"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬০|| শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।


7ba935152d8378a2.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam

প্রায় একমাস পর আবার চলে এলাম আমার বাংলা ব্লগ এর একটি প্রতিযোগিতা নিয়ে।বাংলাদেশে ইন্টারনেটের প্রবলেম হওয়ার কারণে প্রতিযোগিতাটি একটু পিছিয়ে যায়।ইউজারদের ছাড়া একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছিল আমাদের প্রিয় কমিউনিটি। যাইহোক এখন আবার ভরপুর হয়ে উঠেছে, যা দেখে খুবই ভালো লাগছে। তাই ঠিক এই আনন্দে "আমার বাংলা ব্লগ" তার ৬০ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হয়ে গিয়েছে।ব্যানার দেখেই সকলেই বুঝে গিয়েছেন আজকের বিষয়বস্তু। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যার নাম শুনলে সকলের মুখেই পানি চলে আসবে।ছেলে, বুড়ো সকলেরই খুবই পছন্দের একটি খাবার। আমার বাংলা ব্লগ -এর ৬০ তম প্রতিযোগিতার বিষয় বস্তু হচ্ছে শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি

আমার বাংলা ব্লগ এর ইউজারদের থেকে আমরা বরাবর যে ধরনের ক্রিয়েটিভিটি দেখতে পাই আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।মজার মজার সব পাকোড়া ও চপের রেসিপি দিয়ে ভরে উঠবে আমাদের কমিউনিটি।যেহেতু খুবই সহজ একটি প্রতিযোগিতা, তাই আশা করছি সকলেই স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।ও হ্যাঁ, আরেকটি কথা আপনারা হয়তো একটু কনফিউসড আছেন যে কি শেয়ার করবেন, কারন এখানে চপ অথবা পাকোড়া দুটিই উল্লেখ রয়েছে।আপনারা ইচ্ছে করলে দুটিই শেয়ার করতে পারবেন অথবা কেউ চাইলে যে কোন একটি শেয়ার করতে পারবেন।তবে মনে রাখবেন দুটির বেশি রেসিপি একসেপ্ট হবে না।আরেকটি কথা মাথায় রাখতে হবে যে, রেসিপিগুলো শুধু দেখতেই যেন সুন্দর না হয়, খেতেও যেন টেস্টি হয়।তাহলে বন্ধুরা দ্রুত হাজির হয়ে যান আপনাদের সব পছন্দের পাকোড়া বা চপ এর রেসিপি গুলো নিয়ে।

তাহলে এবার চলুন এক নজরে প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • দুটির বেশি রেসিপি গ্রহণযোগ্য হবে না।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
  • অংশগ্রহনের সময়সীমা ৮ আগস্ট, ২০২৪ সকাল ৯:৩০ পর্যন্ত (বাংলাদেশি সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-60 #recipe-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ০৮ আগস্ট ২০২৪ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 5 months ago 

অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন আপু। শীতের দিনের বিকেলে এই রেসিপি খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি বাঁধাকপির পাকোড়া খেতে ভালো লাগে।

 5 months ago 

এবার আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে ৬০ তম প্রতিযোগিতা শেয়ার করা হয়েছে। এবার প্রতিযোগিতার বিষয় হচ্ছে শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রত্যেকবার ইউনিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা দেখে প্রত্যেকে ইউজার বেশ মুগ্ধ হয় । চেষ্টা করব নিজের জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই নির্দেশিকা গুলো ফলো করতে হবে না হলে অংশগ্রহণ বাতিল হতে পারে। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 5 months ago 

প্রতি বারের ন্যায় এবারো খুবই দারুন একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। নতুন নতুন রেসিপি দেখতে পারবো।সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইলো।

 5 months ago 

অনেকদিন পর দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি দেখতে পাবো। চেষ্টা করব এই
প্রতিযোগিতা গ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 5 months ago 

এবারের প্রতিযোগিতা বেশ দারুণ একটি রেসিপি কে কেন্দ্র করে দেয়া হয়েছে আপু। আসলেই চপ বা পাকোড়ার কথা শুনলেই তো জিভে জল চলে আসে। আশা করছি এবার অনেক সদস্যই অংশগ্রহণ করবেন। আর আমরাও মজার মজার অনেক নতুন রেসিপিও দেখতে পাবো।

 5 months ago 

পাকোড়া খেতে অনেক ভালো লাগে। আর এই ধরনের খাবারগুলো সবারই অনেক পছন্দের। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুটি সত্যিই দারুণ হয়েছে। চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। অনেক অনেক ধন্যবাদ আপু এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 5 months ago 

বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখন শুধু পাকোড়া দেখবো আর আফসোস করবো। আশা করি প্রতিটি ইউজারি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের সেরাটা প্রদান করবেন।

 5 months ago 

বাহ অনেক দিন পরে লোভনীয় পাকোড়া বা চপের রেসিপি পেলাম। এই বর্ষার সময় ঝাল ঝাল পাকোড়া বা চপ খেতে ভালোই লাগবে। ভাবতেই কেমন জিহ্বে জল চলে আসতেছে। আশা করি আনকমন কিছু চপ দেখতে পারবো। ধন্যবাদ।

 5 months ago 

আমি আমার বাংলা ব্লগের একজন নতুন মেম্বার জুলাই মাসে আমি আমার বাংলা ব্লগে যোগদান করি, আমিও এই প্রতিযোগীতায় অংশগ্রহন করব। সবাই আমার জন্য দোয়া করিবেন।

 5 months ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। রেসিপি প্রতিযোগিতার আয়োজন মানে বেশ ভালো লাগে। কারণ সবার কাছ থেকে সুন্দর সুন্দর রেসিপি পোস্ট দেখতে পাই। এছাড়া ও চেষ্টা করি মজাদার কিছু তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা গুলো সব সময় সেরা হয়। আশা করি সবার কাছ থেকে বিভিন্ন কিছু দেখতে পাবো। সবার জন্য শুভকামনা রইল।