অবহেলায় বেড়ে ওঠা স্বপ্নগুলো

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অবহেলায় বেড়ে ওঠা স্বপ্ন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cloud-3719093_1280.webp



লিংক


এই পৃথিবীতে সবাই ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। কেউ জন্ম গ্রহন করে রাস্তার সেই ভাঙ্গা ঘরের ভিতর আবার কেউ জন্মগ্রহণ করে রাজপ্রাসাদের ভিতর। আসলে রাজপ্রাসাদের ভেতর যারা জন্মগ্রহণ করে তাদের জীবনের সব স্বপ্নগুলো সব সময় পূরণ হয়ে যায়। কেননা এই পৃথিবীতে তাদের জন্য কোন কিছু কখনোই অপূরণ থাকে না। কিন্তু যারা রাস্তার পাশে অর্থাৎ গরিব পরিবারে জন্মগ্রহণ করে তাদের জন্য এই পৃথিবীতে বড়ই কঠিন। আসলে তাদের সব স্বপ্নগুলো পূরণ করার মত ক্ষমতা তাদের কখনোই থাকে না। আসলে তাদের এই স্বপ্নগুলো সব সময় অবহেলার মধ্য দিয়ে কেটে যায়। কেউ তাদেরকে একটুও পছন্দ করে না। আসলে পছন্দ তো দূরের কথা তাদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখ কথা বলার মত কেউ থাকেনা। আর তাদের জীবনে বড় হতে গেলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়।


যদিও তারা কঠোর পরিশ্রম করে কিন্তু তাদের সেই কঠোর পরিশ্রমের মূল্য কেউ কখনো দিতে চেষ্টা করে না। কেননা তাদেরকে এই পৃথিবীতে সবাই মূল্যহীন মনে করে। কিন্তু তাদের স্বপ্নগুলো তারা সবসময় বাঁচিয়ে রাখার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করতে থাকে। আসলে তারাও জানে যে তাদের স্বপ্নগুলোকে কেউ কখনো মূল্যায়ন করবে না। তাই তাদের নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্ব তাদের নিজেদেরই। আর এই জন্য তারা কারো কথায় আর কোন কিছু কখনোই মনে করে না। তারা মনে করে যে তারা যদি জীবনে কঠোর পরিশ্রম না করে তাহলে কেউ তাদেরকে এসে সাহায্য করবে না এবং তাদের স্বপ্নগুলো পূরণ করে দেবে না। একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করে দেখেছেন যে যারা ধনী পরিবারের জন্মগ্রহণ করে তারা কিন্তু এই জীবনে তাদের সকল ধরনের শখ আহ্লাদ পূরণ করে নেয়।


কিন্তু গরিবদের জীবনে এইসব ধনী লোকেদের শখ আহ্লাদ গুলো শুধুমাত্র তাদের জীবনের স্বপ্নই থেকে যায়। যদিও এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় তাদের নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করে। আসলে তারা জানে যে তারা যদি এই জীবনে প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে কেউ তাদেরকে কখনো মানুষ বলে মূল্যায়ন করবে না। আসলে এই কথাটি সম্পূর্ণ সঠিক যে আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনাকে কেউ কখনো মূল্যায়ন করবে না এবং আপনাকে কেউ কখনো ভালোবাসবে না। এই পৃথিবীতে তেলা মাথায় তেল দিতে কিন্তু সবাই পারে। আর এজন্য পৃথিবীটা এসব গরিব লোকেদের জন্য অনেক বেশি কঠিন। কিন্তু এই কঠিন বাঁধা-বিপত্তি গুলোকে কাটিয়ে যদি তারা বড় হতে পারে তাহলে তাদেরকেও সবাই সম্মান করবে।


সমাজের কিছু শ্রেণির লোক রয়েছে যারা সব সময় এই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করে। আসলে এইসব মানুষদের যদি একজন পথ দেখানোর লোক থাকে তাহলে এসব মানুষেরা খুব সহজে জীবনে উন্নতি লাভ করতে পারে। কারণ ধনী পরিবারের সন্তানের মত তারা কখনো অলসভাবে জীবন যাপন করে না। তারা যেভাবে কঠোর পরিশ্রম করতে পারে সেই ভাবে কিন্তু ধনী পরিবারের সন্তান গুলো কখনোই কঠোর পরিশ্রম করতে পারে না। তাইতো এসব গরিব লোকেদের দিশা দেখানোর জন্য যদি কেউ এসে এইসব গরিব লোকেদের পাশে দাঁড়ায় তাহলে এইসব গরিব লোকেদের অবহেলায় বেড়ে ওঠা স্বপ্নগুলো একদিন না একদিন পূরণ হবেই। এজন্য আমাদের সব সময় গরীব মানুষদের সম্মান করতে হবে এবং তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 days ago 

সমাজের এই অসম বন্টন কোনদিনই আমার পছন্দ ছিল না। এই সমাজে কেউ সব কিছু পায় আর কেউ কিছুই পায় না। সারা জীবন শুধু লড়াই করে বেঁচে থাকে। তাদের স্বপ্নগুলো অকালেই ঝরে যায়। সমাজের একটি ক্ষতচিহ্নকে আপনি পোষ্টের মাধ্যমে তুলে আনলেন।