ক্রিয়েটিভ রাইটিংঃ স্বপ্নের ফেরিওয়ালা।
❤️🌷আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.......
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আমার নতুন ব্লগে সবাইকে এর শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আমি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আমার বাংলা ব্লগের সবাই অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন। তাদের পোস্টগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং পোস্টগুলো দেখে আমি নিজে অনেক উৎসাহিত পাই।প্রতি সপ্তাহের মতো আজ আমি একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট শেয়ার করব আশা করি আমার লেখা পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
শহরের শেষ প্রান্তে, নদীর ধারে বসে আছে একজন একাকী মানুষ। নামটা হয়তো তেমন পরিচিত নয়, কেউ তাকে ডাকেও না। তবে তার অন্তর্লোকে লুকিয়ে আছে এক বিশাল গল্প যা সে কাউকে বলতে পারেনি, কাউকে শোনাতেও চায়নি।রাতের আকাশে তারা মিটমিট করছে। নদীর জল ধীরে ধীরে বইছে, ঠিক যেন সময়ের মতো কোনো ক্লান্তি নেই, কোনো বিরতি নেই। লোকটি নদীর জলে তার প্রতিচ্ছবি দেখতে দেখতে হঠাৎ যেন হারিয়ে যায় অতীতে। স্মৃতিগুলো তার সামনে ভেসে ওঠে একের পর এক।
একটা সময় ছিল যখন সে ছিল আশার প্রতীক। তার কণ্ঠে ছিল জাদু তার কাজে ছিল প্রেরণা। সে স্বপ্ন দেখত, আর মানুষকে স্বপ্ন দেখাত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো ঝাপসা হয়ে গেল। তার চারপাশের মানুষরা বদলে গেল, তাদের বিশ্বাসও মুছে গেল। কিন্তু সে বদলায়নি সেই একই স্বপ্ন নিয়ে বেঁচে রইল।একদিন জীবনের ধাক্কায় সে হেরে গেল। যে মানুষ একসময় স্বপ্নের ফেরিওয়ালা ছিল, সে আজ নিজেই নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে। কিন্তু নদীর কাছে বসে সে উপলব্ধি করে জীবনের প্রতিটি হার, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা তাকে কিছু না কিছু শিখিয়েছে।
সে মনে মনে প্রতিজ্ঞা করে, আবার নতুন করে শুরু করবে। জীবনের গল্প তো এক জায়গায় থেমে থাকে না। প্রতিটি অধ্যায়ই একটি নতুন সূচনা। নদীর জলের প্রতিফলনে সে দেখতে পায় এক নতুন মানুষ। চোখে নতুন আলো মনে নতুন উদ্দীপনা। সে জানে পথ কঠিন হবে, কিন্তু সে হাল ছাড়বে না। কারণ জীবনের অর্থ তো খুঁজে পেতে হয়, হারিয়ে যেতে নয়।রাত যত গভীর হতে থাকে। তারার আলো নদীর ওপর পড়ে, ঠিক যেন নতুন আশা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীতে। লোকটি উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হেঁটে যায় শহরের দিকে। সে জানে এই রাত তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।সময়ের গহীন পথে হারিয়ে গেলেও জীবনের গল্প কখনো থামে না। আর সেই গল্পই আমাদের বাঁচিয়ে রাখে নতুন স্বপ্নের আশায়, নতুন যাত্রার প্রতীক্ষায়।
পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!