একটু ভিন্ন ধরনের শপিং
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
হাজব্যান্ড আজ একটু দরকারি কাজে লন্ডনে গিয়েছিল।আর লন্ডন আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে, প্রায় এক ঘন্টা লাগে গাড়িতে যেতে।আর লন্ডনে বাংলাদেশের যাবতীয় জিনিসপত্র খুব বেশি পরিমাণে পাওয়া যায়, কারণ সেখানে বাংলাদেশীরা বেশি থাকে।তাই লন্ডনের প্রতিটি অলিতে গলিতে বাংলাদেশী শপগুলো দেখা যায়। হাজব্যান্ড সকাল নয়টার সময় বেরিয়েছিল, আর বেলা দেড়টার সময় বাসায় ফিরেছিল।আসার পর সাথে দেখি দুটি শপিং ব্যাগ।আর এই শপিং ব্যাগে দেখি জানা-অজানা সবজি ও মাছ সহ কয়েক রকমের গ্রোসারি আইটেম। সবকিছুই বাংলাদেশী, যা দেখে খুবই ভালো লেগেছিল।তাই আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
কদবেল
প্রথমেই ব্যাগ থেকে কদবেল বের করে আমি তো অবাক! কারণ কদবেল যে এখন পাওয়া যাবে তা আমি কল্পনাও করিনি।সব সময় কদবেল পাওয়া যায় না। তবে অনেক বছর আগে একবার এনেছিল বাসায়।কদবেল আমার খুবই পছন্দের। কদবেল কাঁচামরিচ, আর ধনেপাতা দিয়ে মাখিয়ে খেলে দারুন স্বাদের লাগে। বাংলাদেশে থাকতে প্রায়ই খাওয়া হত।অনেক বছর খাওয়া হয়না। আজ কদবেল গুলো পেয়ে খুবই ভালো লেগেছে।জানিনা কদবেল গুলো কেমন হবে? ভেতরে ভালো, না খারাপ? অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।
খেঁজুরের গুড়
পরবর্তী আইটেমটি হচ্ছে খেঁজুরের গুড় যা খুবই রেয়ার, খুব সহজে পাওয়া যায় না।আসলে শীত আসলেই শুধু পিঠা খেতে ইচ্ছে করে, কিন্তু পিঠা বানানো খুবই কষ্টকর এবং প্রচুর সময় লাগে।তারপরও মাঝেমধ্যে একটু আকটু চেষ্টা করি।কিছুদিন আগে হাজব্যান্ড কে বলেছিলাম শপে গেলে যদি খেঁজুরের গুড় পাওয়া যায় তাহলে কিনে নিয়ে এসো। ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে, ভাপা পিঠা বানাবো।কিন্তু নারিকেল আর পাওয়া যায়নি, ফ্রোজেন নারিকেল কিনে এনেছে। নারিকেলগুলো দেখতে বেশ ভালই লাগছে। ফ্রিজে রেখে দিয়েছি, পরবর্তীতে যখন পিঠা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।যদিও এদেশে ফ্রোজেন ভাপা পিঠা পাওয়া যায়, কিন্তু সেগুলো খেতে অতটা স্বাদ হয় না।
সরিষা ইলিশের মসলা
সরিষা ইলিশের যে মসলা পাওয়া যায় তা আমি জানতামই না। এই ফাস্ট টাইম আনা হয়েছে।
রাধুনী বিরিয়ানি মসলা
রাধুনী বিরিয়ানি মসলা অবশ্য সবসময়ই আনা হয়ে থাকে।
ফিস বিরিয়ানি মসলা।
ফিস বিরিয়ানি মসলা ফার্স্ট টাইম আনা হয়েছে। এর আগে কখনো আনা হয়নি।
বিরিয়ানি মসলা
কাচ্চি বিরিয়ানি মসলা ও মাঝে মাঝে আনা হয়।
কালা ভুনা মসলা
কালা ভুনা মসলা ফাস্ট টাইম আনা হয়েছে। কখনো রান্না করিনি কালাভুনা।
জরদা মিক্স চাল।
এটিও ফার্স্ট টাইম আনা হয়েছে। চাল দেখলাম কালার করা, জর্দা দিয়ে মাখানো।জানিনা খেতে কেমন হবে? হাজব্যান্ড চোখের সামনে নতুন নতুন যা কিছু দেখেছে তাই কিনে নিয়ে এসেছে।
কাসুন্দি
কাসুন্দি মাঝেমধ্যে আনা হয়। কিন্তু গরমের মধ্যে এটি বেশি খাওয়া হয়ে থাকে। এখন শীতের মধ্যে কি দিয়ে খাব তাই ভাবছি।
শুঁটকি মাছের গুড়া
শুঁটকি মাছের গুড়া দিয়ে নানান রকমের ভর্তা বানানো যায়।সবসময়ই বাসায় থাকে এই শুঁটকি মাছের গুড়া।এছাড়াও আনা হয়েছে ফ্রোজেন বরই, লাউ, সরিষা ইলিশ খাওয়ার জন্য ইলিশ মাছ, বাইম মাছ সহ আরও টুকিটাকি কিছু জিনিসপত্র।এগুলোর ফটো আর দিলাম না, কারণ এগুলো নরমাল সবসমই আমরা দেখে থাকি।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
এসব জিনিস যে লন্ডন থেকে কেনা তা তো বিশ্বাসই হচ্ছে না আপু। সবকিছুর গায়ে পরিষ্কার বাংলায় লেখা এবং সম্পূর্ণ বাংলার জিনিস বলে মনে হচ্ছে। বিদেশেও যে এমন বাংলার জিনিস পাওয়া যায় তা জানতাম না। ছবি তুলে দারুণ একটি পোষ্ট করলেন সমস্ত জিনিসপত্র দিয়ে।
আপনি দেখছি অনেক রকমের শপিং করেছেন আপু তবে শপিং গুলো একটু ভিন্ন ধরনের।রাধুনীর অনেক কিছুই কিনেছেন আপু।বিরিয়ানি মসলা, কালা ভুনা মসলা, সরষে ইলিশ মসলা, জর্দা মিক্সড চাল এই মসলাগুলো অনেক ভালো আমিও মাঝেমধ্যে ইউজ করি। এ মসলাগুলো ওখানেও পাওয়া যায় জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া তো দেখছি বাংলাদেশী শপ থেকে অনেক কিছু কিনে এনেছে। বাহিরের দেশে দেশী জিনিসপত্র পেলে সত্যিই খুব আনন্দ লাগে। খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।