You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৫
জীবন আমার যেমন তেমন,
কোন-মতই আছি।
প্যারা নিয়েই জীবন আমার,
বেশ ভালোই আছি।
জীবন আমার যেমন তেমন
ট্রেনের মতই চলে,
গন্তব্যের ঠিকানা নেই
ধীর গতিতেই চলে।
স্টেশন কত এলো গেলো
হিসাব যে তার এলোমেলো,
ছোটার সুখেই ছুটে ফিরি
পিছে ফেলে পাহাড় গিরি
বন্ধন সকল ছিন্ন করি,
দুনিয়া জুড়ে ছুটে ফিরি।
জীবন আমার যেমন তেমন
প্যারার মাঝেই আছি,
এত প্যারা চাপে পড়ে
মরে গেলেই যেন বাচি।
ক্যায়া বাত! ক্যায়া বাত!! বেশ কবিতাও লিখা হয় দেখছি৷ দারুণ লিখেছি বৃত্ত।
ধন্যবাদ ধন্যবাদ।অনেক উৎসাহিত হলাম
সত্যি ভাইয়া জীবনের স্টেশন কত এলো কত গেল কিন্তু শেষে হিসাব মেলানো বড় মুশকিল। তবুও আমরা সুখ পাওয়ার আশায় ছুটে চলেছি। দারুন লিখেছেন ভাইয়া।
ধন্যবাদ আপু।
জীবনে অনেক বাধা বিপত্তি আসবে তারপরও আমাদেরকে এই জীবন নিয়ে চলতে হবে। দাদা আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও ধন্যবাদ দাদা উৎসাহিত করার জন্য।