সিস্টেমের ধামাচাপা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে এমন একটা ব্যাপার নিয়ে লিখতে এসেছি যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশ কিংবা উন্নতি চেষ্টা করছে এমন দেশগুলোতে অনেক বেশি ঘটতে দেখেছি। জানিনা খুব উন্নত দেশগুলোতেও এমনটা হয় কিনা। আমি আমার নিজের দেশ সম্পর্কেই বলতে চাই। যেহেতু এই ব্যাপারগুলো চোখের সামনে খুব তরতাজা দেখতে পাচ্ছি, তাই তা নিয়েই কথা বলাটাই শ্রেয়।

একটা ব্যাপার যেটা লক্ষ্য করেছি। সেটা হচ্ছে, সব সময় সিস্টেমকে করাপশনকে ধামাচাপা দেওয়ার জন্য কোনো একটা হট টপিক সবসময় আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ ব্যাপারটা যদি আমি আরেকটু বুঝিয়ে বলি। ব্যাপারটা হলো, ধরুন কোনো অনেক বড় একটা সিস্টেমে অনেক বড় একটা গন্ডগোল চলছে কিংবা সে গন্ডগোল সম্পর্কে চারপাশের গুটিকয়েক মানুষ জেনে গেলো। এর পরবর্তীতে ওই সিস্টেমের বড় মাথাদের কাজ কি হয় জানেন? অন্তত আমি যেটা দেখেছি। সেটা হচ্ছে, তারা অন্য একটা সেক্টরে খুব ভালো রকমের গন্ডগোল লাগিয়ে দেয়।

এভাবেই তারা তাদের সিস্টেমকে আলোচনার কাছ থেকে বাঁচিয়ে নেয় এবং মানুষের আলোচনা কেন্দ্র বিন্দু হয়ে পরে ওই ছোটখাটো বা কোন বড় বিষয়টি। অর্থাৎ এভাবেই সিস্টেমের করাপশন গুলোকে ধামাচাপা দিতেই আমি সব সময় দেখেছি। আর মানুষ ও অবুঝ বালকের মতো ওইসব খেলার অংশ হয়ে যায়। অর্থাৎ বোকা বনে যায়।

একটা ব্যাপার আসলে ভুলে গেলে চলবে না যে, মানুষ আমাদের যা দেখাতে চাইছে আমাদের যে তাই দেখতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আর নিজের বিবেকের কি দরকার? কিন্তু বর্তমানে আমাদের যেটা সবচেয়ে বেশি অভাব তা হলো নিজের বিবেক। কারণ খারাপ মানুষেরা আমাদের সব সময় ভুল পথ দেখাতে চাইবে। কিন্তু তাই বলে আমার আপনার যে ভুল পথটাই বেছে নিতে হবে তেমন তো কোনো কথা নেই। ঠিক তেমনটাই শয়তান যেমন আমাদের সবসময় পথভ্রষ্ট করতে চায়, ঠিক তেমনটাই। এটা আমাদের দোষ যে আমরা সব সময় পথভ্রষ্ট হয়ে যাই। অর্থাৎ শয়তান তাদের কাজ করে দিয়েই চলে যায়। কিন্তু আমরা সেই কাজটিকে জীবিত করে রাখি। এটার দায় সম্পূর্ণ আমাদের।