কমেন্ট মনিটরিং রিপোর্ট[ ১১৫ তম সপ্তাহ] ।। ২৯ নভেম্বর ২০২৪
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ১১৫তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | Username | Points | Comments | Remarks |
---|
Serial | Username | Points | Comment | Remark |
---|---|---|---|---|
01 | @tasonya | 9.7/10 | 343 | কমেন্টের মান অনেক ভালো |
02 | @mohinahmed | 9.6 | 260 | কমেন্টের মান অনেক ভালো |
03 | @monira999 | 9.6 | 255 | কমেন্টের মান অনেক ভালো |
04 | @neelamsamanta | 8.9 | 174 | সবকিছু ঠিক আছে |
05 | @isratmim | 8.4 | 215 | কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
06 | @jannatul01 | 8.4 | 190 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
07 | @kausikchak123 | 8.4 | 167 | সবকিছু ঠিক আছে |
08 | @tanjima | 8.1 | 157 | কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে। |
09 | @purnima14 | 8 | 183 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
10 | @bijoy1 | 8.0 | 153 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
11 | @ah-agim | 7.9 | 159 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে। |
12 | @narocky71 | 7.8 | 205 | মোটামুটি ঠিক আছে |
13 | @samhunnahar | 7.5 | 167 | কমেন্টের মান ভালো |
14 | @saymaakter | 7.5 | 134 | কমেন্টস এর মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
15 | @tania69 | 7.3 | 142 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
16 | @bristy1 | 7.3 | 124 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
17 | @shahid540 | 7.3 | 124 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
18 | @riyadx2 | 7.2 | 144 | মোটামুটি কমেন্টের মান ঠিক আছে। |
19 | @emon42 | 7.2 | 128 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
20 | @polash123 | 7.2 | 107 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
21 | @fatema001 | 7.1 | 108 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
22 | @bdwomen | 7.0 | 178 | মোটামুটি সবকিছু ঠিক আছে |
23 | @shimulakter | 7 | 123 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
24 | @rayhan111 | 7 | 102 | জেনারেল রাইটিং গুলোতে কমেন্ট কম। |
25 | @parul19 | 7.0 | 94 | ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
26 | @aongkon | 6.9 | 128 | কমেন্টের মান ঠিক আছে |
27 | @rahnumanurdisha | 6.9 | 87 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
28 | @tanha001 | 6.8 | 85 | নিজের পোস্টের রিপ্লাই বেশি, এছাড়া বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস নেই বললেই চলে। |
29 | @sumon09 | 6.7 | 144 | মোটামুটি ঠিক আছে |
30 | @kazi-raihan | 6.7 | 81 | কিছু কিছু জায়গায় দাঁড়ি- কমার প্রবলেম রয়েছে, এছাড়া কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
31 | @nevlu123 | 6.5 | 127 | কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে, ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস |
32 | @emranhasan | 6.5 | 97 | কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
33 | @ayaan001 | 6.2 | 62 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
34 | @hiramoni | 6 | 126 | পরপর 5 দিন কোন অ্যাক্টিভিটিস নেই, বাকি দুই দিনে এইসব কমেন্ট করেছেন |
35 | @selina75 | 6.0 | 141 | মোটামুটি ঠিক আছে |
36 | @kibreay001 | 6.0 | 107 | কমেন্টের মান ঠিক আছে, কিন্তু কমেন্ট আরেকটু বৃদ্ধি করতে হবে |
37 | @green015 | 5.6 | 96 | কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে |
38 | @ripon40 | 5 | 67 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, |
39 | @mohamad786 | 5 | 66 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
40 | @alif111 | 5 | 62 | ছোটখাটো কিছু ভুল রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস তুলনামূলকভাবে অনেক কম। |
41 | @nazmul01 | 5.0 | 47 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
42 | @jamal7 | 4.6 | 167 | অসংখ্য বানান ভুল এবং বাক্য অসম্পূর্ণ |
43 | @nilaymajumder | 3.7 | 32 | কমেন্ট অনেক কম আছে |
44 | @mdemaislam00 | 3.5 | 48 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, |
45 | @maksudakawsar | 03 | 37 | একই জাতীয় কমেন্ট অনেক বেশি হয়ে যায়, ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস |
46 | @mahfuzur888 | 3 | 36 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, |
47 | @selinasathi1 | 2.0 | 08 | কমেন্টস নেই বললেই চলে, কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@winkles
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
*
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কমেন্ট মনিটরিং রিপোর্টটি খুবই সুন্দর করে সবার মাঝে তুলে ধরা হয়েছে। অনেক ভালো লাগলো এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্ট। তবে আমি আমার কমেন্টের অ্যাক্টিভিটিস এভাবে ধরে রাখার চেষ্টা করবো। আর আরো ভালো কমেন্ট করার চেষ্টা করবো। রিপোর্টটা সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ দিদি।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.585079676029541 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
কমেন্টে মনিটরিং রিপোর্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এই রিপোর্টের মাধ্যমে আমি আমার অবস্থান সম্পর্কে জানতে পারলাম। আশা করছি আগামী সপ্তাহে আরো ভালো করব।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। চেষ্টা করবো ছোটখাটো ভুল গুলো সংশোধন করার জন্য। ধন্যবাদ দিদি পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। যারা নিজেদের কাজগুলো ঠিকভাবে করেছে তারা ভালো মার্ক পেয়েছে। আর কমেন্টস মনিটরিং রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। এই রিপোর্টের মাধ্যমে সবাই নিজেদের ভুলগুলো বুঝতে পারে আর নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পায়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।
কমেন্ট মনিটরিং এর রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো।এই রিপোর্টটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।এই রিপোর্টের মাধ্যমে আমরা আমাদের কাজের সকল ভুল ত্রুটির তথ্যগুলো পেয়ে থাকে। রিপোর্টের তথ্য অনুযায়ী সামান্য ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ দিদি দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট তুলনামূলক একটু ভালো করেছি। আশা করি সামনের সপ্তাহে আরও বেশি ভালো করতে পারব। ইউজারদের কমেন্টের গুনগত মান তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেক সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারের কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিজের অবস্থানটা একটু খারাপ জায়গায় রয়েছে। চেষ্টা করব পরবর্তী সপ্তাহে কমেন্টের সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য এবং নিজের ধারাবাহিকতা ফিরে আনার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট শেয়ার করার জন্য।
এসপ্তাতে বেশির ভাগ ইউজার ভালো করেছেন। আপনাকে ধন্যবাদ দিদি।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রেখে ভালোভাবে কমেন্ট করার জন্য। আমার কমেন্টের পয়েন্ট দেখে আর কমেন্টের মান দেখে অনেক ভালো লেগেছে। আমি এভাবেই চেষ্টা করবো ভালো কাজ করার জন্য। অনেক সুন্দর করে রিপোর্টটা তুলে ধরেছেন দিদি। অসংখ্য ধন্যবাদ।