স্বরচিত অনুভূতিমূলক কবিতা || মনে পড়ে যায়

in আমার বাংলা ব্লগ23 hours ago




আসসালামু আলাইকুম


IMG_20241116_173146_974.jpg

Selfie device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।

কবিতা

নাম:
মনে পড়ে যায়

রচয়িতা:


আমি আজও কাঁদি

যখনই তোমায় মনে করি।

মনে করতে চায় না
মনে করিয়ে দেওয়া হয়।

মনে হয় তোমার স্মৃতিগুলো
যা হয়েছে পথের ধুলো।

মনে পড়ে যায় সেই দিনগুলো
একসাথে হাতে হাত ধরে চলার অনুভূতি।

নিজেকে সান্ত্বনা দেই
মনে আনতে চায় না দ্বিতীয়বার।

তবুও তোমাকে নিয়ে আসে
তোমারি প্রতিনিধিত্ব একজন।

যার তরে শুপেছি আমার ছোট্ট মন
তুমি তো আপন হলে না, সেই আপন।

ক্ষণিকের ভালোলাগা ভালোবাসা এনে
দুরবিসহ যন্ত্রণা রেখে গেছো জীবনে।

যখন আমি একা থাকি
আমার জীবন নিয়ে ভাবি।

নিজের প্রতি ভালোবাসা নেই
নেই কোন চাওয়া পাওয়ার দাবি।

নিষ্পাপ মন নিয়ে বেড়ে উঠেছিলাম যখন
কত মধুর স্বপ্ন দেখতাম তখন।

এসেছিলে জীবনের স্বপ্ন করতে পূরণ
আমিও ভেবেছিলাম পেয়েছি আপনজন।

তুমি যেন সব ধুলিস্যাৎ করে গেছো
ভেঙে দিয়ে হৃদয় মন্দির।

তাইতো আজ আমার এমন পরিণতি
ভালোলাগার সবকিছু হয়ে গেছে ক্ষতি।

নিজের মনটাকে রেখেছি বন্দি কারাগারে
বের হয়েও যেন বের হতে পারে না।

মন পাখি যখন মুক্ত আকাশে পাখা মেলে
অপ্রত্যাশিত টেনশন যেন আবারও খাঁচায় পোরে।

আর এভাবেই যেন যাচ্ছে আমার দিন
কবে হয়তো শুনবে আমি হয়ে গেছি বিলীন।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

অশ্রু দিয়ে লেখা অনুভূতিগুলো কখনোই মিথ্যে হয় না। তবে মিথ্যে কিছু মানুষ এই অনুভূতির মোড় ঘুরিয়ে দেয়। পবিত্র মন-মানসিকতা যখন বিফলে যায়, তখন আর ভালোলাগার কিছু থাকে না। তবুও মানুষ বেঁচে থাকে নতুন করে ঘর বাদে স্বপ্ন দেখে। কিন্তু সে ঘরে যদি লক্ষ্যের আবির্ভাব না হয়ে অলক্ষী ভর করে। তাহলে জীবনটাই বৃথা। মানুষ বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে। আবার স্বপ্ন দেখেই বেঁচে থাকে। সেখানে কোন আপনজন যদি সহায়তা নিয়ে আসে তাহলে আরো এক ধাপ এগিয়ে যাওয়া যায়। কিন্তু মনের মধ্যে যদি থাকে ধ্বংসের চিন্তাধারা,সেটা বুঝবার নয়। ধ্বংস হয়ে অবশিষ্ট যা রয়েছে সেখানেও নতুন স্বপ্ন। কিন্তু নতুন স্বপ্নের অধিকারী যদি স্বপ্ন ভঙ্গ করে দেয় তাহলে বেঁচে থেকেই বা লাভ কি। আর এভাবেই যেন শত শত জীবন আজ ক্ষতিগ্রস্তর পথে। হয়ে যায় নিঃশেষ আপনি মিশে। পাশের মানুষগুলো যেন বেঁচে থাকার আশাগুলো ধ্বংস করে দেয়। তারা মূর্খ। আপন হয়েও যারা আপনাদের হৃদয়ের কান্না বোঝেনা। তারা হিংস্র। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যেন ধ্বংস করতে চাই। আর এভাবেই যেন মানুষের স্বপ্নময় অনুভূতি অতিক্রম করে অপ্রত্যাশিত জীবন।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 4 hours ago 

মাঝে মাঝে কিছু স্মৃতি মনের অজান্তেই মনে পড়ে যায়। আর সেই স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসা সত্যি অনেক কঠিন হয়ে যায়। আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 16 minutes ago 

সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।মনে পড়ে যায় কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে কিছু কিছু স্মৃতি আছে মনে পড়লে ভীষণ খারাপ লাগে। আর ভালোবাসা যখন কষ্ট দেয় তখন জীবনটা একদম বৃথা হয়ে যায়। যাই হোক বাস্তবিক ভালবাসা নিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।