ভালবাসা আর মায়ার ভরা যে সম্পর্ক:বন্ধুত্ব

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।


বন্ধুদের সাথে মাঝে মধ্যে বাবার বাড়ি আসলেই বেরোনো হয়। বেশ অনেকটা সময় ঘরে থাকার পর মাঝেমধ্যে বেরোলে বেশ ভালোই লাগে ।


কিছু দিন ধরে আমার এক বান্ধবী অনেকদিন ধরেই বলছিল দেখা করার জন্য তার সাথে। কোনোভাবেই দেখা করা হচ্ছিল না। এই বান্ধবীর সাথে সম্পর্ক ১০ বছরের। সত্যি বলতে এই দশ বছরে অনেক অনেক চড়াই-উৎরাই ছিল ।আমি যার কথা বলছি তার সাথে আমার কলেজ এ উঠেই আলাপ ।সেখান থেকে রোজ ঘুম থেকে উঠিয়ে দেওয়া কারণ আমার মর্নিং কলেজ ছিল ,তাই সকালে উঠে আমাকে আগে ফোন করে ডেকে তুলতো ।আর আমি যেদিন যেদিন কলেজ যেতাম ও সেদিন সেদিন কলেজে যেত ,এই ভাবেই শুরু ।

WhatsApp Image 2024-08-01 at 01.34.42.jpeg

WhatsApp Image 2024-08-01 at 01.34.43 (2).jpeg



আজও সেই বন্ধুত্ব রয়েছে ।তবুও গতবছর একটা ভুল বোঝাবুঝির জন্য কিছুটা দূরত্ব বাড়ে ।কিছু মাস কথা বন্ধ হলেও বন্ধুত্বটা নষ্ট হয়নি। হয়তো কিছুটা গ্যাপ হয়েছে। তাও একসাথে ঘুরতে যাওয়া হয়। কিছু সম্পর্ক থাকে যেখানে রাগ থাকলেও পরে মিটে যায় ।আমাদের সম্পর্কটা ঠিক তেমনিই ।সেভাবে হয়তো আমি মন থেকে মেটাতে পারিনি। কিন্তু কোথাও একটা দুর্বলতা কাজ করে তাই যতবার দেখা করার কথা বলে না বলতে পারি না। বন্ধুত্ব এমনই হয় ।

WhatsApp Image 2024-08-01 at 01.34.41 (2).jpeg

WhatsApp Image 2024-08-01 at 01.34.41 (1).jpeg

WhatsApp Image 2024-08-01 at 01.34.41.jpeg

তেমনভাবেই গত রবিবার আমরা বেরিয়েছিলাম শপিং করার জন্য ।শপিং শেষে একটি ক্যাফেতে বসে গল্প করি । সবার প্রথমে আমরা কফি আর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। বেশ খানিকটা সময় ধরে খাওয়া দাওয়া করলাম ।অনেক গল্প করলাম। বেশ ভালো একটা সময় কাটালাম ।

WhatsApp Image 2024-08-01 at 01.34.43.jpeg

WhatsApp Image 2024-08-01 at 01.34.43 (1).jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

এইরকম বন্ধুত্ব সত্যি খুব কম দেখা যায়। আমার মনে আছে আমার এমন কয়েকজন বন্ধু ছিল যারা স্কুলে গেলে পরিকল্পনা করে যেতাম আর না গেলে কেউ যেতাম না হা হা। এতদিন পরেও আপনাদের মধ্যে বন্ধুত্ব টা এমন আছে দেখে ভালো লাগল।

 last month 

আমি মনে করি প্রত্যেকটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে এটা থাকে। রাগ অভিমান এগুলো তো থাকবেই। তবে এগুলোকে দূর করে আবারো একসাথ হলেই ভালো। আপনাদের দুজনের মধ্যে ১০ বছরের বন্ধুত্ব কথাটা শুনে অনেক ভালো লেগেছে। বন্ধুত্বের সম্পর্ক এরকমই হওয়া উচিত। রাগ অভিমান ভুলে আবারও একসাথে থাকা। আপনাদের দুজনের কাটানো সুন্দর একটা মুহূর্ত দেখে খুব ভালো লাগলো। আপনার ফ্রেন্ডের সাথে ভালোই আড্ডা জমিয়েছেন এটা তো বুঝতেই পারতেছি। সব সময় এটাই কামনা করি যেন আপনাদের বন্ধুত্ব এরকমই থাকে।

 last month 

বন্ধুত্ব হয়তো এমনই হয়। অনেকদিন কথা না বললেও বন্ধুত্ব ঠিক আগের মতই থাকে। হয়তো সময়ের ব্যবধানে সবার মাঝে অনেক দূরত্ব তৈরি হয়। কিন্তু মনের ভালোবাসাটা ঠিক আগের মতই থেকে যায়। দিদি আপনার বন্ধুদেরকে দেখে খুবই ভালো লাগলো। বন্ধুত্ব বেঁচে থাকুক সারা জীবন।

 last month 

আসলে বন্ধুত্বের সম্পর্ক হোক অথবা অন্য যে কোনো সম্পর্ক হোক না কেন, এগুলো টিকে থাকে না আমাদেরকেই টিকিয়ে রাখতে হয়। আপনার এরকম একটা বন্ধুর কথা শুনে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে দিদি। এরকম সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক এটা দেখে অসম্ভব ভালো লেগেছে। বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে পারলে সারা জীবনই সম্পর্কটা থাকবে। আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকুক। এত সুন্দর একটা পোস্ট পড়ে সত্যি অসম্ভব ভালো লেগেছে দিদি।

 last month 

ভালোবাসা এবং মায়ায় ভরা সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। বিশেষ করে যাদের সাথে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি সেই বন্ধুদেরকে সব সময় মনে পরে। হয়তো সময়ের অভাবে দেখা করার সুযোগ হয় না। দিদি আপনার পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। পুরনো বন্ধুর সাথে দেখা করেছেন দেখে খুশি হলাম।

 last month 

ঠিক বলছেন আপু কিছু কিছু সম্পর্ক সামান্য ভুল বোঝাবুঝি হলেও কখনো ছিন্ন করা যায় না। বন্ধুত্বের সম্পর্ক এভাবে সারাজীবন থেকে যায়। যদিও মনের আড়ালে কষ্টগুলো লুকিয়ে থাকে। কিন্তু কথা বলা কিংবা একসাথে চলাফেরা করে এগুলো কখনো দূরত্ব তৈরি হয় না। এটা আপনাদের মাঝেও এমন হলো। যদিও কিছুদিন গ্যাপ ছিল আপনাদের আবারও খুব সুন্দর ভাবে একে অপরের সাথে দেখা করা, শপিং করা সবকিছু হচ্ছে। সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

বর্তমান যুগে ভালো বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাই ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্ক নষ্ট না করে, বরং মিটমাট করাটাই ভালো। কারণ প্রতিটি মানুষের জীবনে ভালো বন্ধু থাকাটা খুবই জরুরী। যাইহোক আপনাদের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং বন্ডিংটা খুবই ভালো, এটা জেনে ভীষণ ভালো লাগলো বৌদি। আপনারা সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 last month 

এ বন্ধুত্বের সম্পর্ক অমলিন থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি দিদিভাই।

 last month 

যে বন্ধুর সাথে দশ বছরের সম্পর্ক, তার প্রতি মায়া একটু বেশিই থাকে দিদি। তাছাড়া সম্পর্কের ভেতর মাঝেমধ্যে একটু ঝগড়া বা মনোমালিন্য হয়। তবে বন্ধুত্ব ঠিক থাকলে আবার সবকিছু আগের মত হয়ে যায়। যাইহোক, এত কিছু ম্যানেজ করেও যে তোমরা ক্যাফেতে বসে খাওয়া-দাওয়া করেছো এবং সুন্দর সময় কাটিয়েছো, সেটা জেনে খুব খুশি হলাম দিদি।