আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 10 এপ্রিল- 2022

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

Amar_Bangla_Blog_logo.jpg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। বরাবরের মতো এ সপ্তাহেও এমন কোন ইউজার পায়নি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন। এ সপ্তাহে @robiul02 কে এই তালিকার অন্তর্ভুক্ত করেছি, তিনি ৭ দিনে ৬টি পোষ্ট করে একটি ভোট পেয়েছেন, তিনি এ সপ্তাহে আমার বাংলা ব্লগ থেকে দুটি ভোট পাবেন।এছাড়া অনেক কোয়ালিটি পোস্টদাতা আছেন যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন তাঁদেরকে এবার shy-fox এর আন্ডারে আনার চিন্তা ভাবনা করছি । এই সপ্তাহে এমন দু'জন কে পেয়েছি যাঁরা যোগ্যতার তুলনায় shy-fox সাপোর্ট কম পেয়েছেন । তাঁরা হলেন @abidatasnimora এবং @gorllara, তাদেরকে এ সপ্তাহে shy-fox থেকে দুটি করে ভোট দেয়া হবে।


সময়কাল : ৩১ মার্চ ২০২২ থেকে ৬ এপ্রিল ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : 03

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০৮ এপ্রিল ২০২২ থেকে ১১ এপ্রিল ২০২২

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্ট

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@robiul02/postsabb
০২https://steemit.com/@gorllara/postsshy fox
০৩https://steemit.com/@abidatasnimora/postsshy fox

যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

এই উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই যেটা সাপোর্ট বিহীন ইউজারদের জন্য উপযোগী একটা উদ্যোগ ।সবার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমি মনে করি খুব সুন্দর একটি উদ্যোগ ছিল। আমি আপনার উদ্যোগে সম্মান জানায়। সকলে ভাল কাজ করার অনুপ্রেরণা পাবে। আসলে এটা খুব ভালো একটি রিপোর্ট ছিল এবং কেউ সাপোর্ট থেকে বঞ্চিত হবে না।

 3 years ago 

আপু আপনার এই সুন্দর প্রতিবেদনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা সাপোর্ট পায়নি তাদেরকে সাপোর্ট এর আওতায় আনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

নিসন্দেহে একটা মহৎ উদ্যোগ। এর ফলে অনেকে ভাল লেখেও রিওয়ার্ড বঞ্চিত হবেন না। আমার বাংলা ব্লগকে এ ধরনের একটি পদক্ষেপ নিয়ে কমিউনিটির সদস্যদের অনুপ্রেরণা দানের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অও,আপু আপনি বরাবরের মতোই সুন্দর কাজ করে চলেছেন।কমিউনিটির সাপোর্ট না পেলে নাম অন্তর্ভূক্ত করা হয় জানতাম।কিন্তু আজ নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম।যেটি আপনি shy-fox এর বিষয়টিও গন্য করেছেন।খুবই ভালো লাগলো জেনে,ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু এখন থেকে shy-fox এর ব্যাপারটিও দেখা হবে। ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

নিঃসন্দেহে খুব ভালো একটি উদ্যোগ। এবং খুব সুন্দর নির্ভেজাল একটি রিপোর্ট। অনেক অনেক ভালোবাসা রইলো আপু এত সুন্দর করে নিখুঁত নির্বাচনের জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমি সত্যি অত্যন্ত আনন্দিত যে আপনি সব ব্যাপারে নজর রাখেন। আপনার এই উদ্যোগের কারণেই এ কমিউনিটিতে ইউজাররা কাজ করতে আরও অনেক উৎসাহ পাবে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্টটি আপনি খুবই গোছালোভাবে উপস্থাপন করেছেন আপু। এত সুন্দর একটি উদ্যোগ নেয়ার কারণে আমাদের সকলের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এবং আপনাকে সাধুবাদ জানাই আপু। ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটি উদ্যোগ নেয়া হয়েছে, আমাদের একজন ইউজার যেন সুবিধা বঞ্চিত না হয়, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সাপোর্ট দেয়ার জন্য, এতে সবাই কাজের প্রতি মনোযোগী হবে এবং একটি পরিবারের মতো সৃষ্টি হচ্ছে বেশ চমৎকার একটি উদ্যোগ এডমিন প্যানেলের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।