জন্মদিনে প্রিয় মানুষের প্রতি অভিমানী কবিতা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
প্রিয় মানুষের খারাপ ব্যবহার এবং এই দিনটাতে তার অবহেলা সবকিছু নিয়ে আজকে একটা অভিমানী কবিতা লিখব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
তবু যেন দিনটা একদমই আমার হলো না।
তুমি ভুলে গেছ, শুধু ভুলেই থেমে থাকনি,
তোমার আচরণে মনটাও ভেঙে গিয়েছে।
ভাবছিলাম, আজ তোমার একটু খেয়াল পাব,
একটু হাসি, একটু ভালোবাসা—
কিন্তু বাস্তবতা যেন মেঘের মতো ঢেকে দিল
আমার ছোট্ট আনন্দের আকাশ।
তবু জানো, অভিমান হলেও
তোমার জন্য ভালোবাসা কখনো কমে না।
তোমার একটা মিষ্টি কথা, একটা নরম ছোঁয়া
আমার এই সমস্ত দুঃখ মুছে দিতে পারে।
তুমি কি বুঝতে পারো?
তোমার ছাড়া আমার দিনগুলো ঠিক শূন্য,
তোমার প্রতি এই অভিমানটুকুও
কেবল ভালোবাসার আরেক রূপ।
আজও অপেক্ষায় আছি,
তুমি এসে একটুখানি হাসবে বলে,
আমার এই বিশেষ দিনটাকে
তোমার ভালোবাসায় পূর্ণ করে দেবে বলে।
"জীবনের পথে অভিমান হোক না যতই,
ভালোবাসা তো চিরকালই জাগরুক থাকে।"
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
ফটো ডিজাইন | ক্যানভা অ্যাপ। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপু। এরকম একটা স্পেশাল দিনে আপনি এত অভিমান নিয়ে বসে আছেন দেখে খুবই খারাপ লাগলো। আশা করি খুব শীঘ্রই সব অভিমান কাটিয়ে উঠবেন। আপনার কবিতাটা খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
প্রথমে আপু আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাই। আজকে এই দিনে আপনার জন্ম হয়েছে । আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। অভিমানী কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ যখন অবহেলা করে তখন নিজেকে একা একা মনে হয়। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকেও ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে তোমাকে তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।তোমার জন্য অনেক অনেক দোয়া রইল,তোমার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।নিজের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছো।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনার ভালোলাগাই আমার সার্থকতা।