পুস টোকেন কিভাবে কিনবেন? ভিডিও টিউটোরিয়াল

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল

PUSS_Banner1.png

[সোর্স](আমার বাংলা ব্লগ মিডিয়া চ্যানেল)

আমরা যারা স্টিমিটে লেখালেখি করি তাদের সবারই প্রায় ক্রিপ্টো নিয়ে ব্যাসিক লেভেলের জ্ঞান আছে। কারন আমাদের স্টিম নিজেই একটি ক্রিপ্টো কয়েন। স্টিমের অবশ্য নিজস্ব ব্লক চেইন আছে।স্টিম আমাদের নিজস্ব কয়েন হলেও একটু দুরত্ববোধ থেকেই যায়।

কিন্তু গত পাচদিন থেকে আমাদের এই দূরত্ববোধ ঘুচে গেছে।কারন আমাদের কমিউনিটি থেকে আমাদের একান্ত নিজস্ব একটি টোকেন মার্কেটে নিয়ে আসা হয়েছে। এই টোকেন এর নাম $Puss। আমরা সবাই জানি এই কয়েন এর কথা। কারন কমিউনিটিতে এটা নিয়ে অনেক প্রচারণা চালানো হচ্ছে।

টোকেনটি নতুন অবস্থায় প্রচুর গেইন দিচ্ছে।আমার মনে হচ্ছে এটা মাত্র শুরু। কারন এখনো সবাই টোকেন কেনা শুরু করেনি।আর তাছাড়া মার্কেট এ টোটাল সাপ্লাই চলে এসেছে ফলে নতুন করে কোন টোকেন মার্কেটে আসার সুযোগ নেই৷ ফলে হঠাৎ করে মার্কেট ডাম্প হবে না। আর এটি ট্রু ডিসেন্ট্রালাইজ কয়েন তাই কেউ ইচ্ছা করলেই মার্কেট ম্যানিপুলেশন করে আপনার লস করাতে পারবে না

তাছাড়া যেহেতু আমাদের কমিউনিটির আইডি দিয়ে বাইব্যাক করা হচ্ছে এবং নিয়মিত লিকুইডিট পুলে লিকুইডিটি যোগ করা হচ্ছে তাই দাম আস্তে আস্তে বাড়বে বই কমবে না। যাই হোক এগুলো আমার ব্যক্তিগত মতামত।আপনারা নিজেরাও একটু রিসার্চ করে নিয়েন।আর কোন প্রশ্ন থাকলে আমারের সম্মানীত এডমিন,মডারেটর প্যানেল তো আছেনই।তাদের নিসঙ্কোচে জিজ্ঞেস করতে পারেন।

এখন আমি চলে যাই আপনারা কিভাবে $puss টোকেন কিনবেন।এজন্য প্রথমেই আপনাদের প্লেস্টোর থেকে tronlink pro অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।তারপর সেখানে আপনার ট্রন অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন। কিভাবে ইম্পোর্ট করবেন তা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি।

ভিডিওটি সম্পুর্ণ দেখলেই আপনারা খুব সহজেই $puss টোকেন কিনতে পারবেন।

টোকেন এড্রেস: TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7

(সান পাম্পে যাওয়ার পর এটি লিখেই সার্চ দিতে হবে)

ভিডিও টিউটোরিয়াল

আশা করি আপনারা ভিডিও দেখে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে না পারলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।আমি যথা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।

আজকের পোস্ট এপর্যন্তই। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়াল বুঝতে পারবেন। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।ভুল ত্রুটি মার্জনীয়।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর সম্পুর্ন টিটোরিয়াল পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। টিউটোরিয়ালে সম্পূর্ণ পদ্ধতিটি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেয়ায় আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। যারা স্ক্রিনশট দেখে দেখে ধাপগুলো অনুসরণ করে $puss কয়েনটি কিনতে পারছিলেন না, তাদের জন্য ভীষণ উপকারী একটি টিউটোরিয়াল। অসংখ্য ধন্যবাদ দারুণ এই টিউটোরিয়াল ভিডিও টি শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ মাসি সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 4 months ago 

বেশ দরকারী একটি টিউটোরিয়াল শেয়ার করেছেন। যে কেউ টিউটোরিয়ালটি ফলো করে puss কয়েনটি কিনতে পারবেন। সাথে ল্যাপটপের টিউটোরিয়ালটা যুক্ত করলে ভালো হতো। যারা ল্যাপটপ ইউজ করে কাজ করে তাদের সুবিধা হতো। ধন্যবাদ দরকারি একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য।

 4 months ago 

দু:খিত আপু আমার ল্যাপটপ না থাকায় শেয়ার করতে পারছি না। তবে বিষয়গুলো সবই একই। খালি অ্যাপ স্টোর থেকে ট্রনলিংক টি ডাউনলোড করতে হবে।

 4 months ago 

আপনার ভিডিও পোস্টটি থেকে বেশ অনেক কিছু জানতে পারলাম পুশ কয়েন কেনার ব্যাপারে।গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনারা উপকৃত হলেই আমার স্বার্থকতা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 4 months ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। কেননা এখনো অনেকেই পুষ টোকেন কেনার বিষয়টা তেমন বুঝতে পারছে না। তবে আপনি দেখছি এই প্রসেসটি খুব সুন্দর করে ভিডিও ধারণ করে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে একদম ইজিলি। যাক পুষ টোকেন কেনায় আপনার এই ভিডিওটি অনেক সহায়তা করবে। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর করে এটি শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাদের উপকার করতে পেরে আমি খুশি।ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।

 4 months ago 

প্রথম দিন আমি বেশ সমস‍্যায় পড়েছিলাম। পরবর্তীতে নূসূরা আপুর পোস্ট দেখে পুরোটা বুঝতে পারি। আপনার ভিডিও টিউটোরিয়াল টা সুন্দর হয়েছে। এটা অনেকের কাজে আসবে। আপনি পুরো বিষয়টি এখানে সুন্দর ভাবে তুলে ধরেছেন।

 4 months ago 

নুসরা আপুর পোস্ট থেকে আমিও বিষয়টি বুঝতে পেরেই ভিডিওটি বানিয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

খুব সুন্দর হয়েছে টিউটোরিয়ালটি, নতুনরা খুব সহজেই এটা দেখে $PUSS টোকেন ক্রয় করতে পারবে। ধন্যবাদ

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে।