গত সন্ধ্যার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ5 days ago

গতরাতে এখানকার স্থানীয় থানার অফিসার ইনচার্জ এর দেওয়া দাওয়াতে গিয়েছিলাম। যেহেতু ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, তাছাড়া প্রথম থেকেই টুকটাক স্বৈরাচার বিরোধী লেখালেখি করতাম সেজন্যই মূলত স্থানীয় ছাত্রদের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা ছিল।

20241102_192436-01.jpeg

20241102_192502-01.jpeg

20241102_203115-01.jpeg

20241102_203157-01.jpeg

20241102_210338.jpg

20241102_210347-01.jpeg

20241102_213011-01.jpeg

এছাড়াও আমার নিজের ছোট ভাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, সে নিজেও এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং তাদের আন্দোলনের জন্য টুকটাক লেখা আমার কাছ থেকে নিয়েছিল, সেজন্য বলতে গেলে স্থানীয় ছোট ভাইয়েরা আমাকে বেশ ভালই সম্মান করে।

তাছাড়া যেহেতু কদিন আগে প্রতিবেশী কেন্দ্রিক ঝামেলা হয়েছিল, সেখানেও ছাত্রদের ভূমিকা ছিল যথেষ্ট। তারাই থানার অফিসার ইনচার্জকে সেদিন রাতেই বারবার ফোন দিয়েছিল এবং আমার ব্যাপারটা দ্রুত সমাধান করতে বলেছিল। তাই বলতে গেলে, থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে বেশ কয়েকবার দেখা হওয়াতে একপ্রকার ভালোই সখ্য হয়েছিল। তিনি নিজেই সেদিন রাতে আমাকে দাওয়াত দিয়েছিল।

অবশেষে গতকাল গিয়েছিলাম তার দাওয়াতে, স্থানীয় এক রেস্টুরেন্ট ভাড়া নিয়ে দাওয়াতের আয়োজন করেছিল। সেখানে ছাত্রসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিল। দাওয়াতের মূল লক্ষ্য ছিল, এলাকার মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা এবং পুলিশকে আইনি কাজে সহযোগিতা প্রদানে সর্বসাধারণের ভূমিকা পালন করা।

যেহেতু এখন সবকিছুই আগের থেকে পরিবর্তন হয়েছে, বলতে গেলে আগের মত নিয়ম এখন আর নেই বললেই চলে। নতুনভাবে সবকিছু করার প্রক্রিয়া চলছে এবং তাও কঠোরভাবে, এজন্যই সমাজে পুলিশের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। পুলিশ কর্মকর্তা নিজের থেকেই চাইছে সকলের কাছাকাছি থাকার জন্য।

এই ব্যাপারটি আমার কাছে বেশ ভালো লেগেছে, তাছাড়া তার যৌক্তিক কথাবার্তা ও উপস্থিত ছাত্র ও জনতার প্রত্যেকের মতামত ছিল বেশ প্রাসঙ্গিক। আলোচনা শেষে, খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল থানা কর্তৃপক্ষ ।

সব মিলিয়ে বলতে গেলে দারুণ সময় কেটেছে গত সন্ধ্যায়। ছাত্র-জনতার এমন সচেতন মূলক প্রোগ্রামে উপস্থিতি ছিল দেখার মত। তাছাড়া পুলিশের কার্যক্রম যে দিন দিন পরিবর্তন হচ্ছে, তাও কিন্তু আন্দাজ করতে পারছে ছাত্র জনতা।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আসলে সংকট মুহূর্তে ছাএদের সাথে থাকতে পেরেছেন এবং কিছু লেখালেখি করেছেন যেনে বেশ ভালো লাগলো।ভাইয়া ছবি দেখেই মনে হচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ

 5 days ago 

হুম, এটা সত্য সময়টা বেশ ভালোই কেটেছিল।

 5 days ago 

লেখালেখির সুবাদে কিছু জুটলে বেশ ভালই লাগে। কারণ কবিরাই সমাজের কথা স্পষ্ট কণ্ঠে বলতে পারে যা সাধারণ মানুষ পারেনা। অথচ কবিদের সম্মান দেওয়ার সময় হাজারো রাজনীতি এসে দাঁড়িয়ে পড়ে। আপনি বেশ ভালোই সময় কাটিয়েছেন দেখে ভালো লাগছে। অভিনন্দন।

 5 days ago 

কবি আর লেখক হতে পারলাম কই, ওই টুকটাক একটু চেষ্টা করছি। এটা সত্য কিছু পেলে ভালোই লাগে।

 5 days ago 

বর্তমানে পুলিশদের কার্যক্রম দেখে বেশ ভালোই লাগছে। থানায় জিডি করতে গেলে কিংবা টুকটাক কিছু কাজ করাতে গেলে টাকা চায় না। অথচ একসময় এসব কাজ করাতে গেলেই হাত পেতে টাকা নিতো। যাইহোক স্থানীয় থানার অফিসার ইনচার্জ এর দেওয়া দাওয়াতে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন ভাই। বেশ ভালো লাগলো সবাইকে একসাথে দেখে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

এটা সত্য সমসাময়িক সময়ে পুলিশের কার্যক্রম অনেকটাই পরিবর্তন হয়েছে। এমন কার্যক্রম সর্বদা থাকুক, এমনটাই তো চাই।

 4 days ago 

এমন একটা সুন্দর বাংলাদেশের কথায় তো আমরা চিন্তা করেছিলাম। যেখানে পুলিশ হবে সত্যি জনগণের বন্ধু। যেকোন প্রয়োজনে তাদের পাশে পাওয়া যাবে। সত্যি বলতে ভাই তারা নিজেরাও কিন্তু একটা বাজে সিস্টেমের মধ্যে ছিল। সেখান থেকে যখন মুক্তি পেয়েছে এমন ভালো কিছু করার ইচ্ছা তাদের মধ‍্যেও জাগ্রত হয়েছে।

 4 days ago 

ওদের এই ভালো কাজের কার্যক্রম সর্বদা থাকুক, এমনটাই তো আমাদের চাওয়া ।