DIY-এসো নিজে করি: বাচ্চাদের উদ্দেশ্যে কিছু চিত্র অংকন//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বাচ্চাদের জন্যই উদ্দেশ্য করে কিছু চিত্র অঙ্কন করে দেখালাম।
বাচ্চারা আঁকতে খুবই পছন্দ করে কিন্তু সেই আঁকা যদি একটু মজার ছলে আঁকানো যায় ।তাহলে তাদের আঁকার প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে । আজ বাচ্চাদের জন্যই উদ্দেশ্য করে আমার কিছু কিছু চিত্র অংকন ।আশা করি সকলের ভালো লাগবে ।
উপকরণ
• খাতা
• পেন্সিল
• স্কিন রং
• কালো স্কেচ পেন
• হলুদ রং
• লাল রং
• কমলা রং
•পিঙ্ক রং
• আকাশী রং
• মার্কার পেন
প্রথম ধাপ
• প্রথমে একটি খাতা ,পেন্সিল ,রাবার, লাল রং ,হলুদ রং , আকাশী রং, স্কিন রং, পিঙ্ক রং ,কালো স্কেচ পেন ,কমলা রং,মার্কার পেন নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
তৃতীয় ধাপ
চতুর্থ ধাপ
পঞ্চম ধাপ
• এরপর পুরো চিত্রটি রং করে নিলাম নিজের মতন করে।
ষষ্ঠ ধাপ
• এরপর দ্বিতীয় চিত্রটি অঙ্কন শুরু করলাম।
সপ্তম ধাপ
অষ্টম ধাপ
• এরপর তৃতীয় চিত্রটি অঙ্কন শুরু করলাম।
নবম ধাপ
• এইভাবে কাপের মধ্যে থাকা একটা বিড়াল ছানার চিত্র অঙ্কন করে নিলাম।
বাচ্চাদের উদ্দেশ্য খুবই সুন্দর কিছু জিনিস এর চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকন গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা বুঝতে সুবিধা হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবগুলো চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে আপু। এবং সবগুলো ড্রয়িং অনেক কিউট লাগছে। বিশেষ করে কাপের ভিতর বিড়ালের ড্রয়িং আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
আপনার তৈরি করা বাচ্চাদের কিছু চিত্র দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
আসলেই আপু খুব সুন্দর তাৎপর্যময় বাচ্চাদের জন্য কিছু ড্রইং ছিল। এগুলো বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করবে। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিছু ড্রইং আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করি
বেশ সুন্দর করে চিএগুলো এঁকেছেন তো।তবে আমার কাছে বেশি ভালো লেগেছে একেবারে উপরের টা।আহা কি মজার ফ্রেন্স ফ্রাই। মনে হচ্ছে খেয়ে ফেলি।আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। আপু ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
আপু বাচ্চাদের উদ্দেশ্যে চিত্রাংকন দেখতে খুবই সুন্দর হয়েছে। এমনিতেই আমি আপনার প্রতিটি আর্ট অনেক পছন্দ করি। আপনার সবগুলো আর্ট দেখতে অসাধারণ হয়। আপনার আর্ট গুলো আমার কাছে খুব ইউনিক লাগে। আজকে আরও বেশি সুন্দর হয়েছে বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করা চিত্রাঙ্গন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেকগুলো রং পেন্সিল ব্যবহার করে বাচ্চাদের উদ্দেশ্যে আপনি কিছু চিত্রাংকন করেছেন দেখে আমার খুব ভালো লাগলো। আমরা প্রত্যেকটা চিত্রাঙ্কনে কার্টুন ছবির দৃশ্য ধারণ করা হয়েছে যেকারণে দেখতে ভালো লাগছে। আপনার চিত্রাঙ্কনের প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
বাচ্চাদের উদ্দেশ্যে কিছু চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে এই ধরনের কার্টুন বাচ্চারা দেখলে খুবই খুশি হয়। আমার কাছে ভালো লাগলো আপনার অঙ্কিত চিত্র ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জাস্ট অসাধারণ বাচ্চাদের উদ্দেশ্যে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার এই অংকন গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আপনার এই অংকন গুলোর মধ্যে বিড়ালের অংকন টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপু আপনার আর্টগুলো খুবই চমৎকার হয়েছে। বাচ্চাদের এভাবে সহজ পদ্ধতিতে আর্ট শেখালে তারা খুব সহজে শিখতে পারবে। আপনি খুব সহজে আর্টগুলো করেছেন । তা আপনার আর্ট করা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিউট কিছু আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।