You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৭২ || বিয়ের রাতে বউকে যতটা সুন্দরী দেখায় আর সারা জীবনেও তার ধারেকাছে যায় না কেন?

in আমার বাংলা ব্লগ2 years ago

আমাদের এখানে বিরাট নামের তীর্থক্ষেত্র আছে।ওখানে গেলে করলা সিদ্ধ দিয়ে ভাত খেতে হয় এবং সেই করলা যথেষ্ট মিষ্টি লাগে।এর কারন আমি পরে বের করেছিলাম।বিরাট যেতে হয় উপোস করে আর খাওয়াদাওয়া হয় একদম বিকেলে,তাই ক্ষুধার পেটে করলা কেন বিষ ও মিষ্টি লাগে।ঠিক তেমন জীবনের ২৫-৩০ বছর অপেক্ষার পর যখন কেউ বউ পায় তখন বউকে চাদের টুকরা মনে হয়,কিন্তু পরের দিন যখন মুখ ধুয়ে বের হয় তখনও চাদের টুকরাই মনে হয় তবে সেটা আমাবস্যার চাদের।তাই বিয়ের রাতে বউকে যত সুন্দর দেখায়,সারাজীবনেও অত সুন্দর দেখায় না।

Sort:  

জীবনের ২৫-৩০ বছর অপেক্ষার পর যখন কেউ বউ পায় তখন বউকে চাদের টুকরা মনে হয়,কিন্তু পরের দিন যখন মুখ ধুয়ে বের হয় তখনও চাদের টুকরাই মনে হয় তবে সেটা আমাবস্যার চাদের

হা হা হা 😜 এটা খুব ভালো ছিল।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

hahaha

 2 years ago 

আপনাদের কমেন্ট পড়ে মনে হচ্ছে সারাজীবন সিঙ্গেল থাকাই ভালো হবে, শেষমেষ কয়লা খেতে হবে, এটা আশা করিনি যাই হোক ভালো ছিল আপনার মন্তব্য।

 2 years ago 

হ্যা ভাই সারাজীবন সিঙ্গেল থাকাই ভাল।আপনিও আমার মত চির কুমার সমিতিতে যোগ দিন।হাহাহাহা।ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।