বিদায় ২৪
গত দুদিন থেকেই ঠান্ডার পরিমাণ অনেকটাই বেড়েছে। হঠাৎই শৈত্যপ্রবাহে যেন জনজীবন বেশ স্থবির। হাড় কাঁপানো ঠান্ডার ব্যাপারটা বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে।
২৪ নিয়ে খুব একটা কিছু বলার নেই, কেননা যা বলতে চাই তা ইতিমধ্যেই আপনারা অবগত।
তাও বিদায় বেলায় এসে দুটো কথা পরিষ্কার করছি। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভাবতে শিখুন, ভাবতে শিখুন আপামর মানুষের কল্যাণ নিয়ে। হিংসা-বিদ্বেষ মান-অভিমান সবকিছু হালকা হোক, মঙ্গল হোক সকলের। সকল শুভাকাঙ্ক্ষীর জন্য এই বার্তা উন্মুক্ত করলাম।
যাইহোক মূল গল্পে ফিরে আসি, যেহেতু কনকনে ঠাণ্ডা পড়েছে তাই সন্ধ্যেবেলার দিকে পার্শ্ববর্তী বাড়ির দুই ভাতিজা কে সঙ্গে করে নিয়ে পায়চারির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সবার সঙ্গে মিশতেই স্বাচ্ছন্দ্যবোধ করি, এক্ষেত্রে বয়স মুখ্য বিষয় না। শুধুমাত্র চিন্তাভাবনা মিলে গেলেই যথেষ্ট।
অনেকটা সময় ওদের সঙ্গে খোশগল্প করছিলাম আর ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিচ্ছিলাম। এখানকার মানুষের জীবন সত্যিই বেশ অদ্ভুত, এদের কাছে বছর শেষ হলেই কি আর শুরু হলেই কি, হাসি আনন্দে থাকতে চাওয়াই আলোচ্য বিষয়। তবে হাসি-আনন্দ অনেকটা মরীচিকার মত।
এই যে শৈত্যপ্রবাহ বইছে তার মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা, দরিদ্রতা যেখানে প্রতিনিয়ত আঁকড়ে ধরেছে সেখানে আর যাইহোক বছর বিদায় জানানো কিংবা নতুন বছর আগমন এসব উৎসব উদযাপন অনেকটাই ন্যাকামো।
এটা শুধু প্রান্তিক অঞ্চলের উদাহরণ টানলাম, মানে যেখানটাতে আছি সেখানকার অবস্থা। বিদায় লগ্নে একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছি, নতুন বছরে অন্তত কিছু মানুষের ভিতরে শীত বস্ত্র বিতরণ করবো।
কতদূর বাস্তবায়ন হবে জানিনা, তবে আমি নাছোড়বান্দা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুরো পোস্ট টা জুড়ে এরকম একটা কথায় খুঁজছিলাম।আপনার কথার সাথে সহমত পোষণ করছি।আর যে উদ্যোগ বা কাজ টি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থনা রইলো সেটি যেন সম্পূর্ণ করতে পারেন। আজকে থেকে শীতের প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমিও আমার ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করব এই সকল লোক গুলোর পাশে দাঁড়ানোর জন্য। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই অসহায় মানুষগুলো একটু উষ্ণভাবে শীত কাটাতে পারবে। সবার জন্য শুভকামনা।
জীবন যেখানে যেমন ।
শীত বস্ত্র বিতরণের চিন্তাভাবনাকে কুর্ণিশ জানাই। সত্যিই মানুষের পাশে দাঁড়ানো আজকের দিনে খুব জরুরি। আপনাদের ওখানে এতো শীত, সাবধানে থাকুন। আমার যদিও নতুন বছর বা পুরনো বছর নিয়ে বিশেষ একটা মাথা ব্যথা নেই। রোজই তো নতুন দিন।
মানুষ হওয়ার চেষ্টায় আছি, দেখি কতদূর কি হয়।
আপামর মানুষের কল্যাণের জন্য আজকাল কজনই বা ভাবে ভাই। সবাই আজকাল স্বার্থপরতায় নির্ভরশীল। তবে সকলের সঙ্গে শীতের দিনে এমন চায়ের চুমুক দিতে বেশ ভালই লাগে। আপনার ছবিগুলো দেখে বেশ মজা লাগলো। ঠান্ডাটা কনকনে পড়েছে। আগাম নববর্ষের শুভেচ্ছা রইল।
নতুন বছরের শুভেচ্ছা, আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা।
তাহলে তো আপনাদের ওখানে বেশ ভালো শীত উপভোগ করতেছেন। যদিও শৈতপ্রবাহ হলে একটু কষ্ট হয় কিন্তু মজা ও আলাদা শীতের। আপনি যেমনটা বললেন ২০২৪ নিয়ে আসলে বলার কিছু নেই। পুরো বছরটা খুবই বিরক্তি কর আমার কাছে। ভালো থাকেন সুস্থ থাকেন নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন শুভ কামনা রইল।
আপনার সময় ভালো কাটুক আপু, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন ভাই। আপনার মনের আশা পূরণ হোক সেই কামনা করছি। যাইহোক মান অভিমান, দুঃখ যন্ত্রণা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম-ই হচ্ছে জীবন। আপনার পার্শ্ববর্তী বাড়ির দুই ভাতিজার সাথে চা খেতে খেতে বেশ ভালোই খোশগল্প করেছেন। যাইহোক নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাই।
নতুন বছরের শুভেচ্ছা রইল ভাই।