oye balle balle ধাবা- তে একদিন

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে oye balle balle ধাবার ফুড রিভিউ শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লাগবে।


বেশ কিছুদিন আগে বিকেল বেলা আমি আর ব্ল্যাকস ঘুরতে বেরিয়েছিলাম। আর বাবার বাড়ি এলেই অর্থাৎ কলকাতায় এলেই মনে হয় নতুন কোনো রেস্টুরেন্ট থেকে কোনো একটা খাবার ট্রাই করি ।

WhatsApp Image 2024-07-02 at 02.37.07_0113dd0c.jpg

আর সেরকমভাবেই সল্টলেকের একটা রেস্টুরেন্টে গেলাম ।যেই রেস্টুরেন্টে আগে গিয়েছিলাম । তাও বেশ অনেকদিন পর আবার সেখানে গেলাম ।কারণ এখানে প্রতিটা খাবারের দাম খুব রিজনেবল এবং খাবারের টেস্টও খুব ভালো ।

WhatsApp Image 2024-07-02 at 02.37.06_b0b1d478.jpg

WhatsApp Image 2024-07-02 at 02.37.05_fcd7d3ef.jpg

WhatsApp Image 2024-07-02 at 02.37.06_b1af4edc.jpg


এই রেস্টুরেন্টের নাম হল oye balle balle ধাবা।

WhatsApp Image 2024-07-02 at 02.38.32_df3d24ba.jpg

এই রেস্টুরেন্টটা যেহেতু ধাবা স্টাইলে তাই বাইরের কাউন্টারটা লরির মধ্যে দিয়েই করেছে। এবং দেখতে ভীষণ সুন্দর এমনকি এই রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর ভাবে সাজানো ।

WhatsApp Image 2024-07-02 at 02.37.05_826ab309.jpg

আমরা প্রথমেই এখানে manchow স্যুপ নিয়ে নিয়েছিলাম । যেটার টেস্ট এক কথায় দুর্দান্ত ছিল। তারপরেই নিয়েছিলাম তন্দুরি পমফ্রেট।। তন্দুরি করা চিকেন বা মাছ দুটোই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি পমফ্রেট নিয়েছিলাম কারণ পমফ্রেট মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে । কিন্তু যেভাবে মাছটা দিয়েছিল সেই হিসেবে আমার কাছে টেস্টটা অতটা ভালো লাগেনি এবং একটা মাছ অনুযায়ী দাম অনেকটাই নিয়েছিল।

WhatsApp Image 2024-07-02 at 02.38.13_3d473c35.jpg

আর চিকেন কাবাব নিয়েছিলাম ।এই কাবাবটাও নতুন ট্রাই করা আমার কাছে। মোটামুটি ভালোই লেগেছিল ।

WhatsApp Image 2024-07-02 at 02.38.14_4171b799.jpg

আর সব মিলিয়ে রেস্টুরেন্টটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবং আমাকে যদি রেস্টুরেন্টের রেটিং দিতে বলা হয় তাহলে আমি ১০/৭ দিলাম।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  

Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by Blessed-girl


image.png

Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord

 4 days ago 

হি হি হি । না হেসে পারলাম না দিদি। এ আবার কেমন নাম?oye balle balle ধাবা। যেমন নাম , তেমন তার খাবারের নাম। তবে রেস্টুরেন্টটি কিন্তু বেশ সুন্দর করে গুছানো। আমার কাছে বেশ ভালোই লেগেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটি পোস্ট করেছেন।

 4 days ago 

দিদি আপনার বাবার বাড়ি অর্থাৎ কলকাতা গেলেই কোনো না কোনো রেস্টুরেন্টে যাওয়া হয় জেনে ভালো লাগলো। আপনি আর দাদা মিলে খুব সুন্দর একটি রেস্টুরেন্টে গিয়েছেন। রেস্টুরেন্টের সামনের লরি দেখে ভাবছিলাম এটা আবার এখানে রেখে দিয়েছে কেন? কিন্তু পরে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম লরি দিয়ে এই রেস্টুরেন্টের সামনের অংশ সাজানো হয়েছে। দিদি খাবারের রেটিং দেখেই বুঝা যাচ্ছে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো। তবে রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা একটু ভিন্ন ধরনের লেগেছে। ধন্যবাদ দিদি oye balle balle ধাবা তে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 4 days ago 

এই ধরনের ধাবা গুলো সাধারণত সিনেমায় দেখছি। আমাদের বাংলাদেশে অবশ্য এরকম ধাবা নেই। কাউন্টারটা লরির মধ্যে করেছে দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভালো লাগলো দিদি। আর অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি দিদি।

 4 days ago 

ওরে বাবা। এই রেস্টুরেন্টটি তো কোনদিন চোখে দেখিনি। এ তো দেখেই লোভ হচ্ছে। ব্যতিক্রমী এমন রেস্টুরেন্ট কলকাতায় আছে অথচ আমি তাতে যাইনি এটা ভেবেই হতাশ হয়ে পড়ছি। আপনি দারুণ একটি রেস্টুরেন্ট তুলে আনলেন ব্লগের পাতায়। যেতেই হবে এর মধ্যেই একবার। রেস্টুরেন্টের বাইরের আবহও একেবারে ভিন্নধর্মী। বেশ নতুনত্ব আছে চিন্তা ভাবনায়।

 4 days ago 

এই ধাবার নামটা দারুণ লাগে আমার কাছে। এর আগেও এই ধাবার একটি পোস্ট দেখেছিলাম। যাইহোক রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন সুন্দর হলে দেখতে বেশ ভালো লাগে। খাবারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। চিকেন কাবাব আমার ভীষণ পছন্দ। সেই ধাবা তে গিয়ে সবমিলিয়ে আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

দিদিভাই, সেদিন ছোট দাদার পোস্টে কিছুটা তথ্য পেয়েছিলাম, তবে এতো বিস্তারিত নয়। এটা মানতেই হবে রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু একদম চোখ ধাঁধানো। দারুণ উপভোগ করলাম ছবিগুলো।

 3 days ago 

দুজন মিলে রেস্টুরেন্টে গিয়ে অনেক মজাদার খাবার খেয়েছেন দেখে তো খুব ভালোই লাগলো দিদি। নতুন কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার ট্রাই করতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আর আপনারা কলকাতায় গেলে সব সময় নতুন রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করেন, এটা শুনে খুব ভালো লাগলো। নতুন নতুন খাবার ট্রাই করতে নিশ্চয়ই খুব ভালো লাগে। এই খাবারগুলো দেখে তো বুঝতেই পারছি মোটামুটি ভালো ছিল। রেস্টুরেন্টের সৌন্দর্য একটু অন্যরকম, তবে ভালোই লাগতেছে দেখতে।

 3 days ago 

মজার মজার খাবার টেস্ট করতে কিন্তু সত্যি ভালো লাগে। ব্ল্যাকস দাদার সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখছি খুব মজাদার খাবার খেয়েছেন। আপনার কাছে স্যুপ টা বেশি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। অনেক কিছুই খেয়েছেন, যেগুলোর মধ্যে কোনো কিছু ভালো লেগেছিল, আর কোনো কিছু ভালো লাগেনি বুঝতে। নতুন খাবার ট্রাই করার মুহূর্তটা সবার মাঝে তো সুন্দর করে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। আশা করছি এরকম মজার মজার খাবার খাওয়ার পোস্ট সবসময় আপনি শেয়ার করবেন।