আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। ডিসেম্বরের ছুটিতে অনেক ঘুরাঘুরি করেছি। দাদির বাড়ি, নানির বাড়ি,খালার বাড়ি এবং ফুপির বাড়ি সব জায়গায় গিয়ে থেকেছি।এই ছোটা ছুটির মাঝে আঁকাআঁকি করা হয়নি।অনেক ছুটি কাটিয়ে যখন বাসায় আসলাম তখন শরীরটা প্রায় ক্লান্ত তাই দু একদিন রেস্ট নিলাম। অবশেষে আজকে একটু আঁকা আঁকি করতে ইচ্ছে করলো। তাই খাতা এবং কলমটা নিয়ে বসে পড়লাম যেহেতু রং দিয়ে আঁকাআঁকি করতে ইচ্ছে করছিলই না।ছোটবেলায় নদীতে দেখলাম নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতে খুব সকালে উঠে যেত। সেই স্মৃতিকে মনে রেখে বাস্তবে আমার কলমের সাহায্যে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে আমি আঁকিয়েছি।
১. ড্রইং খাতা।
২. কলম।
৩.স্কেল ।
প্রথমে স্কেল দিয়ে খাতার মাঝখানে ৩দাগ দিয়ে ঘর আঁকিয়ে নিব ছবিতে আপনারা যেমন দেখতে পারছেন।
কলম দিয়ে ঘরের মাঝ বরাবর দুইটা দাগ দিয়ে নিব স্কেলের সাহায্যে।
নদীর পাড়ের গাছ এবং আকাশের মেঘ আঁকিয়ে নিলাম কলম দিয়ে।
কলম দিয়ে সোজা সোজা দাগ দিয়ে সবকিছু রং করে নিব ।
এবার জেলেরা নৌকা নিয়ে মাছ ধরছে কলম দিয়ে আঁকিয়ে নেব। নদীতে বড় বড় লাঠি লাগানো আছে সেটা এঁকে নিব।
পরিশেষে নদীর ঢেউগুলো আঁকিয়ে নেব কলম দিয়ে। নদীতে নৌকা আছে নৌকার ছায়া পানিতে পড়েছে সেটাও আঁকিয়ে নেব কলম দিয়ে সোজা সোজা দাগ দিয়ে। সর্বশেষ আমার সাইন দিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার নদীতে জেলেরা মাছ ধরার চিত্র তাও শুধুমাত্র কলম দিয়ে। গ্রাম বাংলার প্রতিটি দৃশ্য আমার অনেক ভালো লাগে তাই নিজের চিত্রকর্ম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি।এসব দৃশ্য আঁকা যতটা না সহজ বুঝিয়ে বলা বা লেখা তার থেকে বেশি কঠিন ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
আর্ট পোস্ট করার প্রতি আপনার তো ভালো দক্ষতা রয়েছে আপু। সুন্দর দক্ষতাকে কাজে লাগাতে পেরেছেন দেখে ভালো লেগেছে। আশা করব আগামীতে এমন সুন্দর সুন্দর আরো অনেক আর্ট পোস্ট করে দেখাবেন।
X-promotion
দারুন তো। আপনি তো দেখছি দারুন একটি দৃশ্য অঙ্কন করেছেন। আপনার অঙ্কন করা দৃশ্য দেখে আমার কিন্তু বেশ দারুন লাগছে। বেশ সুন্দর করে আপনি দৃশ্যটি আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার এই ধরনের আর্ট গুলো দেখলেই মনে হয় পোক্ত আর্টিস্ট। ফ্রি হ্যান্ড এত সুন্দর আর্ট সোজা কথা না৷ আমার একটি বইয়ের প্রচ্ছদ এরকমই কলমে আঁকা। ভীষণ ভালো লাগে। এবং আপনি যে মনেপ্রাণে আর্টিস্ট তা আপনার আঁকা দেখলেই বোঝা যায়। চমৎকার হয়েছে।
দারুন অংকন করেছেন আপু সহজ কথায় বলতে গেলে একেবারে অসাধারণ। আপনার আর্ট দেখে যে কেউ প্রশংসা করবে এটা স্বাভাবিক। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার এত সুন্দর এবং মুগ্ধ হওয়ার মতো নিখুঁত হাতের কাজ দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি আজকের এই আর্টটি করেছেন। আপনার করা আর্টের প্রশংসা তো করতেই হচ্ছে। আপনি কিন্তু খুবই চমৎকার আর্ট করেন। আজকের আর্টটিও আপনি খুব সুন্দর করে এঁকেছেন।
বাহ ছুটিতে তো দেখছি কোন জায়গায় ঘুরা বাদ দেননি। সব জায়গায় এমনি ঘুরে শেষ করে ফেলেছেন। যাই হোক ঘোরাঘুরি শেষ করে এসে কিন্তু খুব চমৎকার একটি আর্ট করে ফেলেছেন। আপনার আর্ট গুলো সবসময় সুন্দর হয়। আজকের আর্টটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য চোখ জুড়ানোর মতো। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর দৃশ্যের আর্ট শেয়ার করেন। আজকে খুবই সুন্দর করে কলমে আঁকা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি দেখে অনেক বেশি ভালো লাগলো।
এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর্টটি সম্পূর্ণ করার পর অনেক সুন্দর করে শেষে ফটোগ্রাফি করা হয়েছে। এগুলো আমার অনেক সুন্দর লেগেছে।