ব্ল্যাক তাজমহল

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ black tajmahal নিয়ে লিখতে চলেছি।আশা রাখছি ভালো লাগবে।


17316142057408362390348209118263.jpg

Image created by OpenAI

"ব্ল্যাক তাজমহল" নিয়ে প্রচলিত গল্প ও বিতর্ক ঐতিহাসিক এবং রোমান্টিক ব্যাখ্যায় ভরা।যদিও এটি নিয়ে স্পষ্ট প্রমাণ নেই কিছু গবেষণা এবং কিংবদন্তি অনুযায়ী বলা হয়ে থাকে।

কিংবদন্তি ও তত্ত্ব:

একটি প্রতিসম সৌন্দর্যের ধারণা:
শাহজাহান নাকি তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে সাদা মার্বেলের তাজমহল নির্মাণ করেছিলেন।কিংবদন্তি অনুযায়ী তিনি নিজেকে মমতাজের সঙ্গে প্রতিসম স্মৃতিস্তম্ভের রূপে উপস্থাপন করতে চেয়েছিলেন।তাই তিনি তার জন্য কালো মার্বেলে "ব্ল্যাক তাজমহল" নির্মাণ করতে চেয়েছিলেন।

একটি তত্ত্ব বলে, ব্ল্যাক তাজমহল যমুনা নদীর অপর প্রান্তে নির্মাণ করা হবে এবং সাদা তাজমহলের প্রতিফলন হিসাবে কাজ করবে এই পরিকল্পনা একটি বিশাল শিল্পকর্মের ধারণা তুলে ধরে যেখানে দুইটি তাজমহল মিলিতভাবে একটি পূর্ণ চিত্র তৈরি করবে।এটি ধারণা করা হয় যে শাহজাহান তার নিজের কবরের জন্য একটি পৃথক স্মৃতিস্তম্ভ চেয়েছিলেন যা মমতাজের তাজমহলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিসম হবে।

অনেক ঐতিহাসিক গবেষণা অনুসারে ব্ল্যাক তাজমহল একটি কিংবদন্তি হতে পারে।সঠিক প্রমাণ নেই যে এটি নির্মাণের পরিকল্পনা বাস্তবিকভাবে ছিল।তাজমহলের দক্ষিণ দিকে যমুনার তীরে কালো পাথরের অবশিষ্টাংশ পাওয়া গেছে যা থেকে ধারণা করা হয় যে শাহজাহান হয়তো এমন কিছু পরিকল্পনা করেছিলেন।

শাহজাহানের সাম্রাজ্যের শেষের দিকে তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেছিলেন।তাই ব্ল্যাক তাজমহল নির্মাণের স্বপ্ন যদি থেকেও থাকে তা বাস্তবায়িত হয়নি।অনেক ঐতিহাসিকের মতে, "ব্ল্যাক তাজমহল" মূলত একটি কল্পনা যা পরে শিল্প ও সাহিত্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

"ব্ল্যাক তাজমহল" ইতিহাসের একটি রোমান্টিক কিংবদন্তি যার পেছনে প্রেম এবং শিল্পের গভীর ধারণা জড়িত।তবে এটি কতটা বাস্তব এবং কতটা কল্পনা তা নিয়ে বিতর্ক রয়েছে।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  
 last month 

আগ্রা বেড়াতে গিয়ে গাইড এর কাছে শুনেছিলাম এই কালো তাজমহল বানাতে গিয়ে খরচার যা বহর শাহজাহান দেখিয়েছিলেন ঔরঙ্গজেব বাধ্য হয়েই বাবা কি কারাবন্দী করেন নইলে আরেকটা তাজমহল বানাতে গিয়ে কোষাগার পরে খালি করে ফেলতেন। শাহজাহান স্থাপত্য বানাতে খুব ভালোবাসতেন। তবে কারো তাজমহলে বলি বা সাদা মার্বেলের তাজমহল যেটা তা নিয়ে বিতর্কের কোন শেষ নেই। অনেকেই অনেক কিছু বলেন।

 last month 

ব্ল্যাক তাজমহল নিয়ে বিতর্কের শেষ নেই। তবে শুনেছি যে শাহজাহান ব্ল্যাক তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিল,কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো বৌদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ব্ল্যাক তাজমহলের কথা এই প্রথম শুনলাম দিদিভাই , সত্যিই এই ব্যাপারে বিন্দুমাত্র কোন ধারণা ছিল না। দারুণ উপভোগ করলাম লেখাটি।

 last month 

তাজমহল নিজেই একটা প্রেমের উপাখ‍্যান হয়ে দাঁড়িয়ে আছে। তবে ব্ল‍্যাক তাজমহল এটার ব‍্যাপারে এই প্রথম জানলাম। এর আগে শুনিনি খুব একটা। ব‍্যাপার গুলো বেশ কৌতূহলের। তবে সম্রাট শাহজাহান শেষ পযর্ন্ত আর ঐটা করতে পারেননি।।

 last month 

তাজমহল সম্পর্কে একটু হলেও আমরা জানি কিন্তু ব্ল্যাক তাজমহল সম্পর্কে জানা ছিল না আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।দিদি আপনার পোষ্ট না পড়লে অনেক কিছুই অজানা থাকতো। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ব্ল্যাক তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম দিদি আপনার পোস্ট থেকে। সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন হিসেবে তাজমহল তৈরি করেছিলেন। ধন্যবাদ তথ্যবহুল একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমি মোটামুটি কিছু ইতিহাস পড়েছি, তবে ব্ল্যাক তাজমহলের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। আপনার কাছে কিছু তথ্য পেয়ে জানতে পারলাম। ধন্যবাদ দিদি।