একটি মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আজকের আর্টটিও অনেক সুন্দর ও সহজ। হাতে একটু সময় নিয়ে পরতে পারলে দেখতে অনেক সুন্দর লাগবে। চেষ্টা করলে যে কেউ খুব সহজেই পরে ফেলতে পারবে। ধাপে ধাপে সম্পন্ন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

5CD73647-AAB3-4C92-92BD-206DF32875EE.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

74C5450C-1B2E-450F-AC87-784BFB71AADD.jpeg

প্রথমে এভাবে প্যাঁচিয়ে এঁকে নিয়েছি।

92A76F2B-D790-40D6-97F9-C224599618F2.jpeg

এরপরে এর চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ির মতো করে এঁকে নিয়েছি।

19CB3E6F-27A4-4B2C-BD95-EF7D798FA33E.jpeg

এরপর পাপড়ির চারিপাশে এভাবে গারো করে এঁকে নিয়েছি।

1F8FE69C-EF7D-42D8-B395-4BAA301C0A44.jpeg

এরপর এর চারিপাশে বাউন্ডারির মত করে এঁকে নিয়েছি।

DE562069-CC3C-4500-9623-8C00D62AC6DE.jpeg

এরপর নিচের দিকে এভাবে পাতার মত করে এঁকে নিয়েছি।

F10C36C2-9EF8-4C56-9230-1BD107F67DED.jpeg

এরপর ফুলটির পাশে ঠিক একইভাবে আরও দুটি ফুল এঁকে নিয়েছি।

621F21D0-110B-4E2A-B75D-7FA7574FCD03.jpeg

এরপর উপরের দিকেও ঠিক একইভাবে পাতার মতো করে এঁকে নিয়েছি।

88B76B03-FF6E-4E05-9904-4983C9CAEB3F.jpeg

E57539CE-EF27-456A-AB6A-6280CA31E495.jpeg

42610D80-F5F3-4C54-8A3A-5E353791493D.jpeg

এরপর এভাবে একটির পর একটি বাকি ধাপগুলো সম্পূর্ণ করে আমার অংকন শেষ করেছি।

FEFCC654-9290-4AD5-8D91-A39F1125B29C.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর লাগছে আপু, প্রথমে তিনটি ফুল একসাথে দেখতে বেশি ভালো লেগেছে। সহজ কথায় বলতে গেলে নিখুঁত হাতের কারসাজি তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু

 2 years ago 

আপনার মেহেদি আর্ট খুব ভাল লাগে আপু।আপনি খুব সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করেন।যা দেখে যে কেউ এঁকে মেহেদি পরে নিতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু, আপনার মেহেদী ডিজাইন এর আর্টগুলো আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আপনি প্রত্যেকটি মেহেদী ডিজাইনের আর্ট অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করে থাকেন। আপনার আজকের মেহেদি ডিজাইনের আর্টের ভিতরে ফুলের চিত্র অংকনটি অসাধারণ সুন্দর দেখাচ্ছে। দারুন একটি মেহেদি ডিজাইনার আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিবারের ন্যায় এবারো খুবই সুন্দর একটি মেহেদী আর্ট তৈরি করেছেন আপু। বরাবরি আপনি খবই সুন্দর ভাবে এই আর্ট গুলো করে থাকেন। ডিজাইনের আর্টের ভিতর ফুলের চিত্রের অঙ্কনটি অসাধারণ হয়েছে। তবে এধরনের আর্ট করতে যথেষ্ট সময় লাগে। তবে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন এর আর্ট দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর চিত্র অংকন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপু এই মেহেদী ডিজাইন দেখে আমার খুবই ভালো লাগলো। এতো সুন্দর নিখুত ভাবে এঁকেছেন চেষ্টা করলে অনেকেই পারবে। আপনার এই মেহেদী ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আপু।

 2 years ago 

মেহেদী ডিজাইন আর্টটি কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে ফুল এবং পাতা একসাথে হওয়াতে দারুন দেখাচ্ছে। যেভাবে ধাপে ধাপে দেখিয়েছেন সত্যিই যেকেউ এঁকে নিতে পারবে।
ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার মেহেদির ডিজাইনগুলো বরাবরই খুব সুন্দর এবং সহজ হয়। তাছাড়া আপনি ধাপগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করেন যা দেখে খুব সহজেই হাতে মেহেদী নেয়া যাবে আপনার আজকের মেহেদির ডিজাইনটি খুব চমৎকার হয়েছে। হাতে পড়লে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মেহেদী ডিজাইনের আর্টগুলো বরাবরই দারুণ হয়। সব থেকে ভালো লাগার বিষয় হলো, একদম স্টেপওয়াইজ বর্ণনা করে দেন! বুঝতেও সহজ হয়। সুন্দর হয়ে আর্টটি আপু 🌼🦋

 2 years ago 

আপু আপনি আবারো নতুন একটি মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ঈদ প্রায় চলেই এসেছে। রমজানের আর মাত্র কয়েকদিন বাকি। আশা করছি এই ডিজাইনগুলো সংগ্রহ করে রাখলে অনেক কাজে লাগবে। ধীরে ধীরে হাতে এভাবে মেহেদি পড়লে দেখতে ভীষণ ভালো লাগবে। অনেক অনেক শুভকামনা রইল আপু।