অপচয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অপচয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


water-4887647_1280.jpg



লিংক

আমাদের এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনের প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু একটা সীমিত হিসেবে আমাদের জন্য বাজেয়াপ্ত করে রাখেন। আর আমরা যদি আমাদের জীবনের সেই জিনিসগুলো অপচয় করে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে সে জিনিসগুলো আর কখনোই পাবো না। আর এর ফলে কিন্তু আমরা অনেক বেশি কষ্টে দিন কাটাবো পরবর্তীতে। আসলে এই পৃথিবীতে যেসব মানুষেরা যত বেশি অপচয় করে তারা তত বেশি কষ্টের দিন যাপন করে। আসলে শুধুমাত্র ভালো কাজ করলে কিন্তু কখনোই হবে না। ভালো কাজের পাশাপাশি আমাদের সব সময় অপচয়কে রোধ করতে হবে। একজন অপচয়কারী ব্যক্তি কখনো কিন্তু একজন ভালো মানুষ হতে পারে না। তাইতো অপচয়ের ক্ষতি সম্পর্কে আমাদের সবাইকে ধারণা রাখতে হবে।

এছাড়া আমরা দেখতে পারি যে আমাদের সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জিনিস অপচয় করে। আসলে যে জিনিসটা যে মানুষ অপচয় করছে সেই জিনিসটা যদি অন্য কোন মানুষের জীবনে চলে আসত তাহলে তারা অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারতো। আসলে সবার জীবনে কিন্তু সবাই সবকিছু সঠিকভাবে সংগ্রহ করতে পারে না। কোন মানুষের জীবনে যে জিনিসটার প্রয়োজন কম সে জিনিসটা বেশি থাকে এবং যাদের জীবনে যে জিনিসটার প্রয়োজন বেশি থাকে সেই জিনিসটা তাদের জীবনে কম থাকে। আর আমরা যদি আমাদের কাছে যে জিনিসটা বেশি থাকে সেই জিনিসটা দিয়ে অন্যের সাহায্য করতে পারি তাহলে সেটিকে কিন্তু কখনোই অপচয় বলে মনে হবে না। কেননা প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে যদি আমরা অন্যের সাহায্য করতে পারি এতে অপচয় হবে না বরং এতে অন্যের উন্নতি হবে।

আসলে এই পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু অপচয় করে। আমরা তো মাঝে মাঝে দেখি যে রাস্তার পাশে জলে ট্যাপ গুলো সব সময় খোলা অবস্থায় থাকে এবং এতে করে প্রচুর পরিমাণ জলের অপচয় হয়। এছাড়াও কোন কোন বড় ধরনের অনুষ্ঠান বাড়িতে আমরা দেখতে পাই যে সেখানে বহু লোকেরা খাবার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের কাজে প্রচুর পরিমাণ টাকার অপচয় করা হয়েছে। আসলে এই সব মানুষেরা তাদের সামান্য একটু সময়ের জন্য তারা যে পরিমাণ টাকা-পয়সা খরচ করে তা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। আর এসব অনুষ্ঠান না করে যদি মানুষ সব সময় মানুষের পাশে এসে দাঁড়াতো তাহলে এতে করে কিন্তু কিছু কিছু মানুষের উপকার হতো এবং তারা আপনাকে সবসময় মনে রাখত।

আর এজন্য আমরা সবসময় চেষ্টা করব যে যাতে করে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসগুলো অপচয় না করে অন্যের মাঝে দান করা। এছাড়াও আমরা কখনো কিন্তু খাদ্যের অপচয় করবো না। আসলে এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা সব সময় খাদ্যের অপচয় করে। আসলে খাদ্যের অপচয় কারী লোক কখনো ভালো হতে পারে না। তাইতো যেসব মানুষ এই পৃথিবীতে খুব কষ্ট করে বড় হয়েছে, তারা কিন্তু প্রতিটা জিনিসের মূল্য বোঝে এবং তারা কিন্তু কখনো তাদের জীবনে অতিরিক্ত জিনিসগুলো অপচয় করে না। এছাড়াও আমরা কিন্তু আমাদের প্রয়োজন ছাড়া কোন জিনিস অতিরিক্ত উপার্জন করে অন্যের কাছ থেকে সেই জিনিসটা কেড়ে নিই তাহলে এতে করে যেমন আমরা জীবনের সুখ শান্তি ভোগ করতে পারবো না তেমনি অন্যরাও আমাদের জন্য অনেক বেশি কষ্ট পাবে। তাইতো অপচয়কে আমাদের সব সময় না বলতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 hours ago 

এই কথাটা আমিও বিশ্বাস করি একজন মানুষ যতটা অপচয় করে শেষ পর্যায়ে এসে তার জীবন ততটা কষ্টে যায় এমনকি বাস্তবেও আমি এমন অনেক উদাহরণ দেখেছি। গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 1 hour ago 

অনেক চমৎকার একটি জেনারেল রাইটিং পোস্ট লিখেছেন পড়ে খুব ভালো লাগলো। অপচয় জিনিসটা খুবই খারাপ এই কারণে অপচয় করা ঠিক নয়। সবার উচিত অপচয় না করে দান করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।