স্বরচিত অনুভূতিমূলক কবিতা || মান অভিমানের ভালোবাসা
আজ - বুধবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার লেখা কবিতা আবৃত্তি করতে ভালো লাগবে।
কবিতা
নাম:
মান অভিমানের ভালোবাসাএকদিন স্বপ্ন হয়ে যায়।
চিরজীবনের মত পর হয়ে
কেমনে চোখের আড়ালে রয়।
বুঝতে পারি নাহ এই দুনিয়ার
নিষ্ঠুর অভিমান।
আজকে যে অগাধ ভালবাসে
কালকে দেখায় পিছুটান।
এমন একটা সময় জীবনে আসে
অচেনা মানুষ অনেক ভালোবাসে।
সেই ভালবাসার মাঝে খুজিনা কোন কারণ
ভুল ত্রুটি থাকলেও যেন দোষ ধরতে বারণ।
জীবন চলার পথে আসতে পারে
মান অভিমান।
ভুল বুঝে দূরে গেলে
বিচ্ছেদ আনে মিথ্যা সমাধান।
জীবিত থেকেও দুজনার
দুটিকে কেন টান
যে একদিন পাশে পাওয়ার জন্য
বলতো আমার জান।
সেও যেন পর মানুষ হয়ে
রেখে গাছে বিরহের গান।
কিছু স্মৃতি হয়ে গেছে ইতি
জীবন চলার পথে নিয়েছে বিরতি।
তবুও চলতি পথে স্মরণ হয় তা
ইচ্ছে করেও মন থেকে ভোলা যায় না।
ফুরিয়ে যায় আশা ভেঙ্গে যায় মন
ভাঙতে চাইনা যেন মান অভিমানের কারণ।
এভাবেই চলছে দিন মান-অভিমান নিয়ে
কারে তুমি বাসলে ভালো! আর কারে করবে বিয়ে?
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
ভালোবাসার মানুষেরা সবসময় আপন থাকে না। আজকে যার জন্য মনের মধ্যে অসীম ভালোবাসা,কালকে তার কিছু ব্যবহার আপনাকে দূরে সরিয়ে দেবে। জীবনের এই চলার পথে অনেক মানুষ জীবনে এসে যায় ভালোবাসা নিয়ে। তখন তার ভুল ত্রুটি গুলো আমার কখনো খারাপ দৃষ্টিতে দেখতে চাই না কারণ সে ভালোবাসার মানুষ। তবে এমন একটা সময় আসে যখন সে স্মৃতি হয়ে চলে যায় দূরে তখন বারবার মনে পড়ে তার দেওয়া বেদনা অথবা আঘাত। ঠিক তেমনি অনেক মানুষ ভালোবেসে মনের মানুষকে পাই না। কোন এক কারণে-অকারণে মান অভিমানে অনেক দূরে চলে যায়। শুধু রেখে যায় স্মৃতি আর হতাশা। ঠিক সেই অনুভূতিতে গড়া আজকের লেখা কবিতা। যেখানে বাস্তব অভিজ্ঞতা থেকে লেখার প্রচেষ্টা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা তো রাগ অভিমান দিয়েই সুন্দর এবং গোছালো হয়। তবে এর মাঝে কিছু কিছু স্মৃতি আছে যেটা কখনোই ভুলা যায় না। আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
X-promotion
18-12-24
আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া স্বপ্নের মানুষ এগুলো এক জায়গায় হলে সত্যি অনেক ভালো লাগে। আপনি বেশ সুন্দর একটা কবিতা লিখেছেন। দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। ভালোবাসার মাঝে রাগ অভিমান থাকবে এটাই স্বাভাবিক। তবে রাগ অভিমানের মধ্য দিয়েই ভালোবাসার সুন্দর। অসাধারণ কবিতা লিখেছেন ভাই।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।