স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || প্রশ্ন থেকে যায় মনে
আজ - বুধবার
কবিতা
একবার এসে বলে দাও ওগো প্রিয়তমা।
ভুল কি শুধু আমারই ছিল তোমার ছিল না?
হয়তো এ প্রশ্নের কোনো উত্তর দেবেনা।
হৃদয় খাতা খুলে দেখলাম আমি,
আমার জীবনে ছিলে তুমি সবচেয়ে দামি।
স্মৃতির পাতায় শুধু তোমারি নাম
যে নাম কখনো মুছিবার নয়।
তোমার দেওয়া ভালোবাসা ফুল হয়ে ফোটে
দিনশেষে বিরহে ধুলোয় গিয়ে লোটে।
অচিরেই নিভে গেল প্রেমের প্রদীপ
মন গগনে উঠলো না আর রক্তিম সূর্যটা
মনে দোলা দেয়না আর শেই ফাগুনের হিমেল হাওয়া।
বাতায়নে জংলার পরে আর হয়না তোমার আমার দেখা।
কত না মধুর খন ছিল সেই তখন।
বাড়ি থেকে লুকিয়ে আসতে দেখা করতে।
কেউ যেন টের না পায় সেই আশায় ব্যাকুলতাই মন
ছুটে আসতে বার বার হয়ে চির আপন।
রেখে মনে কতই না ভালোবাসতে।
স্বপ্নগুলো পাড়ি জমাত খুঁজে নিজের বাসা।
ভীরু ভীরু মৌনতা নিয়ে আসতে ছুটে তুমি
তোমার বাঁকা নয়নে চাউনি দেখে পাগল হতাম আমি।
কতই না মধুর খন ছিল তখন
মিষ্টি কথায় ছিল মধুর আলাপন।
আসতে ছুটে নুপুর পায়ে, বাসতে ভালো আমায়।
মনে তোমার ইচ্ছে ছিল কবে হব জামাই।
মনের ব্যাকুলতায় ছুটে আসতে প্রতি ক্ষণে।
হয়তো তা জানতো দুই চার জনে।
তবুও ভালবাসতে মনে সাহস দেখে
স্বপ্ন মাখা হাসি দিতে আমায় একটু দেখে।
ফিরে কি পাবো সেই হারিয়ে যাওয়া অনুভূতি
কেনোই বা বেসেছিলে ভালো, দিয়ের প্রতিশ্রুতি?
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসার বিরহ নিয়ে 'প্রশ্ন থেকে যায় মনে' নামের চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। বর্তমান সময়ের প্রেম কাহিনী যেন আপনার কবিতার প্রত্যেকটা লাইনে ফুটে উঠেছে। বর্তমান সময়ের প্রেম ঠিক যেন বাতাসার মত। কোন গ্যারান্টি নেই। যে এই পথে এসে হেরে গেছে সেই জানে এটার বেদনা। যাই হোক প্রেম কাহিনী নিয়ে দারুণ অনুভূতিময় একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ।
এই লাইনটা পড়ে বেশ মজা পেলাম।
প্রেমিকা ছেড়ে চলে গেলে এমনই কবিতা আসে বোধহয়৷ ব্যর্থ হৃদয়ের আকুলতা, কষ্ট শব্দে জায়গা করে নিয়েছে৷
আশা করি আনন্দ পেয়েছেন।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের অনুভূতি গুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ভালো লাগলো আপনার কবিতার ভাষাগুলো।
তার ভাষাগুলো ভালো লেগেছে যেনে খুশি হলাম।
ভাইয়া অনুভূতি দিয়ে লেখা আপনার কবিতাটা অসাধারণ হয়েছে। আসলে কিছু কিছু কবিতা আছে পড়লে মনে হয় বাস্তবিক।প্রশ্ন থেকে যায় মনে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখলে পড়তে অনেক ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।