.jpg

20220828_203228.jpg

20220828_201623.jpg

20220828_202439.jpg

IMG-20220829-WA0010.jpg

IMG-20220919-WA0007.jpg

IMG-20220919-WA0023.jpg

20221214_190521.jpg

20221214_191540.jpg

20230828_180733.jpg

IMG-20230828-WA0022.jpg

IMG-20230828-WA0026.jpg

20231214_150029.jpg

20231214_150713.jpg

20231214_155801.jpg

20231214_155832.jpg

20231214_144627.jpg

20240609_191830.jpg

20240827_165403.jpg

IMG_20240828_231735_840.jpg

20240828_201810.jpg

20240828_201906 (1).jpg

যাইহোক আরো অনেক ছবি ছিল তবে সেগুলো আপাতত খুঁজে পাচ্ছি না , এই ছিল আজকের ছুটির দিনের আয়োজন আর কেকের পিছনের গল্প । সবার সময় ভালো কাটুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

ধন্যবাদ সবাইকে।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

সত্যি ভাইয়া পুরাতন ছবি গুলো দেখে অনেক স্মৃতি মনে পড়ে যায়।আসলে সময় অনেক দূত চলে যায়।তবে এই ছবি গুলো অনেক কিছু মনে করে দেই।এমন দিন আপনাদের জীবনে বারবার ফিরে আসুক। আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 months ago 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পেরে, সাবলীল মন্তব্য করার জন্য ।

 2 months ago 

আসলে কিছু কিছু স্মৃতি কখনোই ভুলা যায় না। তাছাড়া মাঝেমধ্যে সুখকর মুহূর্তের কথা ভাবতে কিন্তু ভালোই লাগে। যাইহোক কেকের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। শায়ানের জন্মদিন উপলক্ষে কিনে আনা গাড়ির কেকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক কেকের পিছনের গল্প পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

গাড়ি কেকটা শায়ানের প্রথম জন্মদিনের ছিল, সেসময় সেই শহুরে যান্ত্রিক জীবনে ছিলাম। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

পুরনো ফটোগ্রাফি পুরনো অনুভূতি গুলো মনে করিয়ে দেয়।ফেলে আসা বেশ কিছু সময়ের ফটোগ্রাফি আজ আপনি শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষন ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

কথাটা দারুণ বলেছেন ভাই সত্যি স্মৃতি অবিনেশ্বর। ভুলতে চাইলেও ভোলা যায় না। সামান্য একটা ছবি দেখে আমাদের মনে প ড়ে যায় পেছনের সব গল্প সব ইতিহাস। পুরাতন ছবিগুলো আসলে কিছু গল্প বলে যায় যেগুলো আমাদের সাথেই ঘটে গিয়েছে। চমৎকার লাগল আপনার পোস্ট টা।

 2 months ago 

আমার কাছেও ঠিক তেমনটাই মনে হয় ভাই, ধন্যবাদ তোমাকে আমার অনুভূতি বুঝতে পারার জন্য।