শপিং, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

মনটা বেশি ভালো নেই, কারণ বড় মেয়ে আবার অসুস্থ হয়ে পড়েছে।সেই ছোটবেলার প্রবলেমটি, কাশি আর সাথে বমি।গতকাল অবস্থা বেশি খারাপ ছিল।প্রায় ১০ থেকে ১৫ বার বমি করেছিল, আর মোটেও খেতে পারেনি।যদিও ডক্টরের কাছে গিয়েছিলাম, কিন্তু কোন লাভ হয়নি।কোন ওষুধ দেয়নি, এর আগে যতবার গিয়েছিলাম ততবারই সেম।এ কারণে ডক্টরের কাছে যেতে ইচ্ছে করে না।ডঃ সব কিছু চেক করে দেখে বলল সবকিছুই নরমাল রয়েছে।অবশ্য তার একটু অ্যাজমার ভাব রয়েছে, এ কারণে ৪/৫ ঘন্টা পরপর ইনহেলার দিতে বলল।এছাড়া আর কোনো ওষুধ নেই।সারা রাত মেয়ের পাশে ছিলাম। তার তো ঘুম নেই, সাথে আমারও নেই।এছাড়া রাতে কোন কিছুই খেতে পারেনি।যাইহোক আজকে মোটামুটি বেশ ভালোই রয়েছে। বমি নেই, আর একটু একটু খেতেও পারছে। কিন্তু কাশি রয়েছে, এই কাশি বেশ কিছুদিন থাকে।এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ছিল, এ কারণে একটু শান্তিতে আছি কারণ স্কুল মিস হয়ে যেত। সোমবার থেকে স্কুল, আশা করছি যেতে পারবে।যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। যেহেতু স্কুল বন্ধ তাই কয়েকদিন আগে হোল ফ্যামিলি শপিং করতে গিয়েছিলাম। সেই সুবাদে কিছু ফটোগ্রাফি করেছি।সেই ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_4605.jpeg

প্রথমেই বড় মেয়ের পাসপোর্ট সাইজের ফটো তুলে নিলাম পাসপোর্ট রিনিউ করার জন্য।বাসায় করলে অনেক ঝামেলা হয়, কখনো কখনো ফটোগুলো একসেপ্ট হতে চায় না। যদিও এর আগে আমি হাজবেন্ড আর ছোট মেয়ের ফটো তুলেছিলাম বাসায়। সেগুলো কাজ করেছিল।তারপরও যেহেতু হাতের কাছে স্টুডিও পেয়ে গেলাম তাই ফটো তুলে নিলাম।এরপর চলে গেলাম মেয়েদের শীতের কিছু কাপড়-চোপড় কেনাকাটা করতে।যদিও শপিংয়ের উদ্দেশ্য ছিল গ্রসারি শপ থেকে মাছ, মাংস, শাকসবজি ও দরকারি কিছু জিনিসপত্র কেনা।

IMG_4618.jpeg

IMG_4617.jpeg

সামনে ক্রিস্টমাস আসছে, এ কারণে দেখুন ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে।এ ছাড়া হ্যালোইন ছিল, সে কারণেও ডেকোরেশন করা হয়েছিল।

IMG_4610.jpeg

IMG_4608.jpeg

IMG_4606.jpeg

উপরের যে ফটোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন তা ছিল হ্যালোইনের জন্য আয়োজন। হ্যালোইনের উৎসবটি এদেশে বেশ বড় করেই পালন করা হয়।

IMG_4616.jpeg

IMG_4602.jpeg

এরপর সকল কেনাকাটা শেষে চলে গেলাম বাঙালি সেই গ্রোসারি শপে যেখানে আগে থেকেই সবকিছু অর্ডার করে রেখেছিলাম।আগে থেকে অর্ডার না করলে অনেক বেশি সময় লাগে। যেহেতু আমাদের শিপের মাংস, আর চিকেন বেশি লাগে তাই হাফ শিপ অর্ডার করেছিলাম, আর চিকেন অর্ডার করেছিলাম দশটি, সাথে বড় একটি মৃগেল মাছ।এগুলো কেটে রেডি করতে অনেক সময় লাগে তাই আগে থেকেই অর্ডার দিতে হয়।সাধারণত ১টি শিপ অর্ডার করি, কিন্তু ফ্রিজে জায়গা ছিল না দেখে হাফ শিপ নিয়ে নিলাম।এখান থেকে কেনার সুবিধা হচ্ছে তারা মাংসগুলো কেটে সুন্দর করে ছোট ছোট প্যাকেট করে দেয়। তাই বাসায় গিয়ে আর প্যাকেটের ঝামেলা থাকেনা। যেহেতু এখানে সব ধরনের মাছ ও সবজি পাওয়া যায়, তাই ছোট ছোট আরো কিছু মাছ, সবজিসহ আরও দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নিলাম।

IMG_4621.jpeg

শপিং শেষ, এখন গাড়িতে উঠানোর পালা।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 yesterday 

আপু প্রথমেই আপনার বড় মেয়ের সুস্থতা কামনা করছি। তার এরকম অসুস্থতার কথা শুনে অনেক বেশি খারাপ লাগছে। তবে এখন কিছুটা সুস্থ আছে শুনে ভালো লাগলো। দোয়া করি যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। যাইহোক কেনাকাটা করার পাশাপাশি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন দেখছি। আমার কাছে কিন্তু এটা দেখতে অনেক ভালো লেগেছে।

 yesterday 

নিজের সন্তান অসুস্থ থাকলে নিজের কাছে একেবারেই ভালো লাগেনা। আপনার বড় মেয়ের এরকম অসুস্থতার কথা শুনেই তো খুব খারাপ লাগছে আপু। তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দোয়া করি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়। সুস্থভাবে স্কুলে যেতে পারবে আশা করছি। আজকে শপিং করার পাশাপাশি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন, সে এগুলো শেয়ার করলেন দেখে ভালো লাগলো। শপিং করতে সবার কাছেই ভালো লাগে। আর তার পাশাপাশি ফটোগ্রাফি করলেও সুন্দর লাগে।

 yesterday 

আপনার মেয়ের দ্রুত আরোগ্য কামনা করছি আপু।
তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। অ্যাসথমা খুব ভোগায়৷
শপিং মলের ছবি দেখে মনে হচ্ছে ক্রিসমাস এসে যাচ্ছে৷ বিদেশে এখন উৎসবের আর ছুটির মেজাজ তাই না?

 yesterday 

প্রথমেই আপনার বড় মেয়ের দ্রুত সুস্থতা কামনা করছি আপু। বাচ্চারা অসুস্থ থাকলে মায়ের মনটা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। যাইহোক গ্রোসারি শপে গিয়ে তো দেখছি অনেক কেনাকাটা করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 yesterday 

১০ থেকে ১৫ বার বমি করলে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায় আপু। দোয়া করি খুব শীঘ্রই আপনি যেন সুস্থ হয়ে যান। আপনার ফ্রিজে জায়গায় না থাকার কারণে আপনি হাফ শিপ অর্ডার করেছিলেন । এরকম অনেক হয়ে থাকে ফ্রিজে অনেক কিছু থাকার কারণে তেমন একটা জায়গা থাকে না ।আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর কিছু ফোটোগ্রাফির ছবি দেখতে পেলাম ।যেগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 21 hours ago 

আশাকরি আপনার মেয়ে খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবে। এতবার বমি করা এটা সত্যি একটা ভয়ের কারণ।যদিও ডাক্তার বলছে কোন সমস্যা নেই। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো আপু। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ওখানে দেখছি হ‍্যালোইন নিয়ে বেশ মাতামাতি হয়।

 7 hours ago 

সন্তান অসুস্থ থাকলে আর কোন কিছুই ভালো লাগেনা।আপু আপনার বড় মেয়ের অসুস্থর কথা শুনে অনেক খারাপ লাগলো। দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়। বেশ দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।