জন্মদিনে প্রিয় মানুষের প্রতি অভিমানী কবিতা

in আমার বাংলা ব্লগyesterday (edited)

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

Modern happy birthday message card with photo red and black_20241225_104647_0000.png

আজকে আমি আপনাদের সামনে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি কবিতা লিখতে পারিনা তবে আমার বাংলা ব্লগের প্রত্যেকটা মেম্বারের কবিতার লেখা দেখে নিজে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখার ইচ্ছা হল।তাই আজকে আমি আপনাদের সামনে একটা কবিতা লেখার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মূল কথা হচ্ছে আজকে আমার জন্মদিন।জন্মদিন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিবছরে একবার করে আসে। বয়স বাড়ার সাথে সাথে এই দিনটি কে নিয়ে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা,আশা সবকিছুই কমতে থাকে। একটা সময় ছিল যখন ছোট ছিলাম তখন এই দিনটিতে সবাই আমাকে নিয়ে মেতে থাকতো। আমার কাছে যেখানেই থাকুক না কেন এই দিনটিতে আমার জন্য কেক নিয়ে আসতো। আম্মু নানা রকম রান্না করত। বাবা কেক আনতো না হয় টাকা দিতে কিছু খাওয়ার জন্য। মোট কথা সবাই এই দিনটিতে আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করত। এখন তো বড় হয়ে গেছি, সম্পর্ক গুলো কেমন ফ্যাকাস হয়ে গেছে। যাই হোক এখন আমার আশা ভরসা, আকাঙ্খা, ইচ্ছে সবগুলো কমে গেছে আগের মত আর অনেক এক্সপেক্টেশন রাখিনা। তারপরেও এই দিনটাতে সবাই একটু মনে রাখবে। সবাই মানে সবথেকে কাছের মানুষজন।কাছের মানুষ যদি ভুলে যায় এবং স্পেশাল ফিল না করার তাহলে মন থেকে একটা দুঃখ থেকে যায় এবং নিজেকে খুব একা মনে হয়। তারপরে এই দিনে যদি একনাগারে তার কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়া যায় হলে তাহলে তো কোন কথাই নেই ।
প্রিয় মানুষের খারাপ ব্যবহার এবং এই দিনটাতে তার অবহেলা সবকিছু নিয়ে আজকে একটা অভিমানী কবিতা লিখব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমার জন্মদিন।
তবু যেন দিনটা একদমই আমার হলো না।
তুমি ভুলে গেছ, শুধু ভুলেই থেমে থাকনি,
তোমার আচরণে মনটাও ভেঙে গিয়েছে।

ভাবছিলাম, আজ তোমার একটু খেয়াল পাব,
একটু হাসি, একটু ভালোবাসা—
কিন্তু বাস্তবতা যেন মেঘের মতো ঢেকে দিল
আমার ছোট্ট আনন্দের আকাশ।

তবু জানো, অভিমান হলেও
তোমার জন্য ভালোবাসা কখনো কমে না।
তোমার একটা মিষ্টি কথা, একটা নরম ছোঁয়া
আমার এই সমস্ত দুঃখ মুছে দিতে পারে।

তুমি কি বুঝতে পারো?
তোমার ছাড়া আমার দিনগুলো ঠিক শূন্য,
তোমার প্রতি এই অভিমানটুকুও
কেবল ভালোবাসার আরেক রূপ।

আজও অপেক্ষায় আছি,
তুমি এসে একটুখানি হাসবে বলে,
আমার এই বিশেষ দিনটাকে
তোমার ভালোবাসায় পূর্ণ করে দেবে বলে।

"জীবনের পথে অভিমান হোক না যতই,
ভালোবাসা তো চিরকালই জাগরুক থাকে।"

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
ফটো ডিজাইনক্যানভা অ্যাপ।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 
 yesterday 

IMG_20241225_121327.jpg

 yesterday 

প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপু। এরকম একটা স্পেশাল দিনে আপনি এত অভিমান নিয়ে বসে আছেন দেখে খুবই খারাপ লাগলো। আশা করি খুব শীঘ্রই সব অভিমান কাটিয়ে উঠবেন। আপনার কবিতাটা খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 yesterday 

ধন্যবাদ আপু।

 yesterday 

প্রথমে আপু আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাই। আজকে এই দিনে আপনার জন্ম হয়েছে । আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। অভিমানী কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ যখন অবহেলা করে তখন নিজেকে একা একা মনে হয়। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 yesterday 

আপনাকেও ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 yesterday 

প্রথমে তোমাকে তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।তোমার জন্য অনেক অনেক দোয়া রইল,তোমার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।নিজের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছো।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 yesterday 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনার ভালোলাগাই আমার সার্থকতা।