আপু সত্যি ঠিক বলেছেন। সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং মেলার মধ্যে আমাদের পরীক্ষা লেগে থাকে। অনেক আগে থেকে আমরা যে মেলা বা অনুষ্ঠানের জন্য প্ল্যান করে থাকি অনুষ্ঠান আসার আগেই দেখব একটা না একটা ঝামেলা চলে আসে তার কারণে আমরা অনুষ্ঠানটা বা মেলায় ঠিকমতো মজা করতে পারি না। মেলার খাবারগুলো দেখে খুব খেতে ইচ্ছা করছে।